Gold Price: হাতে রয়েছে আর একদিন, ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya 2025 )। এর আগে গ্রাহকদের নজর কাড়তে দেশের বিভিন্ন গয়নার ব্র্যান্ড মেকিং চার্জ ও সোনার দামে বিশাল ছাড় দিচ্ছে। জেনে নিন, কোন ব্র্যান্ডের সোনা কিনলে (Gold Buying Tips) আপনি কত ডিসকাউন্ট পাবেন।
কোন ব্র্যান্ড কী অফার করছেবর্তমানে সোনার দাম আকাশছোঁয়া হলেও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সোনা কেনার উৎসাহ রয়েছে ক্রেতাদের মধ্যে। এই সময়ে সোনা কেনা শুভ বলে মনে করেন অনেকেই। যেকারণে প্রতিযোগিতার বাজার ধরতে তানিষ্ক, সেনকো গোল্ড, এমপি জুয়েলার্স, পিসি চন্দ্র জুয়েলার্সের মতো অনেক বড় ব্র্যান্ডগুলি বিভিন্ন স্কিম অফার করছে।
মেকিং চার্জ ও দামে বিশাল ছাড়Tanishq গোল্ড মেকিং চার্জে 20% পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে, অন্যদিকে Senko Gold সোনার দামে 350 টাকা এবং মেকিং চার্জে 30% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়াও, হীরার গহনা কেনার ক্ষেত্রে মেকিং চার্জ ফ্রি এবং ক্রয়ের উপর 15% ছাড়ও দিচ্ছে কোম্পানি। অন্যদিকে, যদি আমরা এমপি জুয়েলার্সের কথা বলি, তাহলে এই ব্র্যান্ডটি সোনার গহনার উপর প্রতি গ্রাম 300 টাকা ছাড়ের পাশাপাশি মেকিং চার্জে 10% ছাড় দিচ্ছে। পিসি চন্দ্র জুয়েলার্সও সোনার দামে প্রতি গ্রাম 200 টাকা ছাড়, মেকিং চার্জে 15% ডিসকাউন্ট এবং হীরার গহনা কেনার উপর 10% ছাড় ঘোষণা করেছে।
সোনার প্রতি উপভোক্তাদের আস্থা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে গিয়েছেএই বিষয়ে অঞ্জলি জুয়েলার্সের ডিরেক্টর অনার্ঘ্য উত্তীয় চৌধুরী সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, "আমরা আশা করি এবার অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা ভাল হবে, কারণ সোনার প্রতি গ্রাহকদের আস্থা সর্বকালের সেরা পর্যায়ে গেছে।" তিনি আরও বলেন, যেহেতু সোনাকে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয় ও বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিও সম্ভাব্য মুদ্রাস্ফীতি এড়াতে সোনা কেনার ওপর জোর দিচ্ছে, তাই গ্রাহকদের এই উৎসাহকে পুঁজি করে মেকিং চার্জে ছাড় দেওয়া হচ্ছে। যাতে তাদের কেনাকাটার অভিজ্ঞতা আরও ভাল করা যায়, সেদিকেই নজর রাখা হচ্ছে।
রুপোর প্রতিও আগ্রহ বাড়ছে ক্রেতাদেরসোনার পাশাপাশি রুপোও বর্তমানে বিনিয়োগকারীদের নজর কাড়ছে। Zerodha ফান্ড হাউসের একটি প্রতিবেদন অনুসারে, ভারতে সিলভার ETF-এর AUM জানুয়ারি 2025 এর মধ্যে 13,500 কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা 2021 সালের নভেম্বরে SEBI অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলিকে সিলভার ETF চালু করার অনুমতি দেওয়ার পর থেকে এতে আগ্রহ বাড়ছে৷
(ডিসক্লেমার-মনে রাখবেন , এখানে বিশদে সবকিছুর আলোচনা করা হয়নি। এই বিষয়ে ব্র্যান্ডের স্টোরগুলিতে গেলে আপনি দাম বা চার্জ সম্পর্কে বিষদে জানতে পারবেন)
(তথ্য়সূত্র -এবিপি লাইভ হিন্দি)