Amazon Festival Sale: বোট , সোনি বা জেবিএল-এর সাউন্ডাবার কিনতে চাইলে অ্যামাজনে মিলছে ৬০ শতাংশের বেশি ডিসকাউন্ট। কারওয়ান মিউজিক বারেও মিলছে ডিল, যাতে ৫০০-র বেশি চির নতুন গান প্রিলোডেড রয়েছে। দেখে নেওয়া যাক অ্যামাজনের ফেস্টিভ সেলে কোন সাউন্ডবারে কতটা ছাড় মিলছে এবং সেই সঙ্গে স্পেশিফিকেশন। 


অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল


1-Carvaan Musicbar CBWY121 120W 2.1 channel Bluetooth Soundbar with Carvaan Signature sound, 500 pre-loaded songs
কারওয়ান মিউজিকবার কোম্পানির সাউন্ডবারের দাম ১২,৯৯০ টাকা। কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে মাত্র ৬,৯৯০ টাকায়। এই মিউডিজবারে Wireless, Bluetooth, Auxiliary, USB, HDMI থেকে কানেক্ট করার ফিচার রয়েছে। এছাড়াও এতে সাবউয়োফার, রেডিও-ও রয়েছে। এতে ৫০০ চিরদিনের জনপ্রিয় ৫০০ হিন্দি গান প্রিলোডেড রয়েছে, সেইসঙ্গে রয়েছে বিল্ট-ইন এফএম। এই মিউজিক বারে ১২০ ওয়াট সাউন্ড আউটপুটের সঙ্গে স্টিরিও স্যারাউন্ড সাউন্ড ও ক্রিস্টাল ক্লিয়ার অডিও রয়েছে। 50W-র চার পাওয়ারফুল স্পিকার ও 70W ওয়্যার্ড সাবউয়োফার রয়েছে, যাতে আওয়াজে এনহান্সড ডিপ বেস আসে। 


 


2- boAt Aavante Bar 1160 60 Watt 2.0 Channel Wireless Bluetooth Soundbar (Premium Black)


বোট কোম্পানির সাউন্ড বারের ক্ষেত্রে অ্যামাজনে ৬০ শতাংশের বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ৯,৯৯০ টাকার এই সাউন্ডবার ডিলে মাত্র ৩,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই ওয়্যারলেস সাউন্ডবার , Bluetooth, USB, AUX-এ কানেক্ট হতে পারে এবং এটি স্মার্ট টিভি, ফোন বা ট্যাবলেটের সঙ্গে কানেক্ট করা যায়। এই সাউন্ডবার রিমোট কন্ট্রোলে চলে। এতে ইথেরিয়াল সাউন্ড কোয়ালিটি রয়েছে এবং স্লিক ও প্রিমিয়াম স্টাইল ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়। 


এই লিঙ্কে ক্লিক করে দেখুন বোট অ্যাভান্তে সাউন্ডবারগুলির দাম


3- Infinity (JBL) Sonic B200WL, 160W Soundbar with Wireless Subwoofer, 2.1 Channel Home Theatre with Remote, Bluetooth, 


সংগীতের আনন্দ উপভোগের জন্য বাড়িতে নিয়ে আসা যেতে পারে Infinity (JBL) Sonic B200WL, 160W Soundbar, যার দাম ১৭,৯৯৯ টাকা, কিন্তু ডিলে তা পাওয়া যাচ্ছে মাত্র ৬,৯৯৯ টাকায়। এই সাউন্ড বারের সঙ্গে Bluetooth, USB, AUX কানেক্ট করা যায়। এতে Controls on Side Panel, Bass Boost controls on Remote-এর ফিচার রয়েছে। সেইসঙ্গে ডিজাইনও খুবই সুন্দর। এতে সাব উয়োফারের সঙ্গে 160W পিক পাওয়ার আউটপুটে অডিও পাওয়া যায়। আর রয়েছে ডিপ ব্যাস সাউন্ড। 


এই লিঙ্কে ক্লিক করে দেখুন ইনফিনিটি (জেবিএল) সোনিকের সাউন্ডবারের অপশন


4-Blaupunkt SBW-100 120-Watt Bluetooth Soundbar with Subwoofer (Black) 


সাউন্ডবার কিনতে চাইলে একবার Blaupunkt SBW-100 120-Watt Bluetooth Soundbar-ও দেখে নেওয়া যেতে পারে। অ্যামাজনের সেলে যা মাত্র ৫,৪৪৯ টাকায় পাওয়া যাচ্ছে। এমনিতে এর দাম ১২,৯৯০ টাকা। এর সঙ্গে ব্লুটুথ, Aux , HDMI-ARC কানেক্ট করে স্মার্ট টিভি, ফোন বা ট্যাবলেটের সঙ্গে কানেক্ট করা যায়। এতে হাই ব্যাস, Side Firing Subwoofer-এর সঙ্গে এলইডি ইন্ডিকেটর রয়েছে, এবং এই সাউন্ডবার রিমোটে চলে। এতে ১২০ ওয়াটের সাউন্ডবার রয়েছে, যা ওয়্যার্ড সাবউয়োফারের সঙ্গে জোর আওয়াজের সঙ্গে ভারী ব্যাস দেয়। 


এই লিঙ্কে ক্লিক করে দেখুন ব্লাঙ্কপাঙ্কটের সাউন্ডবারের অপশন


5-Sony HT-S350 2.1Ch Dolby Digital Soundbar for TV with Wireless Subwoofer, 2.1Ch Home Theatre System


প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ডবার চাইলে সোনি কোম্পানিরও বিকল্প রয়েছে। Sony HT-S350 2.1Ch Dolby Digital Soundbar-এর দাম ২৪,৯৯০ টাকা। কিন্তু ডিলে তা ১৮,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। এই ওয়্যারলেস সাউন্ডবারকে Bluetooth, HDMI –এ কানেক্ট করে যে কোনও ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যায়। এটি খুবই ভালো গুণমানের ওয়ারলেস সাবউয়োফার ডিপ ও এতে খুবই ভালো অডিও আসে। 


এই লিঙ্কে ক্লিক করে দেখুন সোনি কোম্পানির সাউন্ডবারের ডিল