নয়াদিল্লি: iPhone 12 কেনার ইচ্ছে রয়েছে। আকাশছোঁয়া দামের কারণে কিনতে পারছেন না অ্যাপলের Apple-এর এই মডেল। ক্রেতাদের ইচ্ছেপূরণে এবার এগিয়ে এসেছে অ্যামাজন ফেস্টিভ্যাল সেল (Amazon Festival Sale)। আইফোনের এই প্রিমিয়াম মডেলে সরাসরি ২০ শতাংশ ছাড় দিচ্ছে ই-কমার্স কোম্পানি।
সেল নিয়ে জানতে ক্লিক করুন ; অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল
আমেরিকান ই-কমার্স জায়ান্টের তরফ জানানো হয়েছে, iPhone 12 ছাড়াও iPhone 11 ও iPhone 10 সিরিজে বিশাল ছাড় দিচ্ছে কোম্পানি। সবথেকে বড় বিষয় ফোন অর্ডার করে অপেক্ষা করতে হবে না ক্রেতাকে। মাত্র একদিনের মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে ফোন। পছন্দ না হলে পেরতও দিতে পারবেন এই প্রিমিয়াম ডিভাইস।
১ iPhone 12 ৬৪জিবি (সবুজ রং)
উৎসবের মরসুমের আগেই iPhone 12-এ সম্পূর্ণ ২০ শতাংশ ছাড় দিচ্ছে Amazon। অ্যামাজনের ফেস্টিভ্যাল সেলে iPhone 12 64GB সবুজ রঙের ফোন পাওয়া যাচ্ছে ৬৩,৯৯৯ টাকায়। ফোনের আসল প্রাইস ৭৯,৯০০টাকা। যদিও এই মুহুর্তে ফোনে ভাল ছাড় দিচ্ছে অ্যামাজন।
ক্লিক করুন : আইফোনে আকর্ষণীয় অফার
iPhone 12 স্পেসিফিকেশন
আইফোন 12-এ 5G নেটওয়ার্ক সাপোর্টের পাশাপাশি রয়েছে A14 বায়োনিক চিপ। যা পারফরম্যান্স বাড়িয়ে দেয় ফোনের। এই ফোনের ক্যামেরা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। ফোনে দেওয়া হয়েছে 12-মেগাপিক্সেলের ডুয়েল আল্ট্রাওয়াইড ক্যামেরা। যাতে নাইট মোড, ডিপ ফিউশন-এর বিকল্প রয়েছে। এই ক্যামেরার সেন্সর কম আলোতে ভালো ছবি তোলার সুবিধা দেয়। আইফোন 12 এর সেলফি ক্যামেরাও 12 মেগাপিক্সেলের। এই ফোনের মেমোরি স্টোরেজ 64 জিবি। হালকা সবুজ রঙের ফোন দিচ্ছে অ্যামাজন। প্রতিটি মোবাইল নেটওয়ার্কে কাজ করে এই ফোন। ৬.১ ইঞ্চির এই ফোনে রয়েছে এইচডি স্ক্রিন। ফোনটিতে সেরা মানের জল প্রতিরোধী ও ওয়্যারলেস চার্জিং রয়েছে।
ক্লিক করুন : আইফোনে আকর্ষণীয় অফার
২ iPhone 11 (White color) 128 GB
আইফোন 11-এর 128 জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে অ্যামাজনের ফেস্টিভ্যাল সেলে। সাদা রঙের এই ফোন ৮ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। বর্তমানে ফোনটির দাম ৫৪,৯০০ টাকা। এই মডেলের আসল দাম ৫৯,৯০০ টাকা।
ক্লিক করুন : আইফোনে আকর্ষণীয় অফার
iPhone 11-এর স্পেসিফিকেশন
আইফোন 11-এ 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। সাদা এই ফোনে রয়েছে 4G নেটওয়ার্ক।৬.১ ইঞ্চির এই ফোনে রয়েছে এইচডি ডিসপ্লে। ফোনে রয়েছে আইপি রেটিং, তাই জল ও ধুলো প্রতিরোধী এই মডেল ক্রেতাদের দেবে অতিরিক্ত সুরক্ষা। আইফোন 11-এ 12-মেগাপিক্সেলের ডুয়েল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে, যাতে নাইট মোড, পোর্ট্রেট মোড পাবেন ক্রেতা। এছাড়াও, আপনি স্লো-মো এবং 4k পর্যন্ত ভিডিও তুলতে পারবেন। সুরক্ষার জন্য ফোনে দেওয়া হয়েছে ফেস আইডি। এ ছাড়াও রয়েছে দ্রুত ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা।
ক্লিক করুন : আইফোনে আকর্ষণীয় অফার
৩ iphone11 64GB (Black)
আপনি Amazon-এ iPhone 11 পাবেন ৪৯৯০০ টাকায়। এই মডেলের আসল দাম ৫৪,৯০০ টাকা। অ্যামাজনের সেলে এই ফোনটি ৯ শতাংশ ছাড়ে দেওয়া হচ্ছে। অ্যামাজন প্রাইমের সদস্যরা একদিনে পেয়ে যাবেন ফোন।
iphone11 স্পেসিফিকেশন
আইফোন 11 এর মেমোরি স্টোরেজ 64 জিবি। সেলে কালো রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। সব মোবাইল নেটওয়ার্কে কাজ করবে এই ফোন। এর স্ক্রিন সাইজ ৬.১ ইঞ্চি। জল এবং ধুলো প্রতিরোধে সক্ষম এই ফোন। ফোনটিতে রয়েছে ১২ মেগাপিক্সেলের ডুয়েল আল্ট্রাওয়াইড ক্যামেরা। যার মধ্যে রয়েছে নাইট মোড, পোর্ট্রেট মোডের সুবিধা। সুরক্ষার জন্য ফোনে রয়েছে ফেস আইডির সুবিধা।এই ফোনেও পাবেন ওয়্যারলেস চার্জিং।
ক্লিক করুন : আইফোনে আকর্ষণীয় অফার
৪ আইফোন 11 64 জিবি (সবুজ রং)
অ্যামাজনে আইফোন 11-এ হালকা সবুজ রঙের ৬৪ জিবির ফোনে ৯ শতাংশ ছাড় রয়েছে। ফোনটির আসল মূল্য ৫৪,৯০০টাকা।যদিও সেলে এই ফোন ৪৯,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনের ডেলিভারিও মাত্র একদিনেই হচ্ছে।
iPhone 11 এর মেমোরি স্টোরেজ 64 GB। হালকা সবুজ রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। এর স্ক্রিন সাইজ ৬.১ ইঞ্চি। জল এবং ধুলো প্রতিরোধে সক্ষম এই ফোন। ফোনটিতে রয়েছে ১২ মেগাপিক্সেলের ডুয়েল আল্ট্রাওয়াইড ক্যামেরা।যার মধ্যে রয়েছে নাইট মোড, পোর্ট্রেট মোডের সুবিধা। সুরক্ষার জন্য ফোনে রয়েছে ফেস আইডির সুবিধা।এই ফোনেও পাবেন ওয়্যারলেস চার্জিং।
৫ আইফোন এক্সআর 64 জিবি (কালো)
আইফোন 10 সিরিজের আইফোন এক্সআরও একটি ভাল ফোন। এই ফোনের দাম ৪৭,৯০০টাকা হলেও তা অ্যামাজনে ছাড়ের পর ৪২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনে ১০ শতাংশ ছাড় দিচ্ছে কোম্পানি। কালো
আইফোন এক্সআর এর মেমরি 64 জিবি। ওলইডি স্ক্রিন রয়েছে 6.1 ইঞ্চির এই ফোনে। ফোনটি অন্য ফোনগুলির মতোই জল এবং ধুলো প্রতিরোধী। এই ফোনে রয়েছে ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। যার সঙ্গে পোর্ট্রেট মোড ডেপথ কন্ট্রোলের সুবিধা পাবেন গ্রাহক। ফোনের সুরক্ষার কারণে এতে ফেস আইডি দেওয়া হয়েছে। ফোনে দ্রুত চার্জিংয়ের সুবিধা দিয়েছে অ্যাপল। আইওএস 14 অপারেটিং সিস্টেমে চলবে ফোন।
মনে রাখবেন: এই সমস্ত তথ্য কেবল অ্যামাজনের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। পণ্য সম্পর্কিত কোনও অভিযোগের জন্য, আপনাকে অ্যামাজনে যোগাযোগ করতে হবে। এবিপি লাইভ এখানে উল্লেখিত পণ্যের মান, মূল্য বা অফারের বিষয়ে নিশ্চিত করে না।