Indian Currency : বাজেটের (Budget 2027) আগে থেকেই এই নিয়ে চলছিল জল্পনা। অনেকের মুখেই শোনা যাচ্ছিল, ১০ (10 Rs Coin) ও ২০ টাকার কয়েন (20 Rs Coin) নিয়ে নতুন খবর। লোকসভায় যা নিয়ে এবার খোলসা করল অর্থমন্ত্রক (Finance Ministry)। তবে কি উঠে যাচ্ছে ১০ ও ২০ টাকার কয়েন ?
কী বলেছে অর্থ মন্ত্রক
দেশে বর্তমানে কত 10 টাকার নোট ও কয়েনের প্রচলন রয়েছে তা জিজ্ঞাসা করা হয়েছিল অর্থমন্ত্রককে ? জবাবে, অর্থ মন্ত্রক বলেছে- আজও দেশে 10 এবং 20 টাকার কয়েন ও নোট ছাপা হচ্ছে। অর্থ মন্ত্রক জানিয়েছে, 31 ডিসেম্বর 2024 পর্যন্ত, 2,52,886 লক্ষ 10 টাকার নোট বাজারে প্রচলিত রয়েছে, যার মূল্য 25289 কোটি টাকা। 31 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশের বাজারে 79,502 লক্ষ 10 টাকার কয়েন রয়েছে, যার মূল্য 7950 কোটি টাকা।
20 টাকার নতুন নোট এখনও ছাপা হচ্ছে
এর সঙ্গে অর্থ মন্ত্রককে জিজ্ঞাসা করা হয়েছিল, দেশে নতুন 20 টাকার নোট ছাপানো নিষিদ্ধ করা হয়েছে কি না। প্রশ্নের জবাবে অর্থ মন্ত্রক জানিয়েছে, 'না', এরকম কিছু হয়নি। অর্থাৎ, এটা স্পষ্ট যে আপনি বাজারে 10 টাকা এবং 20 টাকার নোট ও কয়েন কম পেলেও সেগুলি এখনও প্রচলিত রয়েছে। তাই এগুলি বন্ধের বিষয়ে সময়ে সময়ে যেসব খবর আসে তা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
2020 সালে প্রথমবার 20 টাকার কয়েন এসেছিল
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, সরকার 2020 সালে সর্বপ্রথম 20 টাকার মুদ্রা নিয়ে আসে। সেই সময় সরকার বলেছিল- 20 টাকার কয়েন 12টি প্রান্ত বিশিষ্ট একটি বহুভুজ হবে। যা একটি শস্য দানার আকারের হবে। যা দেখাবে ভারত কৃষিভিত্তিক দেশ। এছাড়াও, এক, দুই, পাঁচ এবং দশ টাকার কয়েনের একটি নতুন সিরিজও জারি করা হবে, যা বৃত্তাকার নকশায় হবে এবং যার মান হিন্দি লিপিতে লেখা থাকবে।
অর্থমন্ত্রক আরও কী বলেছে
অর্থ মন্ত্রকের দেওয়া তথ্যে বলা হয়েছে, ২০ টাকার মুদ্রার ওজন হবে ৮.৫৪ গ্রাম এবং এর বাইরের ব্যাস হবে ২৭ মিলিমিটার, যার বাইরের অংশ হবে নিকেল সিলভারের। মাঝখানের অংশ হবে নিকেল পিতলের। নতুন 20 টাকার কয়েনের নিচে 'সত্যমেব জয়তে' লেখা থাকবে। বাম দিকে হিন্দিতে 'ভারত' এবং ডানদিকে ইংরেজিতে 'ইন্ডিয়া' লেখা থাকবে।
আরও পড়ুন : Income Tax : ১৩.৭ লক্ষ টাকা আয়ে দিতে হবে না কর ? সুবিধা পেতে শুধু করতে হবে এই কাজ