কলকাতা: আমাজন ইন্ডিয়া ঘোষণা করেছে, উৎসবের মরসুমে ১ লাখের বেশি অস্থায়ী চাকরি দিতে চলেছে তারা। এই চাকরির সুযোগ থাকবে গোটা দেশে।
বেশি বিক্রিবাটার সময়ে আমাজন ও ফ্লিপকার্টের মত ই কমার্স সংস্থা হাজার হাজার কর্মীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করে। মূলত এই সব চাকরি থাকে জিনিসপত্র ডেলিভারি ও অন্যান্য ক্ষেত্রে।
আমাজন ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, নতুন এই কর্মসংস্থানের সুযোগ তৈরি করে তারা মানুষের কাছে তাদের জিনিসপত্র পৌঁছনোর পদ্ধতি আরও সরল ও উন্নত করতে চাইছে, যাতে উৎসবের সময়ে মানুষের চাহিদা আরও দ্রুত মেটানো যায়।
এছাড়া সরাসরি না হলেও অন্যান্য সহযোগী নেটওয়ার্কেও হাজার হাজার চাকরির ক্ষেত্র তৈরি করেছে আমাজন ইন্ডিয়া। তাদের ট্রাকিং পার্টনার. প্যাকেজিং ভেন্ডর, ‘আই হ্যাভ স্পেস’ ডেলিভারি পার্টনার, আমাজন ফ্লেক্স পার্টনার, হাউসকিপিং এজেন্সি ইত্যাদি ক্ষেত্রে তৈরি হয়েছে এই সব চাকরি, তারা জানিয়েছে।
সামনেই উৎসবের মাস, আমাজন ইন্ডিয়া দিতে চলেছে ১ লাখ অস্থায়ী চাকরি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Oct 2020 07:54 AM (IST)
আমাজন ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, নতুন এই কর্মসংস্থানের সুযোগ তৈরি করে তারা মানুষের কাছে তাদের জিনিসপত্র পৌঁছনোর পদ্ধতি আরও সরল ও উন্নত করতে চাইছে, যাতে উৎসবের সময়ে মানুষের চাহিদা আরও দ্রুত মেটানো যায়।
NEXT
PREV
ব্যবসা-বাণিজ্য (business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -