Rajiv Chandrashekhar: ভারতের জন্য দারুণ খবর। আগামী কয়েক  বছরের মধ্যে হবে প্রচুর কর্মসংস্থান। খোদ এই খবর নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। জেনে নিন, মোট কত কর্মসংস্থান হতে পারে ভারতে।


Amazon Jobs: দেশে কত চাকরি হবে
দেশে আগামী কয়েক বছরের মধ্যে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই বিষয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর একটি টুইট করেছেন। ট্যুইট বার্তায় তিনি বলেছেন,  ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মার্কিন সফর ভারতে বিলিয়ন ডলার মূল্যের চুক্তি নিয়ে এসেছে, এমন একটি কোম্পানি রয়েছে যারা এই সফরে ভারতে লক্ষ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি করেছে৷  ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ভারতে ৪-৫ লাখ নয়, পুরো ২০ লাখ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ''


Amazon India: ট্যুইট করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর তার টুইটে লিখেছেন, অ্যামাজন ভারতে প্রচুর বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নিয়োগ অভিযানের মাধ্যমে 2030 সালের মধ্যে ভারতে 26 বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোম্পানি। যেখানে 20 লক্ষ কর্মসংস্থান তৈরি করা হবে। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া ও স্বনির্ভরতার দৃষ্টিভঙ্গির সঙ্গে মার্কিন-ভারত প্রযুক্তি অংশীদারিত্বকে শক্তিশালী করার একটি বড় পদক্ষেপ।


Rajiv Chandrashekhar: অ্যান্ডি জেসি একটি বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন
ই-কমার্স কোম্পানি অ্যামাজনের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, কোম্পানি ভারতে অতিরিক্ত 15 বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে। যা ভারতে কোম্পানির মোট বিনিয়োগ 26 বিলিয়ন ডলারে পরিণত করবে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পর, অ্যামাজনের সিইও অ্যান্ডি জাইসি বলেছেন, কোম্পানি ইতিমধ্যেই ভারতে 11 বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।


Amazon Jobs: অ্যামাজন ভারতে অংশীদার হতে আগ্রহী
তিনি শুক্রবার বলেছেন, '' প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার খুব অর্থপূর্ণ ও ফলপ্রসূ কথোপকথন হয়েছে। আমি মনে করি, আমাদের অনেক লক্ষ্যে মিল রয়েছে। অ্যামাজন ভারতের অন্যতম বড় বিনিয়োগকারী। আমরা এখনও পর্যন্ত 11 বিলিয়ন ডলার বিনিয়োগ করেছি ও আরও 15 বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাই, যা মোট 26 বিলিয়ন ডলার নিয়ে এসেছে। তাই অংশীদারিত্বের ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই উৎসাহিত।''


Amazon India: বিদেশ মন্ত্রকও ট্যুইট করেছে
ভারতের বিদেশ মন্ত্রকও এই বিষয়ে ট্যুইট করেছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অ্যামাজনের চেয়ারম্যান ও সিইওর সঙ্গে একটি অর্থবহ বৈঠক হয়েছে। অ্যামাজনের সঙ্গে ভারতে লজিস্টিক সেক্টরে ও ই-কমার্সের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার উপর আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে এমএসএমই-এর ডিজিটাইজেশন প্রচারের জন্য অ্যামাজনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


আরও পড়ুন : Mahila Samman Scheme: ফিক্সড ডিপোজিটের থেকে বেশি সুদ, ২ মাসে এই স্কিমে ৫ লক্ষ অ্যাকাউন্ট, কী এই মহিলা সম্মান স্কিম ?