Gold Buying: শেয়ার বাজারে অস্থিরতা চললে সোনার উপরে বিনিয়োগ করতেই দেখা যায় বিনিয়োগকারীদের। সোনা সবসময় একটি নিরাপদ সম্পদ হিসেবে মান্য করা হয়ে এসেছে। রিটার্ন কম মিললেও দীর্ঘমেয়াদে (Gold Price Today) নিশ্চিত হারে বেশি রিটার্ন এনে দেয় সোনা। ভূ-রাজনৈতিক উত্তেজনা, শুল্ক যুদ্ধ, অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও সোনার দাম (Gold Buying) হু হু করে বেড়ে গিয়েছে। ভেঞ্চুরা সিকিউরিটিজের পরিসংখ্যান অনুসারে বিগত ১০ বছরে সোনার দামে ২০০ শতাংশ রিটার্ন এসেছে। অর্থাৎ ২০১৫ থেকে ২০২৫ পর্যন্ত সোনার দাম ২০০ শতাংশ বেড়ে গিয়েছে। আর গত বছর অক্ষয় তৃতীয়ার সময় থেকে এই বছরের মধ্যে সোনায় বিনিয়োগ করে ৩০ শতাংশ মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা।

সংবাদসূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের অক্ষয় তৃতীয়ার সময় ২৪ ক্যারাট সোনার দাম ১০ গ্রামের জন্য ছিল ৭৩,২৪০ টাকা। আর আজকের দিনে ২০২৫ সালের অক্ষয় তৃতীয়ায় এসে এই দাম বেড়ে হয়েছে ৯৪,০০০-৯৫,০০০ টাকা। প্রায় ২০ হাজার টাকা বেড়ে গিয়েছে সোনার দাম।

দীর্ঘ মেয়াদে এই মুনাফা অনেকটাই বেশি হয়েছে। ২০১৪ সালে যেখানে সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৩০,১৮২ টাকা, সেখানে তা বেড়েছে ২০০ শতাংশ। অনেকেই এই অক্ষয় তৃতীয়ার শুভদিনে সোনা কেনেন। কারণ অনেকেই মনে করেন সোনা আদপে সম্পদ ও প্রতিপত্তির প্রতীক। অ্যাক্সিস সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট মিস্টার দেবেয়া গগলানি জানিয়েছেন যে এমসিএক্সে বিগত তিন বছরে সোনার দামে ব্যাপক উত্থান দেখা যাচ্ছে। বিনিয়োগকারীরা দুই অঙ্কের মুনাফা পেয়েছেন। ২০২৫ সালের প্রথম ৪ মাসেই এত বিপুল রিটার্ন এসেছে সোনার দামে যা বিগত ১০ বছরের মধ্যে রেকর্ড বৃদ্ধি। ৪ মাসেই সোনার দাম বেড়েছে ২৫ শতাংশ।

তিনি আরও জানিয়েছেন যে এই সোনার দাম যদি ১ লক্ষের উপরে চলে যায় তাহলে আগামী অক্ষয় তৃতীয়ায় তা নিশ্চিতভাবে ১ লক্ষ ১০ হাজারে চলে যাবে। আবার এই দাম নিচের দিকে নেমে এলে ৮৭ হাজারে এসে ঠেকতে পারে বলেও অনুমান করেছেন তিনি। এই কয়েক মাসে সোনার দাম বাড়ার কারণগুলির মধ্যে রয়েছে একদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেশি মাত্রায় সোনা কেনা, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে শেয়ার বাজারে অস্থিরতা ইত্যাদি। তবে বেশিরভাগ সময়েই এখন সোনার দাম 'ওভারবট' অবস্থায় রয়েছে, সোনার দাম এখনের থেকে আরও ৫-১০ শতাংশ পড়লে সোনা কেনা উচিত বলেই তিনি পরামর্শ দিয়েছেন।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)