নয়াদিল্লি: ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের মেগা টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এই ম্যাচ আয়োজন ঘিরেই না না বিশেষজ্ঞ না না মত প্রকাশ করেছেন। একদিকে যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় ম্যাচের পক্ষে সওয়াল করেছেন, সেখানে হরভজন সিংহ এই ম্যাচ খেলার যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন। এই ম্যাচের বিপক্ষে থাকা ব্যক্তিত্বদের অনেকেই দাবি করেছেন যে কেবল আর্থিক দিকের কথা ভেবেই এই ম্যাচ আয়োজিত হচ্ছে। ভারত-পাক ম্যাচ যে আর্থিকভাবে কতটা লাভদায়ক, তার আবারও প্রমাণ মিলল।

The Economic Times-র রিপোর্ট অনুযায়ী, ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচের জন্য চড়া দামে বিভিন্ন অ্যাড স্লট বিক্রি হচ্ছে।  সোনি পিকচার্স নেটওয়ার্ক নাকি ১০ সেকেন্ডের অ্যাড সল্টের জন্য ১৪ থেকে ১৬ লক্ষ টাকা দর নির্ধারিত করেছে। একই রিপোর্টে দাবি করা হচ্ছে কো-প্রেসেন্টিং স্পনসিরশিপের জন্য ১৮ কোটি এবং অ্যাসোসিয়েট স্পনসরশিপের জন্য ১৩ কোটি টাকা দাম চাইছে সোনি। 

সোনি লিভ, এশিয়া কাপের ম্যাচগুলি যে ওটিটি প্ল্যাটফর্মে ব্রডকাস্ট হবে, সেখানেও কিন্তু কোটি কোট টাকায় বিভিন্ন বিজ্ঞাপনের স্লট বিক্রি হচ্ছে। ভারতের ম্যাচগুলির জন্য়ই ডিজিটাল অ্যাডের ৩০ শতাংশ নির্ধারিত রয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে হাইলাইটস এবং কো প্রেজেন্টিং পার্টনারের জন্য ৩০ কোটির সুবিশাল মূল্য নির্ধারণ করা হয়েছে। আর কো-পাওয়ার্ড বাই প্যাকেজের জন্য ১৮ কোটি। এশিয়া কাপের কানেক্টেড বিজ্ঞাপনগুলি যেখানে ৪৫০ টাকা নির্ধারিত হয়েছে, সেখানে ভারতের ম্যাচগুলির ক্ষেত্রে তা প্রায় দ্বিগুণ, ৮০০ টাকা। আর ভারত বনাম পাকিস্তানের ম্যাচে তো সেটা বেড়ে ১২০০ টাকা হয়ে গিয়েছে বলে খবর। 

যে যাই বলুক ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচটি যে আর্থিক দিক থেকে কতটা লাভজনক, তা কিন্তু এই পরিসংখ্যাগুলির হালকা হেরফের হলেও,  এই সংখ্যাগুলিই প্রমাণ করে দেয়। হরভজন অবশ্য মনে করেন কোনওকিছুই দেশের থেকে বড় নয়। তাই সবসময় দেশের কথা সবার আগে ভাবা উচিত। 'আমাদের পরিচয়টাই এই দেশের জন্য। আপনি ক্রিকেটার হন, অভিনেতা হন বা অন্য যে কেউ হন, দেশের থেকে বড় কিছু নয়। দেশ সবার আগে এবং দেশের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, তা সবার আগে পালন করা দরকার। ক্রিকেট ম্যাচ না খেলাটা অত্যন্ত ছোট্ট একটা বিষয়।' মত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের।