Amazon Festival Sale: অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের মধ্যেই এসে গেল আরও বড় অফার। ১৮ অক্টোবর থেকে শুরু হতে চলেছে অ্যামাজনের একস্ট্রা হ্যাপিনেস ডেজ (Extra Happiness days)। ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে এই বাম্পার অফার। জেনে নিন নতুন সেলে দেখতে পাবেন কোন কোন প্রোডাক্ট।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
প্রথম দিন ১৮ অক্টোবর
ইলেকট্রনিক ডিভাইসের পাশাপাশি এই দিন থাকছে মোবাইল, ল্যাপটপ ও রান্নাঘরের সরঞ্জাম ছাড়াও আরও অনেক কিছুতে বিশেষ ছাড়। মোবাইলের সেলে থাকছে ওয়ানপ্লাস(OnePlus), আইকু (iQOO)-র মতো ব্র্যান্ড। ল্যাপটপের মধ্যে ডেল(Dell)-র ওপর অফার দেওয়া হবে একস্ট্রা হ্যাপিনেস সেলে। এখানেই JBL স্পিকারে থাকছে বাম্পার সেল। রান্নাঘরের সরঞ্জামের মধ্যে রয়েছে প্রেস্টিজের(Prestige) মতো ব্র্যান্ড। একই সঙ্গে থাকছে বিউটি প্রোডাক্টে একাধিক ডিল। যেখানে মামা আর্থ-এর মতো প্রোডাক্ট দেখতে পাবেন ক্রেতারা।এখানেই শেষ নয়। এই সেলে থাকছে আরও অনেক কিছু।
দ্বিতীয় দিন-১৯ অক্টোবর
প্ল্যাটিনাম থেকে গোল্ড, সিলভারে সবেতেই পাবেন আকর্ষণীয় ছাড়। অ্যামাজনের একস্ট্রা হ্যাপিনেস সেল মানেই অতিরিক্ত ছাড় পাওয়ার সুযোগ।এ ছাড়াও থাকছে অ্যাপলের(Apple)প্রোডাক্টে বিশেষ অফার। এখানেই থেমে থাকছে না সেলের পসরা। ঘরের জিনিসপত্র ছাড়াও জুতো, স্কিন কেয়ার প্রোডাক্ট সবেতেই বড় ছাড় পাবেন ক্রেতা। এই প্রোডাক্টগুলির মধ্যে IFB, Nivea, Adidas-এর মতো বহু প্রোডাক্ট রয়েছে।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
তৃতীয় দিন-২০ অক্টোবর
অ্যামাজনের এক্সট্রা হ্যাপিনেস ডেজ-এও থাকছে নানা ধরনের অফার। এখানে আরও বেশি ছাড়ের সুবিধা পেতে পারেন আপনি।এদিনও গোল্ড, প্ল্যাটিনাম, সিলভারের পাশাপাশি থাকবে Oppo মোবাইল ব্র্যান্ডের প্রোডাক্টে নানা ডিল। ঘড়ির সেলে দেখতে পারেন Timex। এ ছাড়াও Kodak, Kent,Fire TV-র প্রোডাক্টে থাকছে নানা অফার।
আরও পড়ুন : অ্যামাজনের সেলে কত দামে পাওয়া যাচ্ছে OnePlus Bullets Wireless Z Bass Edition ?
আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার
আরও পড়ুন : Amazon Navratri Sale: স্মার্টফোনে পাবেন বছরের সস্তা ডিল, জেনে নিন সেরা ৫ ফোনের দাম