SBI Bank Strike: মাসের শেষে আটকে যেতে পারে বেতন ! ৩০, ৩১ জানুয়ারি ব্যাঙ্কিং প্রভাবিত হতে পারে ব্যাঙ্কিং পরিষেবাগু। ব্যাঙ্ক ইউনিয়নগুলি সর্বভারতীয় ধর্মঘটের ডাক দেওয়ায় হতে পারে এই সমস্যা। এই ধর্মঘটে সামিল হয়েছে স্টেট ব্যাঙ্কও। আজই ধর্মঘট নিয়ে হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
Bank Strike: আগের বৈঠকে সমাধান হয়নি
কোন পথে ব্যাঙ্ক ধর্মঘটের ভবিষ্যৎ? আজ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের (UFBU) সঙ্গে একটি সমঝোতা বৈঠক করবে। এরপরই ধর্মঘটের বিষেয়ে কোনও সিদ্ধান্তে আসবে ইউনিয়ন। ২৪ জানুয়ারি মুম্বইতে ব্যাঙ্ক সংগঠনগুলির দাবিদাওটয়া নিয়ে একটি বৈঠক হয়েছিল। যদিও সেই বৈঠক থেকে কোনও সমাধানসূত্র পাওয়া যায়নি। তাই আজ ফের আলোচনায় বসবে ব্যাঙ্ক সংগঠন।
Bank News: কী বলছে ব্যাঙ্ক সংগঠন ?
দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘট নিয়ে ইউএফবিইউ বলেছে, ৩০-৩১ জানুয়ারি দুই দিনের ধর্মঘটের সিদ্ধান্ত এখনও বহাল আছে। মঙ্গলবার মুম্বাইয়ে ডেপুটি চিফ লেবার কমিশনারের অফিসে সমঝোতা বৈঠক বসে। সেখানে ব্যাঙ্ক ইউনিয়নগুলির দাবি মেটাতে কোনও দৃঢ় আশ্বাস পাওয়া যায়নি। অন্যদিকে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) বলেছে, তারা ১৫ দিনের মধ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের (UFBU) সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।
SBI Bank Strike: স্টেট ব্যাঙ্ক কোন দিকে ?
এদিকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ২৪ জানুয়ারি স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে ৩০-৩১ জানুয়ারি ইউনিয়ন ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নগুলির ডাকা দুই দিনের সর্বভারতীয় ধর্মঘটের কারণে সংস্থার শাখাগুলিতে স্বাভাবিক কাজকর্ম প্রভাবিত হতে পারে। ব্যাঙ্ক বলেছে, "আমাদের ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন(IBA)-কে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) ধর্মঘটের নোটিশ দিয়েছে। ইউএফবিইউ-এর সাংবিধানিক ইউনিয়নগুলির সদস্যরা যেমন AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF ও INBOC তাদের দাবির সমর্থনে ৩০ ও ৩১ জানুয়ারি দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটে যাওয়ার প্রস্তাব করেছে।"
Bank Strike: কীসের দাবিতে ধর্মঘট ?
"ওইদিন ব্যাঙ্ক তার শাখা ও অফিসগুলিতে ধর্মঘটের দিনগুলিতে স্বাভাবিক কাজকর্ম নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছে, তবে ধর্মঘটের ঘটনা ঘটলে আমাদের ব্যাঙ্কের কাজগুলি প্রভাবিত হতে পারে।" ব্যাঙ্ক ইউনিয়নগুলির ছাতা সংগঠন, UFBU ১৫ জানুয়ারি জানিয়েছিল, তাদের ইউনিয়নগুলির সঙ্গে যুক্ত কর্মীরা ব্যাঙ্ক কর্মীদের জন্য ১১ তম মজুরি নিষ্পত্তি সংক্রান্ত উদ্বেগের কারণে ৩০-৩১ জানুয়ারি ধর্মঘটে যাবে৷
বেতন ও পরিষেবার শর্তগুলির সংশোধনের জন্য গত পাঁচ বছরের নিষ্পত্তি (2017-22) এখন শেষ। ব্যাঙ্ক ইউনিয়নগুলি একটি নতুন পাঁচ বছরের দাবি নিষ্পত্তি নিয়ে আলোচনা শুরু করতে চায়। ব্যাঙ্ক ইউনিয়নগুলোও সরকারের কাছে ২ লক্ষ শূন্য পদ পূরণের দাবি জানিয়েছে।তারা সরকারকে পেনশন আপডেট, জাতীয় পেনশন সিস্টেম (এনপিএস) বাতিল করা ও মজুরি সংশোধনের দাবিতে অবিলম্বে আলোচনা শুরু করা সহ কয়েকটি অমীমাংসিত সমস্যার সমাধান করতে চায়।
Bank Holidays February: ফেব্রুয়ারিতে অনেকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন সম্পূর্ণ তালিকা