Bank Stock Market Holiday: আগামীকাল অর্থাৎ ১৫ নভেম্বর সারা দেশের বেশ কিছু রাজ্যে গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই সপ্তাহে ব্যাঙ্কের (Bank Holiday) ক্ষেত্রে এটি একটি বাড়তি ছুটি। তাছাড়া শুধু ব্যাঙ্কই নয়, স্টক মার্কেটেও আগামীকাল ট্রেড করা যাবে না। বন্ধ থাকবে বাজার (Stock Market Holiday)। কারণ এদিন গুরু নানক জয়ন্তী (Guru Nanak Jayanti) পালিত হবে সারা দেশে। সেই উপলক্ষ্যে শুক্রবার ১৫ নভেম্বর ব্যাঙ্ক এবং স্টক মার্কেটে ছুটি থাকবে। এছাড়া এই দিনে কার্তিক পূর্ণিমা এবং গঙ্গা দশহরাও রয়েছে, ফলে সেই কারণেও বেশ কিছু জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
কোন রাজ্যে কোন কোন শহরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
আগামীকাল ১৫ নভেম্বর মহারাষ্ট্র, মিজোরাম, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, নাগাল্যান্ড, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, হায়দরাবাদ, জম্মু ও কাশ্মীর, তেলেঙ্গানা, রাজস্থান, পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। আগামীকাল এই সমস্ত রাজ্যের যে কোনো শহরের বাসিন্দারা ব্যাঙ্কে গেলে কোনো কাজ হবে না, ফলে আজই সেরে রাখতে হবে সব কাজ। এরপরে আবার ১৬ নভেম্বর শনিবার খুলবে ব্যাঙ্ক।
স্টক মার্কেটে লম্বা ছুটি
১৫ নভেম্বর আগামীকাল শুক্রবার বন্ধ থাকবে স্টক মার্কেটও, কোনো ট্রেড নেওয়া যাবে না। মম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, কমোডিটি বাজার এবং কারেন্সি এক্সচেঞ্জও বন্ধ থাকবে আগামীকাল। এরপরে আবার রয়েছে শনি ও রবিবার। ফলে এক ধাক্কায় টানা তিন দিনের ছুটি মিলল স্টক মার্কেটে। ১৫ নভেম্বর, ১৬ নভেম্বর এবং ১৭ নভেম্বর টানা তিন দিন ছুটি পাবেন বাজারের সমস্ত ট্রেডার, বিনিয়োগকারী এবং ব্রোকাররা।
রিজার্ভ ব্যাঙ্ক আগেই ঘোষণা দিয়েছে
প্রতি মাসের ছুটির তালিকা আগে থেকেই প্রকাশ করে দেয় রিজার্ভ ব্যাঙ্ক আর নভেম্বর মাসের ছুটির তালিকাতেও আগে থেকেই রিজার্ভ ব্যাঙ্ক ১৫ তারিখের ছুটির কথা উল্লেখ করেছিল। এই দিন কার্তিক মাসের শুক্ল পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন শিখদের ধর্মগুরু গুরু নানক। আর তাই এই বিশেষ দিনে গুরু নানক জয়ন্তী পালিত হয় সারা দেশ জুড়ে।
আগামী সপ্তাহেও ছুটি রয়েছে ব্যাঙ্কে
এরপরের সপ্তাহে ২০ নভেম্বর বুধবারে মহারাষ্ট্রে বন্ধ থাকবে ব্যাঙ্ক এবং ঐদিন স্টক মার্কেটও বন্ধ থাকবে। এইদিনে রয়েছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। আর তাই নির্বাচন উপলক্ষ্যে সারা রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: Gold Price Today: লক্ষ্মীবারে সোনা কিনতে খরচ কমবে ? আজ রাজ্যে কত দর চলছে ?