নয়াদিল্লি: আদানি-সঙ্কট নিয়ে এবার মুখ খুললেন এক ধনকুবের। শুধু তাই নয়, এই বিষয়টি নিয়ে তাঁর মুখে উঠে এসেছে নরেন্দ্র মোদির প্রসঙ্গও। আর তারপরেই কড়া বিবৃতি দেওয়া হয়েছে বিজেপির (BJP) তরফে।
ধনকুবের জর্জ সোরোস (George Soros)-এর বক্তব্য নিয়েই শুরু হয়েছে যাবতীয় টানাপড়েন। কী বলেছেন উনি? বৃহস্পতিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (Munich Security Conference)- বক্তব্য রাখেন সোরোস। তিনি বলেছিলেন, আদানির শেয়ার নিয়ে যে সঙ্কট তৈরি হয়েছে তা নিয়ে বিদেশি বিনিয়োগকারী এবং সংসদে ওঠা প্রশ্নের উত্তর দেওয়া উচিত নরেন্দ্র মোদির। এই কথা নিয়েই শুরু হয়েছে টানাপড়েন, তোপ দেগেছে বিজেপি, ভারতীয় গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলা হয়েছে বলেও অভিযোগ করেছে। সম্প্রতি শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গ (Adani Hindenburg Row) তাদের একটি রিপোর্টে আদানিকে কাঠগড়ায় তুলে অভিযোগ করে যে আদানি তাদের সংস্থার শেয়ারদর নিয়ে কারচুপি করেছে। তারপরেই বিশ্বজুড়ে ধস নামে আদানিদের শেয়ারে। তা নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত ভারতের রাজনীতি। জর্জ সোরোস নিজেও একটি Hedge Fund-এর প্রতিষ্ঠাতা এবং বৃহৎ বিনিয়োগকারী।
ঠিক কী বলেছেন ওই ধনকুবের?
জর্জ সোরোস বলেছেন, 'মোদি এবং শিল্পপতি আদানি অত্যন্ত ঘনিষ্ঠ। তাঁদের ভবিষ্যতও একে অপরের সঙ্গে জড়িয়ে।' তিনি আরও বলেন, 'শেয়ার মার্কেটের- (Stock Market) কারচুপির অভিযোগ রয়েছে আদানির বিরুদ্ধে। আদানির সংস্থার শেয়ারের দর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মোদি গোটা বিষয়টি নিয়ে চুপ রয়েছেন। তাঁকে বিদেশি বিনিয়োগকারীদের প্রশ্নের এবং সংসদে উত্তর দিতে হবে।' যদিও এই বক্তব্যের সপক্ষে তিনি কোনও প্রমাণ দেখাননি। সোরোস আরও বলেছেন, 'এই ঘটনায় ভারত সরকারের উপর মোদির নিয়ন্ত্রণ শিথিল করবে এবং প্রাতিষ্ঠানিক স্তরে যা যা বদল দরকার তার জন্য জায়গা তৈরি হবে। আমি ভারতে গণতান্ত্রিক উত্থান (Democratic Revival) আশা করছি।' তাঁর বক্তব্যের বাকি অংশ জুড়ে ছিল জলবায়ু বদল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তুরস্কের ভূমিকম্প এবং চিনের সমস্যার কথা।
সোরোসের এই বক্তব্যকেই একেবারেই ভাল চোখে নেয়নি কেন্দ্রের শাসক দল। বিজেপির তরফে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভারতের গণতন্ত্রের (Indain Democracy) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। বিজেপি নেত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, 'এই যুদ্ধ ভারতের বিরুদ্ধে হচ্ছে। ভারতের স্বার্থ এবং এই যুদ্ধের মাঝে যিনি দাঁড়িয়ে রয়েছে তিনি হলেন মোদি। সবার তরফে একসুরে এই বক্তব্যের সমালোচনা করা উচিত। সোরোস ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের একটি তহবিল তৈরি করেছেন যা দিয়ে তিনি গণতান্ত্রিক পরিসরে নাক গলাতে চান, সেই তালিকায় রয়েছে ভারতও। সোরোস ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করতে চান এবং তিনি চান বাছাই করা কিছু লোক শুরু এখানে সরকার চালাক।'
ভারতের তথ্য় ও সম্প্রচার মন্ত্রকের বরিষ্ঠ উপদেষ্টা কাঞ্চন গুপ্তও সরব হয়েছেন। তাঁর দাবি, মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (Munich Security Conference) এমন একটা মঞ্চ যেখানে নিরাপত্তা সংক্রান্ত কথা, শান্তির খোঁজ এবং ভারসাম্যের রাস্তা খোঁজা হয়। দ্বন্দ্বের ব্যবস্থা করা হয় না। কিন্তু ওই মঞ্চেই তিনি ভারতে মসনদ বদলের জন্য তাঁর সুপ্ত বাসনা প্রকাশ করেছেন।
ওই মঞ্চে ভারত-সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি। ভারত QUAD-এর সদস্য। কিন্তু ভারত রাশিয়া (Russia Oil) থেকে সস্তায় তেল কেনে। এই বিষয়টি নিয়েও মুখ খুলেছেন জর্জ সোরোস। তিনি আরও বলেন, 'ভারত গণতান্ত্রিক দেশ। কিন্তু ভারতের নেতা নরেন্দ্র মোদি গণতান্ত্রিক নন।'
আরও পড়ুন: আচমকাই পদত্যাগ করলেন ইউটিউব সিইও Susan Wojcicki! কে আসছেন তাঁর পরিবর্তে?