Bank Strike Today: আজ ২৮ অগাস্ট সারা ভারত জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ব্যাঙ্ক কর্মী সংগঠন। ব্যাঙ্কিং পরিষেবা ও লেনদেন এই কারণে আজ বিঘ্নিত (Bank Strike) হতে পারে বিভিন্ন ব্যাঙ্কে। আজ বুধবার অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন (AIBEA) এই ধর্মঘটের ডাক দিয়েছে বিশেষ কারণে। তবে কি বন্ধ থাকবে আজ ব্যাঙ্ক ? এটিএমেও কি কাজ হবে না ?


ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১৩ জন ব্যাঙ্ক কর্মী তথা ইউনিয়ন আধিকারিককে চার্জশিট দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতেই এই ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ব্যাঙ্ক কর্মী সংগঠন। এই সংগঠনের সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটচালাম তাঁর এক্স হ্যান্ডলে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন এবং সংগঠনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন সরকারের কাছে এই ধর্মঘটের (Bank Strike) মাধ্যমে তারা ঠিক কী দাবি জানাতে চাইছেন। এক্স হ্যান্ডলে সিএইচ ভেঙ্কটচালাম লিখেছেন, '২৮ অগাস্ট বুধবারের এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক মূলত ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়ন AIBOC, NCBE, BEFI, AIBOA, INBOC, INBEF-এর উপর রাজনৈতিক আক্রমণের বিরোধিতা প্রদর্শন।


ফলে বোঝাই যাচ্ছে সর্বভারতীয় ব্যাঙ্ক কর্মী সংগঠন ছাড়াও আজকের ব্যাঙ্ক ধর্মঘটে (Bank Strike) সামিল হবার আহ্বান জানানো হয়েছে অন্যান্য আরও ৫টি ব্যাঙ্ক ইউনিয়ন সংগঠনকে। এর মধ্যে রয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন, ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাঙ্ক এমপ্লয়িজ, ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া প্রমুখ সংগঠন।



কেরালার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টাফ ইউনিয়নের ২৩তম দ্বি-বার্ষিক সভায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১৩ জন কর্মীর যোগদানের কারণে এদের বিরুদ্ধে চার্জশিট জারি করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই ঘটনার তীব্র প্রতিবাদ করেই আজ ২৮ অগাস্ট ধর্মঘটের ডাক দেওয়া হয়।


অগাস্ট মাসে এই নিয়ে মোট ১৪ দিন বন্ধ ছিল ব্যাঙ্ক। বিগত ২৬ অগাস্ট জন্মাষ্টমীর কারণে সারা দেশ জুড়েই বন্ধ ছিল ব্যাঙ্ক পরিষেবা। স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমার কারণেও বন্ধ ছিল ব্যাঙ্ক। তবে এর মধ্যে ৩১ তারিখের আগে যদিও শনি-রবি ছাড়া কোনও ছুটি নেই ব্যাঙ্কে।



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: YouTube Premium Price: খরচ বাড়ল ইউটিউবেও! এবার কত টাকা নেবে Youtube?