Insurance Cover: এটিএম মেশিন থেকে টাকা তোলা ছাড়াও গুরুত্বপূর্ণ সুবিধা দেয় ATM Card।  এই কার্ডের সুবিধার বিষয়ে জানেন না অনেকেই। আপনি কি জানেন, আপনার এটিএম কার্ডের সঙ্গেই পেতে পারেন ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা ?


ATM Card Insurance: দুই ধরনের বিমার সুবিধা
টাকা তোলা থেকে শুরু করে অনলাইন বাজারও করা যায় ATM কার্ডের মাধ্যমে। তবে এই কার্ডে যে বিমার সুবিধা পাওয়া যায়, তা জানেন না অনেকেই। বিভিন্ন সরকারি , বেসরকারি ব্যাঙ্কও দিয়ে থাকে এই সুবিধা। যেখানে গ্রাহককে এটিএম কার্ডের মধ্যেই দুর্ঘটনাজনিত বিমা ছাড়াও মৃত্যুকালীন বিমার সুবিধা দেওয়া হয়।


Insurance Cover: মোট কত টাকা পাওয়া যেতে পারে ?
এই বিমা কভারেজ পাওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কের সঙ্গে ওই ব্যক্তির অ্যাকাউন্টের লেনদেন নির্ভর করে। এটিএম কার্ডের সুবিধায় বিমার দাবি করতে হলে ওই ব্যক্তির অ্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্য়ই সক্রিয় থাকতে হবে। সেই ক্ষেত্রে ব্যাঙ্ক গ্রাহকের অ্যাকাউন্টের ওপর নির্ভর করে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে দিতে পারে। মনে রাখবেন , বেশিরভাগ ব্যাঙ্ক আপনার ক্রেডিট কার্ডের ওপর বিমার সুবিধা দিয়ে থাকে।


ATM Card Insurance: কোনও ব্যক্তির মৃত্যু হলে কীভাবে বিমার টাকা পাবেন ?
এটিএম কার্ডে বিমার টাকার বিষয়ে অনেকেই জানেন না। সেই কারণে বেশিরভাগ কার্ডহোল্ডার এই বিমার টাকা দাবি করতে যান না। 
প্রথমে কোনও ব্যক্তির দুর্ঘটনা হলে প্রথমে দুর্ঘটনার বিষয়ে পুলিশকে অবগত করুন। সঙ্গে বিমা দাবির বিষয়টিও বয়ানে উল্লেখ রাখুন। 
যদি আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হন, তবে আপনাকে অবশ্যই তাঁর সব মেডিকেল রেকর্ডগুলি কাছে রাখতে হবে। 
তবে ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তির আত্মীয়ের অবশ্যই পোস্টমর্টেম রিপোর্ট, পুলিশ রিপোর্ট, মৃত্যুর শংসাপত্র ও মৃত ব্যক্তির বর্তমান ড্রাইভিং লাইসেন্স কাছে রাখতে হবে।
মনে রাখবেন, পাশাপাশি গত ৬০ দিনে ওই কার্ড হোল্ডার বৈধ লেনদেনের জন্য যে এটিএম কার্ড ব্যবহার করেছেন, তাও  ব্যাঙ্ককে  জানাতে হবে ।


SEBI-তে রেজিস্টার্ড কর ও বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনাজনিত বা মৃত্যু বিমা সংক্রান্ত বিষয়ে ক্রেডিট বা ডেবিট কার্ড বিনামূল্যে আপনাকে দুর্ঘটনাজনিত 'মৃত্যুকালীন সুবিধা' দেয়।  ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত এই সুবিধা পাওয়া যায়। তবে একজন ব্যক্তি যে ধরনের কার্ড ব্যবহার করছেন তার উপর নির্ভর করে এই বিমার সুবিধার পরিমাণ।


ATM Card Insurance: কত ধরনের এটিএম কার্ডে কী কভারেজ  ?
ক্লাসিক কার্ড (Classic Card)- ১ লক্ষ টাকার বিমা
প্লাটিনাম কার্ড (Platinum Card) - ২ লক্ষ টাকা
সাধারণ মাস্টার কার্ড - ৫০ হাজার টাকার বিমা
প্ল্যাটিনাম মাস্টারকার্ড (Platinum Mastercard) - ৫ লক্ষ টাকার বিমা
ভিসা কার্ড - ১.৫ থেকে ২ লক্ষ টাকার বিমা
RuPay কার্ড - প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টের অধীনে ১ থেকে ২ লক্ষ টাকার বিমা


আরও পড়ুন : Mahila Samman Savings: মহিলা সম্মান সঞ্চয়পত্র না সুকন্যা সমৃদ্ধি যোজনা ! কোথায় বিনিয়োগ করে বেশি লাভ ? রইল বিস্তারিত