Indian Education : বদলে যাবে ভারতের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ। আগামী দিনে ভারতীয় শিক্ষা বোর্ড আধুনিক ও ভারতীয় শিক্ষার একত্রীকরণের পথ প্রশস্ত করবে। প্রয়াগরাজের এএমএ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেন ভারতীয় শিক্ষা বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ডঃ এন.পি. সিং। তিনি বলেন, ভারতীয় শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পিছনের মূল উদ্দেশ্য হল, ভারতের জ্ঞান ঐতিহ্যকে আধুনিক শিক্ষার সঙ্গে একত্রিত করার পাশাপাশি প্রাচীন শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করা।
আরও কী বলেছেন তিনিতিনি আরও বলেন, আজ দেশের এমন একটি শিক্ষা মডেলের প্রয়োজন যা শিক্ষার্থীদের মধ্যে আত্মসম্মান, ভারতীয়ত্ব, নীতিশাস্ত্র, নেতৃত্বের ক্ষমতা তৈরি করবে। এই শিক্ষা পদ্ধতির মাধ্যমে ভারতের শিক্ষা ব্যবস্থা বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাতে পারবে। কেন্দ্রে এই লক্ষ্য নিয়ে ভারতীয় শিক্ষা বোর্ড গঠন করা হয়েছে। এটিকে জাতীয় ও রাজ্য শিক্ষা বোর্ডের সমতুল্য স্বীকৃতি দেওয়া হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তির ভারসাম্য রয়েছে পাঠ্যক্রমে, বলছেন এনপি সিংভারতের শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম নিয়ে এনপি সিং বলেন, 'বোর্ডের পাঠ্যক্রমটিতে বেদ, উপনিষদ, গীতা, জৈন ও বৌদ্ধ দর্শন পড়ানো হচ্ছে। এখানে রয়েছে ভারতীয় যোদ্ধাদের গল্প, সাংবিধানিক মূল্যবোধ, গুরুকুলের ঐতিহ্য ও আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সুষম মিশেল।' তিনি বলেন- গল্প ও কবিতার মাধ্যমে ছোটদের ভারতীয় দর্শনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পড়ুয়ারা উচু ক্লাসে উঠলে এই বিষয়গুলি বিস্তারিতভাবে পড়ানো হবে।
কী রয়েছে পাঠ্যক্রমেভারতীয় শিক্ষা বোর্ডের এই পাঠ্যক্রমে দেশের প্রায় ১২০ জন মহান বীরের জীবনীও রাখা হয়েছে। এনপি সিং বলেন, এই শিক্ষা ব্যবস্থা কেবল শিক্ষার্থীদের কর্মসংস্থানের যোগ্য করে তুলবে না, বরং তাদের কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতেও সক্ষম করবে। বোর্ডের পাঠ্যক্রমটি UPSC, JEE এবং NEET এর মতো প্রধান প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে।
কোন স্কুল ভারতীয় শিক্ষা বোর্ডের সঙ্গে যুক্ত হতে পারেএই বোর্ডটি CBSE এর সমতুল্য ও নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলগুলিকে অ্য়াফিলিয়েশন বা অনুমতি প্রদান করে। প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য ইতিমধ্যেই স্বীকৃত স্কুলগুলিও ভারতীয় শিক্ষা বোর্ড থেকে অনুমতি পেতে পারে।