Holiday List in February 2025: এই নতুন বছরের দ্বিতীয় মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে মোট ২৮ দিন রয়েছে। আর এই ২৮ দিনের মধ্যে ব্যাঙ্কে পূর্ণ কর্মদিবস অনেক কম, কিছু কিছু দিন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এদিন না জেনে ব্যাঙ্কে গেলে ফিরে আসতে হবে, কোনো কাজ হবে না। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ ছুটির তালিকা (Bank Holiday 2025) প্রকাশ করা হয়েছে। আর এই তালিকায় একবার চোখ বুলিয়ে নিলে বোঝা সহজ হবে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেভাবে আপনার আর্থিক পরিকল্পনা করতেও সুবিধে হবে।
মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত তালিকায় এই ছুটির দিনগুলি নজরে এসেছে। তবে বিভিন্ন রাজ্যে একেক রকম ছুটি রয়েছে। প্রত্যেক সপ্তাহে রবিবার করে সারা দেশেই ছুটি (Bank Holiday 2025) থাকে ব্যাঙ্ককর্মীদের। এছাড়া প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারে পূর্ণদিবস বন্ধ থাকে ব্যাঙ্ক। এর বাইরে বেশ কিছু আঞ্চলিক ও জাতীয় ছুটির দিন থাকে প্রত্যেক মাসেই। জাতীয় ছুটিগুলি প্রত্যেক রাজ্যেই পালিত হয়, আঞ্চলিক ছুটি একেক রাজ্যে একেক রকম।
দেখে নিন আগামী মাসে ছুটির সম্পূর্ণ তালিকা
৩ ফেব্রুয়ারি – সোমবার সরস্বতী পুজো উপলক্ষ্যে আগরতলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১১ ফেব্রুয়ারি – এদিন থাই পুষম উৎসব উপলক্ষ্যে চেন্নাইতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১২ ফেব্রুয়ারি – এদিন শ্রী রবিদাস জয়ন্তী উপলক্ষ্যে সিমলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৫ ফেব্রুয়ারি – লুই-নাই-নি আঞ্চলিক উৎসবের দরুণ এদিন শনিবার ইম্ফলে ব্যাঙ্ককর্মীদের ছুটি থাকবে।
১৯ ফেব্রুয়ারি – বুধবারে বেলাপুর, মুম্বই, নাগপুরে ছত্রপতি শিবাজী জয়ন্তীর জন্য ব্যাঙ্ক বন্ধ।
২০ ফেব্রুয়ারি – আইজল ও ইটানগরে ২০ ফেব্রুয়ারি স্টেটহুড ডে উপলক্ষ্যে বন্ধ (Bank Holiday 2025) থাকবে ব্যাঙ্ক।
২৬ ফেব্রুয়ারি – এদিন মহাশিবরাত্রি পড়েছে। তাই আমেদাবাদ, আইজল, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগর, তিরুবনন্তপুরমে ব্যাঙ্কে ছুটি থাকবে।
২৮ ফেব্রুয়ারি – লোসারের জন্য এদিন গ্যাংটকে ছুটি (Bank Holiday 2025) ব্যাঙ্ককর্মীদের।
আরও পড়ুন: Apple: আইফোনে সফটওয়্যার আপডেট নিয়ে পরপর অভিযোগ, অ্যাপলকে কড়া নোটিশ পাঠাল কেন্দ্র