Bank Account Rules: সমস্ত গ্রাহককেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিজের পরিবারের কাউকে নমিনি করে রাখতে হয়। আগে নিয়ম ছিল যে কোনো একজনকে এই অ্যাকাউন্টে নমিনি করে রাখা যেত। তবে এবার সেই নিয়মে বদল এসেছে। একসঙ্গে ৪ জন ব্যক্তিকে গ্রাহকরা নমিনি (Bank Nomination Rules) করে রাখতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় সুবিধে হল এই নিয়মে। গ্রাহকদের উন্নতমানের অভিজ্ঞতা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল, ২০২৪ পাশ করা হয়েছে শীতকালীন লোকসভার অধিবেশনে। এই সংশোধনী অনুসারে এখন থেকে আপনি শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়, ব্যাঙ্কের লকার এবং অন্যান্য ব্যাঙ্কিং সুবিধেগুলির (Bank Nominee) জন্যও একইসঙ্গে ৪ জন ব্যক্তিকে নমিনি হিসেবে মনোনীত করতে পারবেন।
অ্যাকাউন্টে জমানো টাকা বিতরণে সুবিধে
এখনও পর্যন্ত যে নিয়ম চলছিল তাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিটের জন্য শুধুমাত্র একজনকেই নমিনি হিসেবে মনোনীত করার সুযোগ ছিল, তবে এবার সেই নিয়মে এসেছে বদল। এখন থেকে ৪ জন নমিনি মনোনীত করতে পারবেন গ্রাহকরা এবং অ্যাকাউন্টে জমানো টাকার কত অংশ কাকে দেওয়া হবে তাও নির্ধারণ করতে পারবেন তারা। এতে ব্যাঙ্কিং পরিষেবাও অনেক সহজতর হবে।
আইনি ঝামেলা থেকে মুক্তি
আগের নিয়মে যদি নমিনি অ্যাকাউন্টধারীর আগে মারা যেতেন, তাহলে জমা করা টাকা বিতরণ করতে অসুবিধে হত। এছাড়া নমিনি হিসেবে মনোনীত ব্যক্তিকে ঘিরে আইনি জটিলতার কারণে টাকা বিতরণ করা যেত না। এক্ষেত্রে কেউ যদি কোনো অ্যাকাউন্টে জমানো টাকা ১০ বছর পর্যন্ত দাবি না করে, তাহলে সেই টাকা ব্যাঙ্ক জমা করে দেয় দাবিহীন আমানত ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ডে। একজনের বদলে এখন থেকে ৪ জন নমিনি থাকলে কোনো আইনি ঝামেলা ছাড়াই অর্থ বিতরণ করা যাবে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পরে।
এর মাধ্যমে অ্যাকাউন্টে জমানো টাকা প্রথম মনোনীত নমিনির কাছে যাবে আগে এবং তারপর অধিকার পাবেন বাকি নমিনিরা। ধারাক্রম বজায় থাকবে। অর্থাৎ প্রথম মনোনীত নমিনি মারা গেলে সেই টাকা স্থানান্তর হবে দ্বিতীয় মনোনীত নমিনির কাছে। এতে উত্তরাধিকারীদের মধ্যে বিরোধও কমবে অনেকাংশে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন; Gold Silver Price: লক্ষ্মীবারে সোনার গয়না গড়াবেন ভাবছেন ? বিয়ের মরশুমে আজ কত দরে বিকোচ্ছে সোনা ?