Sudha Murty Simple Look: অনন্ত আম্বানির বিয়েকে ঘিরে তুমুল চর্চা সারা দেশজুড়ে। কয়েকশো কোটি টাকা খরচ করে ছেলের বিয়ে দিলেন মুকেশ আম্বানি। আর সেই বিয়েতে হাজির অভ্যাগতদের পোশাকে, সাজেও আভিজাত্যের ছাপ (Anant Ambani Wedding) ছিল স্পষ্ট। সত্যিই যেন কোনও রাজা-মহারাজার বিবাহ অনুষ্ঠান। ধন-সম্পদের এত বিপুল আড়ম্বর ও প্রদর্শন, তাঁর মাঝেও নিতান্ত সাধারণী লুকে নজর কেড়ে নিলেন ভারতের আরেক কৃতী নারী। কোটিপতি হলেও তাঁর জীবনযাপনে নেই আভিজাত্যের (Anant Radhika Wedding) বা বিলাসের ছোঁয়া। সাধারণের মতই শাড়ি আর একটা সামান্য মঙ্গলসূত্র পড়ে গিয়েছিলেন আম্বানির বিয়েতে। আর তাতেই নেটিজেনদের মধ্যে প্রশংসিত সুধা মূর্তি (Sudha Murty)। তাঁর এই অতি সাধারণ লুক নিয়েই এখন জোর চর্চা নেটপাড়ায়।


১৫ জুলাই হয়ে গেল মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের শুভ পরিণয়। যদিও বিবাহের ৪ মাস আগে থেকেই নানাবিধ প্রাক বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ১২ জুলাই সেই প্রাক বিবাহ অনুষ্ঠানের সমাপ্তি হয় এবং ১৩ জুলাই থেকে ১৫ জুলাই নানাবিধ অনুষ্ঠানের মধ্যে শুভ বিবাহ সুসম্পন্ন হয়। এই বিয়েকে কেন্দ্র করে নেটিজেনদের নজরে এসেছিল বহুমূল্য সব গয়নার পসরা। অনন্ত আম্বানির মা নীতা আম্বানি ১০০ ক্যারাটের হলুদ হিরের একটি গয়না পরেছিলেন, অসাধারণ নজরকাড়া ছিল সেই গলার হার। আম্বানিদের বড় বউ শ্লোকা মেহতাকেও দেখা গিয়েছিল ৪৫০ ক্যারাটের একটি হিরের নেকলেস পরে থাকতে।



এই আড়ম্বরের মাঝে সদা সরল সাজে ধরা দিলেন সুধা মূর্তি আর তাঁর এই সাধারণী লুকই তাঁর শক্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠল। নেটিজেনদের নজরে উঠে এলেন সুধা মূর্তি। প্রশংসিত হলেন, নন্দিত হলেন। ইনস্টাগ্রামে নম্রতা শিরোদকর, মানসী পারেখ সুধা মূর্তির সঙ্গে ছবি শেয়ার করতেই সাড়া পড়ে যায় সমাজমাধ্যমে। ছবি শেয়ার করে নম্রতা লেখেন যে এই মানুষটির সম্পর্কে আগে বহু কথা শুনেছি, বিদূষীর বহু কাহিনি শুনেছি আর আজ তাঁকে চোখের সামনে দেখে আমার বিশ্বাস দৃঢ় হল।


সমস্ত পোস্টেই বিপুল প্রশংসার বন্যা জমে সুধা মূর্তির এই লুককে কেন্দ্র করে। ইনস্টাগ্রামে বহু মানুষই কমেন্টে লিখেছেন যেখানে অন্যরা কোটি কোটি টাকার গয়না পোশাকের দেখনদারি করছেন, সেখানে অনন্ত আম্বানির বিয়েতে গিয়েও তাঁর সেই সদা সরল সাধারণী লুক বদলায়নি এক বিন্দুও। শ্রদ্ধার পাত্র তিনি। অনেকে লেখেন, 'অনুপ্রেরণাদায়ী নারী, কোনও দেখনদারি নেই।' কেউ আবার লেখেন, 'স্মার্ট এবং বিদূষী এই মহিলা সুধা মূর্তি শুধুমাত্র একটি মঙ্গলসূত্র গলায় দিয়েই বিবাহ অনুষ্ঠানে এসে গিয়েছেন, শ্রদ্ধার পাত্রী'।


আরও পড়ুন: Mutual Fund: ১৫ হাজারের SIP-তেই জমাতে পারবেন ৫০ লাখ টাকা, এই ৫ ফান্ড দিয়েছে বিপুল মুনাফা