Nissan Best Selling Car in India: দেশের ছোট এসইউভির বাজারে সবাইকে পিছনে ফেলে এগিয়ে চলেছে নিসান। জাপানি গাড়ি নির্মাতা নিসান তার বিখ্যাত এসইউভি ম্যাগনাইট ভারতীয় বাজারে আনার দু-বছরের মধ্যেই নতুন রেকর্ড গড়েছে। সম্প্রতি ম্যাগনাইটের এক লাখ বুকিংয়ের রেজিস্ট্রেশন করেছে কোম্পানি।
Best Selling SUV: মারুতি-হুন্ডাই পিছিয়ে ?
দেশের গাড়ি বাজার বলছে, ছোট এসইউভি সেগমেন্টে অন্যতম সাশ্রয়ী মূল্যের বিকল্প এই গাড়ি। ভারতের কার মার্কেটে 2020 সালের ডিসেম্বরে মারুতি সুজুকি ভিটারা ব্রেজা ও হুন্ডাই ভেন্যুর বাজার ধরতে ম্যাগনাইট নিয়ে আসে নিসান। শুধু ভারতেই নয়, নিসান মোটর ভারতে তৈরি এই ম্যাগনাইট এসইউভি 15টি দেশে রফতানি করে। ম্যাগনাইট এসইউভি হল, প্রথম এমন একটি ইন্টারন্যাশনাল মডেল যা দেশের সঙ্গে সঙ্গে বিশ্ব বাজারে তাক লাগিয়েছে।
Nissan Best Selling Car in India: কী রয়েছে এই গাড়িতে ?
নিরাপত্তা বৈশিষ্ট্য, মাইলেজ ও ইঞ্জিনের দিকে তাকালে - নিসান ম্যাগনাইট ভারতের সবচেয়ে নিরাপদ গাড়ির মধ্যে একটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে ম্যাগনাইট ফোর স্টার নিরাপত্তা রেটিং পেয়েছে। এই গাড়ি ভারতের বাজারে 10 টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এতে দুটি পেট্রল ইঞ্জিনের অপশন রয়েছে। প্রথম ইঞ্জিনে 1.0-লিটার B4D ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইউনিট রয়েছে, যা সর্বোচ্চ 71 bhp দিতে সক্ষম। অন্যদিকে, একটি 1.0-লিটার HRA0 টার্বো-পেট্রোল ইঞ্জিন পাবেন ক্রেতা, যা সর্বোচ্চ 99 bhp শক্তি ও 160 Nm এর সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে। মাইলেজের কথা বললে, ম্যাগনাইটের পেট্রল ম্যানুয়াল ভ্যারিয়েন্ট 20 kmpl এর মাইলেজ দেয়, যেখানে CVT ভ্যারিয়েন্টের মাইলেজ প্রায় 18 kmph।
Best Selling SUV: দাম ও বৈশিষ্ট্য
গাড়ির বৈশিষ্ট্যগুলির দিকে তাকালে এটি 8 -ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, কি-লেস এন্ট্রির মতো সব বৈশিষ্ট্য দেয়। ভারতীয় বাজারে নিসান ম্যাগনাইটের দাম 5.88 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয়। এর শীর্ষ মডেলটির দাম 10.56 লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।
আরও পড়ুন: Skoda Enyaq iV: স্কোডা আনছে নতুন ইলেকট্রিক কার, আগামী বছরেই Enyaq iV ভারতে ?