Best Bike For Mountains: বাইক নিয়ে পাথুরে রাস্তায় করতে চান অফরোডিং ? দু-চাকায় ভর করে ঘুরতে চান পাহাড়ে ? তাহলে আগে বাছতে হবে ক্রুজার বাইক। যা পাহাড়ি রাস্তায় স্থিরতার পাশপাশি দেবে আরামদায়ক সওয়ারি। দেখে নিন কোন-কোন বাইক নিয়ে স্বচ্ছন্দে যাওয়া যেতে পারে পাহাড়ে।
Bike Tips: বাইকে পাহাড়ে যাতায়াতের আকাঙ্ক্ষা রয়েছে অনেকেরই। লম্বা ছুটি নিয়ে বহু বাইকারই এখন পাহাড়ে পাড়ি দেয়। আপনিও যদি এরকম কিছু ভেবে থাকেন, তাহলে আপনাকে প্রথমেই বাইক বাছতে হবে। কারণ, পাহাড়ের রাস্তায় যাত্রা খুবই কঠিন। এরকম একটা পরিস্থিতিতে আপনার মোটরসাইকেলটি পাহাড়ে ভ্রমণের জন্য পারফেক্ট হওয়া উচিত। যা আপনার কঠিন যাত্রাকে সহজ করে তুলবে।
আপনি যদি বাইক কেনার বিষয়ে বিভ্রান্ত হন, তাহলে আজ আমরা আপনার সেই বিভ্রান্তি দূর করতে যাচ্ছি। পাহাড়ে যাত্রা খুব ক্লান্তিকর হতে পারে কারণ পাহাড়ের রাস্তায় খুবই হাওয়া থাকে। আপনার এমন একটি বাইক দরকার যেটি আরামদায়ক হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে স্বস্তিদায়ক বসার ভঙ্গি দেবে, যার সিট বেশি ডাউন থাকবে। যাতে আপনার ক্লান্তি কম হবে।
পাহাড়ের জন্য কী কী বাইকের অপশন রয়েছে ?
1 Royal Enfield Thunderbird 350
2 Royal Enfield Himalayan
3 Bajaj Avenger Cruise 220
4 KTM 390 Duke
5 Honda CBR 250R
6 BMW GS 310
7 KTM 390 Adventure
8 Bajaj Dominar 400
9 Mahindra Mojo XT300
10 Royal Enfield Classic 350
Best Bike For Mountains: বাইক অবশ্যই শক্তিশালী
এইসব মোটরসাইকেলের মধ্যে একটি বিশেষ ক্ষমতা আছে। আরামের দিক থেকেও এগুলি বেশ ভাল। আপনি যখন এই বাইকগুলোর সঙ্গে পাহাড়ে ভ্রমণ করবেন, তখন একটা দারুণ অভিজ্ঞতা পাবেন। এই বাইকগুলিতে আপনিও কম ক্লান্ত বোধ করবেন। তবে, শুধু তাই নয়, বাজারে এরকম আরও অনেক বাইক রয়েছে, যেগুলো পাহাড়ে ভ্রমণে আপনার ভালো সঙ্গী হতে পারে।