GST Cut on Dairy Product: ৩ সেপ্টেম্বরই সরকার জানিয়েছিল যে দুধ ও দুগ্ধজাত বেশ কিছু পণ্যের উপর থেকে জিএসটি কমানো হয়েছে। এই নতুন জিএসটি হার কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। এর মাধ্যমে প্যাকেটজাত দুধের (Milk Price) উপর থেকে ৫ শতাংশ জিএসটি তুলে নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তের ফলে আমূল ও মাদার ডেয়ারির মত ব্র্যান্ডগুলি দুধের দামে সাধারণ মানুষকে স্বস্তি দেবে।

এই ছাড়ের মূল লক্ষ্য হল ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির হার। দুধ (Milk Price) একটি অপরিহার্য পণ্য যাকে আরও সাশ্রয়ী মূল্যে নিয়ে আসার চেষ্টাতেই এই জিএসটি হার কমানো হয়েছে। এতে প্রতিটি পরিবার সস্তায় উচ্চমানের দুধের অ্যাক্সেস যাতে পায় তা নিশ্চিত করা হয়েছে। ৫ শতাংশ কর প্রত্যাহারের ফলে সাধারণ গ্রাহকরা উপকৃত হবেন।

এখন কত দাম আমূল, মাদার ডেয়ারির দুধের প্যাকেটের

আমূলের পণ্যের মধ্যে ফুল ক্রিম মিল্ক হিসেবে আমূল গোল্ডের দাম লিটারে এখন ৬৯ টাকা, টোনড মিল্কের দাম প্রতি লিটারে ৫৭ টাকা। একইভাবে মাদার ডেয়ারির ফুল ক্রিম মিল্কের দাম লিটারে এখন ৬৯ টাকা আর টোনড মিল্কের দাম লিটারে ৫৭ টাকা। মোষ ও গরুর দুধের দাম প্রতি লিটারে ৫০-৭৫ টাকার মধ্যে রয়েছে।

কত কমবে দাম

এই জিএসটি প্রত্যাহারের পরে দুধের দাম প্রতি লিটারে প্রায় ৩ থেকে ৪ টাকা কমবে বলে আশা করা হচ্ছে। উদাহরণস্বরূপ আমূল গোল্ডের দাম প্রায় ৬৫-৬৬ টাকায় নেমে আসবে যেখানে মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম একই সীমার মধ্যে পড়বে বলে মনে করা হচ্ছে। টোনড মিল্ক ও গরু-মোষের দুধের ক্ষেত্রেও একইভাবে দাম কমবে বলে মনে করা হচ্ছে।

কোন দুধের দাম সবচেয়ে বেশি কমবে

আশা করা হচ্ছে এই হিসেবে দাম কমবে প্যাকেটজাত দুধের

আমূল গোল্ড – ৬৯ টাকা থেকে ৬৬-৬৬ টাকা

আমূল ফ্রেশ – ৫৭ টাকা থেকে ৫৪-৫৫ টাকা

আমূল টি স্পেশাল – ৬৩ টাকা থেকে ৫৯-৬০ টাকা

মাদার ডেয়ারি গরুর দুধ -  ৫৯ টাকা থেকে ৫৬-৫৭ টাকা

মাদার ডেয়ারি মোষের দুধ – ৭৪ টাকা থেকে ৭১ টাকা

এই নতুন জিএসটি হার ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এই তারিখের পরে আমূল, মাদার ডেয়ারি সহ সমস্ত প্যাকেটজাত দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম নতুন জিএসটি মুক্ত হারে নির্ধারণ করা হবে, ফলে বাজারে দুধের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে।