Anand Mahindra Responds : একটি শিশুর আবদার কি রাখতে পারবেন না আনন্দ মহিন্দ্রা ? ৭০০ টাকায় মহিন্দ্রা থার কিনতে চেয়ে একটি শিশুর যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা নিয়ে এক অনুরাগী আনন্দ মহিন্দ্রাকে সেই গাড়ি উপহার দেওয়ার জন্য প্রস্তাব দেন। আর সেই আবদারের প্রেক্ষিতে এক সরস উত্তর দেন মহিন্দ্রা যা নিয়ে ফের একবার উত্তাল নেটপাড়া।
ঘটনাটা কী ?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চিকু যাদব নামে এক শিশুর ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখে হাসি পাবে আপনারও। আদুরে গলায় বাবার কাছে ৭০০ টাকায় থার কেনার বিষয়ে আলোচনা করতে দেখা গেছে চিকুকে। যেখানে খুদে বাবাকে বুঝিয়েছে, থার ও এক্সইউভি ৭০০ একই গাড়ি এবং ৭০০ টাকায় কেনা যাবে। তার বাবা তাকে থার ও XUV700 700 টাকায় কেনা যাবে না বললেও একই কথা আওড়েছে চিকু। ইতিমধ্যেই খুদের গলায় ৭০০ টাকায় থার কেনার কাতর আবেদন এই ভিডিয়োটি লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। যা পৌঁছে গেছে আনন্দ মহিন্দ্রার কাছেও।
মহিন্দ্রা থার উপহার দেওয়ার প্রস্তাব
এবার এই ভিডিয়োকে ঘিরে এক্স হ্যান্ডলে এক অনুরাগী আনন্দ মহিন্দ্রাকে লেখেন, 'আপনি তো শিশুটিকে তার ১৮ বছরের জন্মদিনে মহিন্দ্রা গাড়িটি উপহার হিসেবে দিতেই পারেন।' মহিন্দ্রার সহাস্য জবাব, 'ঠিক আছে, কিন্তু একবার আপনিও ভেবে দেখুন, শিশুটির যখন ১৮ বছর হবে, আমার তখন ঠিক কত বয়স হবে !' এই উত্তরে অনেকেই আবার এও লেখেন যে, তিনি আদপে এখনও যুবক, কিংবা অনেকে বলেন, আনন্দ মহিন্দ্রা কখনও বুড়ো হতেই পারেন না ! জনৈক অনুরাগী লেখেন, 'আপনি এবং অনিল কপূরের কাছে বয়স কেবলই সংখ্যামাত্র।'
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অন্যতম ভারতীয় শিল্পপতিদের মধ্যে সবার ওপরে নাম আসে তাঁর। এবার কোম্পানির সেরা অফরোডার মহিন্দ্রা থার নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করলেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান। অতীতে বিভিন্ন ছবি ও ভিডিও দেখে মানুষকে মাহিন্দ্রা গাড়িও দান করেছেন আনন্দ মহিন্দ্রা। তবে এবার তিনি চাইলেও এক শিশুর কথা রাখতে পারেননি।
ভিডিয়ো শেয়ার করেন আনন্দ মহিন্দ্রা
কদিন আগেই কেউ এই ভিডিয়ো ক্লিপ পাঠিয়েছেন আনন্দ মহিন্দ্রাকে। এরপরই X অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান। তিনি লিখেছেন ''আমরা খুব শীঘ্রই গরিব হয়ে যাব। আমার বন্ধু সোনি তারাপোরেওয়ালা আমাকে এই ভিডিয়োটি পাঠিয়েছেন। আমারও এই শিশুটিকে খুব ভালো লেগেছে। তবে আমার একমাত্র সমস্যা হল, আমি যদি এই দাবি মেনে নিয়ে ৭০০ টাকায় থার বিক্রি করি, তাহলে খুব শীঘ্রই আমরা দেউলিয়া হয়ে যাব।''