Toyota Hilux Price: ভারতে তার হাইলাক্স পিকআপ ট্রাক(Toyota Hilux) লঞ্চ করল টয়োটা। সম্প্রতি গাড়ির দাম প্রকাশ্যে এনেছে কোম্পানি। এর 2টি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে টয়োটা।এই ভ্যারিয়েন্টগুলি হল টয়োটা হাইলাক্স স্ট্যান্ডার্ড ও টয়োটা হাইলাক্স হাই।


Toyota Hilux : গাড়ির ইঞ্জিন ও পাওয়ার - Toyota Hilux Standard কেবল ম্যানুয়াল ট্রান্সমিশনে পাওয়া যাবে। যেখানে Toyota Hilux High ম্যানুয়াল ও অটোমেটিক উভয় ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে। আপাতত Toyota Hilux কেবল ভারতে একটি ডিজেল ইঞ্জিন সহ পাওয়া যাবে। এর ইঞ্জিন 204 bhp শক্তি ও 500 নিউটন মিটার টর্ক জেনারেট করবে। এটি 6 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড অটোমেটিক সহ বাজারে আসবে।


Toyota Hilux Price: কী ফিচার রয়েছে গাড়িতে ? - ফিচারের দিকে তাকালে টয়োটা হাইলাক্স পিক-আপ ট্রাকটি অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে, ডুয়াল-জোন অটোমেটিক এসি, অটোমেটিক ওয়াইপার, টায়ার অ্যাঙ্গেল মনিটর, পুশ-বাটন স্টপ/স্টার্ট, ক্রুজ কন্ট্রোল, কুলড গ্লাভ বক্স, আট ইঞ্চি টাচস্ক্রিন সহ পাওয়া যায়।এর দুটি ড্রাইভিং মোড, পাওয়ার স্টিয়ারিং ও সুরক্ষা বৈশিষ্ট্যগুলির জন্য পিক-আপ ট্রাকে সাতটি এয়ারব্যাগ, হিল অ্যাসিস্ট কন্ট্রোল, গাড়ির স্থিতিশীলতা নিয়ন্ত্রণ, রেয়ার ক্যামেরা, সামনে ও পিছনের পার্কিং সেন্সর, ABS, অ্যাক্টিভ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম রয়েছে।


Toyota Hilux Price: গাড়িতেই হবে ঘর- ফরচুনারের কিছুটা ডিজাইন পেয়েছে হাইলাক্স। গাড়ির সামনের দিকে বড় হেক্সাগোনাল ক্রোম গ্রিল ও সুইফ্ট-ব্যাক এলইডি হেডল্যাম্পের সঙ্গে ট্রাক স্টাইলিশ দেখায়।টয়োটা হাইলাক্সে আপনি ক্যানোপি সহ একটি তাঁবু, টেলগেট অ্যাসিস্টের মতো জিনিসপত্র, ওয়্যারলেস চার্জিং ও টোন কভার পাবেন। বাজারে ৫টি রঙে পাওয়া যাবে হাইলাক্স। এতে ইমোশনাল রেড, হোয়াইট পার্ল, সিলভার মেটালিক, সুপার হোয়াইট ও গ্রে মেটালিক কালার রয়েছে।


Toyota Hilux Price: কত দাম গাড়ির-  টয়োটা হাইলাক্স হল দেশের জাপানি গাড়ি ব্র্যান্ডের প্রথম লাইফস্টাইল পিকআপ ট্রাক। দেশের নতুন পিকআপ ট্রাকটি সেগমেন্টে ইসুজু ভি-ক্রসের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। টয়োটা হাইলাক্স পিকআপ ট্রাকটি টয়োটা ফরচুনার এসইউভির মতো একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।Toyota Hilux স্ট্যান্ডার্ড ম্যানুয়াল ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 33.99 লক্ষ টাকা। অন্যদিকে, Toyota Hilux High ম্যানুয়াল ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 35.80 লক্ষ টাকা। পাশাপাশি Toyota Hilux High অটোমেটিক ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 36.80 লক্ষ টাকা। এই সব দাম এক্স শোরুম।


ভারতে এই ধরনের অফরোডার ট্রাক আগে সেভাবে দেখা যায়নি। এই ধরনের সেগমেন্টে ইসুজু প্রথম প্রোডাক্ট বাজারে আনে। এবার সেই মার্কেট ধরতে এসেছে টয়োটা।