Car News: গাড়ির রং বাছতে সময় লাগলেও টায়ারের ক্ষেত্রে সময় লাগে না ক্রেতার। বিশ্বের সব জায়াগাতেই এক রঙে পাওয়া যায় গাড়ির টায়ার। কেন কেবল কালো রঙেই গাড়ির টায়ার বিক্রি হয় জানেন ?
Car Tyre Color: কেন টায়ার সবসময় কালো হয় ?
গাড়ির টায়ারের রঙের ইতিহাস সম্পর্কে জানেন না অনেকেই। বিশ্বের গাড়ির ইতিহাস বলছে, প্রায় ১২৫ বছর আগে টায়ারগুলি আসলে সাদা রঙে তৈরি করা হোতো। টায়ার তৈরিতে যে রাবার ব্যবহার করা হোতো, তা ছিল দুধ-সাদা। প্রশ্ন জাগে, তাহলে আমরা কালো টায়ার পেলাম কীভাবে? এই ক্ষেত্রে সাদা রাবারের মূল উপাদান গাড়িকে চলার সময় ততটা আত্মবিশ্বাস দিতে পারছিল না। যার ফলে রাস্তায় ওজন হওয়া সত্ত্বেও ভাল গ্রিপ করতে পারছিল টায়ারগুলি।
Car News: সাদা থেকে কালো
পরবর্তীকালে বিজ্ঞানের সাহায্যে সাদা টায়ারের উপাদানে জুড়ে দেওয়া হল কার্বন ব্ল্যাক। যা টায়ারের আয়ু বৃদ্ধির পাশাপাশি গাড়িকেও দ্রুত গতিতে স্থিতিশীল করতে সক্ষম হল। কার্বন ব্ল্যাক দুধ সাদা উপাদানে যোগ করায় পুরো কালো হয়ে যায় টায়ার। পরবর্তীকালে দেখা যায়, টায়ারে কার্বন ব্ল্যাক মিশিয়ে দেওয়ার ফলে টায়ারের আয়ু বেড়ে যায়। পাশাপাশি আরও শক্তিশালী হয়ে ওঠে টায়ারের উপাদান।
Car Tyre Color: কার্বন ব্ল্যাকে রং করায় কী সুবিধা টায়ারে ?
গাড়ির টায়ার কার্বন ব্ল্যাক রং হলে তা সব বিভাগ থেকে তাপ কমাতে সক্ষম হয়। সেই কারণেই রাস্তায় হাজারো ঘর্ষণে তাপ তৈরি হলেও টায়ার গলে না ও স্থিতিশীল থাকে। শুধু তাই নয়, কার্বন ব্ল্যাক ওজোন ও ইউভি বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে টায়ারকে রক্ষা করতে সাহায্য করে।
Car News: কেন টায়ারের রঙে এত গুরুত্ব ?
গাড়িতে টায়ার গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে একটি। কারণ কেবল টায়ার রাস্তার সঙ্গে গাড়িকে যুক্ত করে। সেই কারণে টায়ার টেকসই ও নির্ভরযোগ্য না হলে ভরসা করতে পারেন না চালক। সেই লক্ষ্য অর্জনের জন্য কার্বন ব্ল্যাক দিয়ে গাড়ির টায়ার তৈরি করা হয়। যার ফলস্বরূপ কালো রং দেখা যায় সব টায়ারে।