Holiday List 2025: বিভিন্ন রাজ্যের ব্যাঙ্কের গ্রাহকদের আগে থেকেই সতর্ক হয়ে থাকতে হবে কারণ এই সপ্তাহেই টানা ছুটি রয়েছে ব্যাঙ্ককর্মীদের। গত শুক্রবার রবীন্দ্রজয়ন্তী হিসেবে ছুটি ছিল ব্যাঙ্ককর্মীদের। আবার তারপরেই ছিল দ্বিতীয় শনিবারের ছুটি আর রবিবারে তো সাপ্তাহিক নিয়মিত ছুটি আছেই। ফলে টানা তিনদিন ছুটি ছিল ব্যাঙ্কে। এবার আগামীকাল সোমবার ১২ মে-তেও কি বন্ধ থাকবে ব্যাঙ্ক ? প্রশ্ন সকল গ্রাহকের মনে। কারণ এই দিনে রয়েছে বুদ্ধপূর্ণিমা (Bank Holiday 2025) আর এই বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে জাতীয় ছুটি রয়েছে সারা দেশেই। অফিস, স্কুল-কলেজ বন্ধ থাকবে এই দিনে। ব্যাঙ্কও কি বন্ধ থাকবে ? গেলেও কাজ হবে না ?

৯ মে থেকে শুরু করে ১২ মে পর্যন্ত পাবলিক হলিডে, সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা বন্ধ থাকবে ব্যাঙ্ক। বেশ কিছু শহরে সোমবার ১২ মে বন্ধ থাকবে ব্যাঙ্ক। বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday 2025) থাকবে, ছুটির তালিকাতেই প্রকাশ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। এই দিনে ভারতের বেশ কিছু রাজ্য যেমন ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ, দিল্লি, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সমস্ত ব্যাঙ্কই বন্ধ থাকবে এদিন।

বুদ্ধপূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী মূলত গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষ্যে সারা দেশেই উদযাপন করা হয়। বিভিন্ন রাজ্যে এই দিনটি পাবলিক হলিডে হিসেবে গণ্য করা হয়।

এই মাসে অর্থাৎ মে ২০২৫-এ ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday 2025) ছিল ১ মে মহারাষ্ট্র দিবস এবং মে দিবস উপলক্ষ্যে। এরপরে ৭ মে অসমে পঞ্চায়েত নির্বাচনের জন্য বন্ধ ছিল ব্যাঙ্ক। সম্প্রতি ৯ মে রবীন্দ্র জয়ন্তী হিসেবে সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ ছিল। আগামীতে ১৬ মে সিকিমে রাজ্য দিবস উপলক্ষ্যে ব্যাঙ্ককর্মীদের ছুটি রয়েছে। তারপরে ২৬ মে ত্রিপুরাতে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ছুটি রয়েছে ব্যাঙ্ককর্মীদের। ২৯ মে মহারাণা প্রতাপ জয়ন্তী উপলক্ষ্যে হিমাচল প্রদেশে এদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে প্রতি বছরই গোটা বছরের ছুটির তালিকা প্রকাশ করা হয়। এই ছুটির তালিকায় থাকে সাপ্তাহিক ছুটি, জাতীয় ছুটি এবং আঞ্চলিক ছুটির দিনগুলিও। সাধারণত প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার ছুটি থাকে ব্যাঙ্ককর্মীদের।