Amazon Prime: অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন (Amazon Prime Video Mobile Edition) লঞ্চ হয়েছে ভারতে। অ্যামাজন প্রাইমের তুলনায় এই নয়া মাধ্যমের সাবস্ক্রিপশনের (One Year Subscription) খরচ অনেকটাই কম। অ্যামাজনের ভিডিও স্ট্রিমিং (Video Streaming Platform) এই সার্ভিস বছরে পাওয়া যাবে ৫৯৯ টাকার বিনিময়ে। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে জনপ্রিয় ই-কমার্স সংস্থা। গত বছর প্রাইম ভিডিও মোবাইল এডিশন লঞ্চ হয়েছিল শুধুমাত্র এয়ারটেল সাবস্ক্রাইবারদের জন্য। সেক্ষেত্রে টেলিকম সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল অ্যামাজন কর্তৃপক্ষ। তবে এবার ভারতের সমস্ত গ্রাহক এই পরিষেবা পাবেন। অর্থাৎ আপনি যে টেলিকম সংস্থারই গ্রাহক হোন না কেন, অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের বার্ষিক সাবস্ক্রিপশন পাবেন ৫৯৯ টাকার বিনিময়ে। তবে এই প্ল্যান শুধুমাত্র মোবাইল ভিত্তিক হবে।  


অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের এই একবছরের সাবস্ক্রিপশন একই সময়ে একজন ইউজার ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র স্মার্টফোনেই চলবে এই প্ল্যান। ইউজাররা অ্যামাজন প্রাইম ভিডিওর মোবাইল এডিশনের এই সাবস্ক্রিপশনের মাধ্যমে সমস্ত ভিডিও দেখতে পাবেন। স্ট্যান্ডার্ড ডেফিনিশন বা SD ভার্সানে দেখা যাবে ভিডিও। অ্যামাজন প্রাইমের যে সাবস্ক্রিপশন এতদিন ইউজাররা ব্যবহার করেছেন সেখানে একসঙ্গে অনেক ইউজার ভিডিও দেখতে পান। স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটার এবং স্মার্ট টিভিতেও চলে এই সাবস্ক্রিপশন। 4K রেজোলিশনে ভিডিও স্ট্রিমিং হয়। তবে নতুন প্ল্যানে এইসব সুবিধা পাওয়া যাবে। একই সময়ে একজন ইউজারই এই সাবস্ক্রিপশনের সাহায্যে ভিডিও দেখতে পাবেন। শুধুমাত্র ফোনেই দেখা যাবে। এছাড়াও SD ভার্সানে ভিডিও দেখতে পাবেন ইউজাররা।


অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছেন অ্যান্ড্রয়েড ইউজাররা প্রাইম ভিডিও অ্যাপে সাইন-ইন করলে বা প্রাইম ভিডিও ওয়েবসাইটে গেলে মোবাইল ভিত্তিক এই বার্ষিক সাবস্ক্রিপশনের সমস্ত খুঁটিনাটি জানতে পারবেন এবং রিচার্জও করতে পারবেন। কোনও গ্রাহক চাইলে আপগ্রেডেড প্ল্যান অর্থাৎ অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন, যেখানে বছরে খরচ ১৪৯৯ টাকা, সেই প্ল্যানও বেছে নিতে পারবেন এই মাধ্যম থেকেই। এক্ষেত্রে অ্যামাজন প্রাইম মিউজিকের সঙ্গে সঙ্গে ই-কমার্স সংস্থার থেকে ফ্রি এবং দ্রুত গতির ডেলিভারির সুবিধাও পাবেন। ভারতে এখন অ্যামাজন প্রাইমের একটি মাসিক সাবস্ক্রিপশন প্ল্যানও চালু রয়েছে। সেখানে প্রতি মাসে গ্রাহকদের ১৭৯ টাকা খরচ করতে হয়। অ্যামাজন প্রাইমের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোও আগামী দিনে এভাবে মোবাইল ভিত্তিক বার্ষিক প্ল্যান লঞ্চ করতে পারে বলে আন্দাজ করা হচ্ছে। যদিও অন্যান্য প্ল্যাটফর্মের তরফে এখনও এই প্রসঙ্গে কিছু ঘোষণা করা হয়নি।


আরও পড়ুন- ট্যুইটারের পর এবার ফেসবুক, চলতি সপ্তাহেই কয়েক হাজার কর্মী ছাঁটাই