কলকাতা: দোরগোড়ায় উৎসব। উৎসবের মরশুমে বড় ছাড় দিতে চলেছে প্রথমসারির একগুচ্ছ কোম্পানি।অনলাইন শপিং চলতি সপ্তাহ থেকেই অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল শুরু হচ্ছে। অ্যামাজনের প্রাইম সাব্সক্রাইবার দের জন্য ১৬ তারিখ মধ্যরাত থেকে সেল শুরু। অর্থাৎ রাত ১২টা থেকে অনলাইনে জিনিস বুক করতে পারবেন তাঁরা। তবে সর্বসাধারণকে আরেকটু অপেক্ষা করতে হবে। ১৭ তারিখ সকাল থেকে অ্যামাজনের সম্ভার থেকে বেছে নিতে পারবেন নিজের পছন্দের জিনিস তদাপেক্ষা কম দামে।
ই কর্মাস জায়েন্ট অ্যামাজন উৎসবের মরশুমকে সামনে রেখে নানান প্রস্তুতি নিয়েছে। শুধু ক্রেতাদের জন্য নয়, ৬.৫০ লক্ষ বিক্রেতার জন্য এটি একটি দারুণ সুযোগ। করোনার জেরে মার্চ মাস থেকে ব্যবসা বাণিজ্যে ভাঁটা। কোনও গ্রাহক যদি ছোট বা মাঝারি ব্যবসায়ীদের কাছ থেকে জিনিস কেনেন তাহলে তাকে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। ভাইস প্রেসিডেন্ট মণীশ তিওয়ারি জানিয়েছেন, বাজারে এখন ১৫ থেকে ২০ হাজার টাকার স্মার্টফোনের চাহিদা বেশি।
কিসে কত ছাড়, জেনে নিন
অ্যামাজন হোম এবং কিচেন আইটেমগুলিতে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পোশাক ও আনুষাঙ্গিক ক্ষেত্রে ৭০ শতাংশ পর্যন্ত ছা়ড় থাকছে। খাদ্যসামগ্রীতে ৫০ শতাংশ ও বৈদ্যুতিন সরঞ্জামে ৭০ শতাংশ পর্যন্ত.ছাড় পাবেন ক্রেতারা। অ্যামাজনের এই সেলের ক্ষেত্রে এক্সচেঞ্জ অফারের সুবিধাও থাকছে। এক্সচেঞ্জে ১৩,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। হয়তো কিছু জিনিস অনলাইনে লঞ্চ হবে এমন সম্ভাবনাও থাকছে। মোবাইলে ছাড় থাকার সম্ভাবনা বেশি।
অ্যামাজনে কেনাকাটির সময়ে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে তখনই ১০ শতাংশ ছাড় পাবেন।অ্যামাজন প্রাইমের মেম্বার হলে থাকছে বাড়তি সুবিধা। বেশ কিছু পুরস্কার পেতে পারেন। মিলবে ক্যাশ ব্যাক অফার।
করোনা আবহে বাইরে যেতে অনেকেই চাইছেন না। পুজো উপলক্ষ্যে রাস্তার ভিড় বাড়ছে। ফলে কোনও বৈদ্যুতিন সরঞ্জাম বা মোবাইল বদলাতে চাইলে ঘরে বসে বুক করে ফেলুন।