MahaKumbh 2025 : মহাকুম্ভে যাওয়ার জন্য ট্রেনে এখনও ঠাসা ভিড়। মানুষ যেকোনো উপায়ে সঙ্গমের গঙ্গায় ডুব দিতে চায়। এই পরিস্থিতিতে যারা প্রয়াগরাজ যেতে পারছেন না, তাদের জন্য অনলাইন গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ব্লিঙ্কিট নিয়ে এসেছে গঙ্গা জল (Blinkit Sangam Jal)। অর্থাৎ ১৫ মিনিটের মধ্যে গঙ্গা জল পৌঁছে যাবে আপনার বাড়িতে।
সঙ্গম জলের দাম কত
ব্লিঙ্কিট তার প্ল্যাটফর্মে যে সঙ্গম জলের 100 মিলি বোতল বিক্রি করছে তার দাম 69 টাকা। প্রোডাক্টের বিবরণ অনুসারে, এই জল গঙ্গা ও যমুনার সঙ্গম থেকে এসেছে। এই জায়গাতেই মানুষ স্নান করতে ভয় পায়। মনে করা হয়, এই স্থানে সরস্বতী নদীর জলও এসব নদীর জলে মিলিত হয়। এই কারণেই একে সঙ্গম বলা হয়।
এই ধরনের ব্যবসা নতুন নয়
অনেক কোম্পানিই ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে ক্রেতাদের সুবিধা দিয়ে থাকে। একদিকে যেমন মানুষ এটি কিনতে আগ্রহ দেখাচ্ছেন, অন্যদিকে অনেকে সন্দেহের চোখে দেখছেন। এটা কি সত্যিই সঙ্গম জল নাকি স্রেফ একটা স্মার্ট মার্কেটিং চাল, সেই প্রশ্নও উঠেছে।
ধর্মীয় ভাবাবেগের সঙ্গে জড়িত
ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত পণ্য বিক্রি নতুন কিছু নয়। তবে যখনই এই জাতীয় পণ্য বাজারে আসে , তখনই লোকজন প্রতিক্রিয়া জানায়। অনেকে একে ভালো পরিষেবা হিসেবে দেখছেন, আবার অনেকে একে ধর্মের নামে ব্যবসা বলছেন। যদিও অনেক কোম্পানি ইতিমধ্যেই অনলাইনে গঙ্গার জল, প্রসাদ এবং অন্যান্য ধর্মীয় সামগ্রী বিক্রি করেছে। কিন্তু এতে ব্লিঙ্কিটের মতো কুইক কমার্স প্ল্যাটফর্মের প্রবেশই দেখায় এতে কতটা লাভ আছে।
গঙ্গার জল খুব দামি
এক লিটার মিনারেল ওয়াটারের দাম 20 টাকা, ব্লিঙ্কিট 100 মিলি সঙ্গম জল বিক্রি করছে 69 টাকায়। তার মানে এক লিটার সঙ্গম জলের দাম পড়বে 690 টাকা, যা মিনারেল ওয়াটার থেকে অনেক বেশি দামি। এই কারণেই সোশ্যাল মিডিয়ায় ব্লিঙ্কিট নিয়ে নানা রকম মন্তব্য করছেন মানুষ।
এবার জরুরিকালীন পরিষেবায় (Emergency Service) ঢুকে পড়ল ব্লিঙ্কিটের নাম (Blinkit Ambulance Service)। আগামী দিন ১০ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা (Ambulance Service) দেবে কোম্পানি। এই শহরে শুরু হয়ে গেল পরিষেবা। শীঘ্রই দেশের আরও শহরে পাওয়া যাবে বিঙ্কিট অ্যাম্বুলেন্স।
কোন শহরে শুরু হল এই পরিষেবা
আজ কুইক কমার্স প্ল্যাটফর্ম ব্লিঙ্কিট গুরুগ্রামে 10-মিনিটের অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে। 2 জানুয়ারি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এই পোস্ট করেছেন কোম্পানির সিইও আলবিন্দর ধিন্ডসা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "আমরা আমাদের শহরগুলিতে দ্রুত ও নির্ভরযোগ্য অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে এই প্রথম পদক্ষেপ নিচ্ছি।" ধীন্ডসা জানিয়েছে আপাতত সংস্থা গুরুগ্রামে পাঁচটি অ্যাম্বুলেন্স চালু করেছে। কারণ সংস্থা আরও আনেক জায়গায় এই পরিষেবা সম্প্রসারণের দিকে নজর রয়েছে কোম্পানির।
Bangladesh News : বাংলাদেশের বিমানঘাঁটিতে বড় হামলা, পিছনে কাদের হাত ?