BMW Electric Cars: বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি বলতেই ১ কোটি টাকার নিচে ভাবেন না ক্রেতারা। সম্প্রতি ক্রেতাদের সেই ধারণাকে বদলে দিয়েছে BMW i4 eDrive40। প্রিমিয়াম গাড়ির বিভাগে 70 লক্ষ টাকার নিচে এই গাড়ির দাম ঘোষণা করেছে কোম্পানি।  


BMW i4 eDrive40 EV: এক চার্জে ৫৯০ কিমি রেঞ্জ 
বিশাল আাকারের গাড়ি হলেও হালকা এই গাড়ি দেয় ৫৯০ কিলোমিটার রেঞ্জ। তবে গাড়ির কেবল স্পেকস শুনেই বিশ্বাস করা যায় না। তাই বাস্তবের মাটিতে এই গাড়ি চালিয়ে দেখেছি আমরা। দিল্লির ব্যস্ত রাস্তায় চলেছে BMW i4 eDrive40। জেনে নিন, ভিড়ের মধ্যেও যাত্রী থেকে চালককে কেমন অভিজ্ঞতা দিয়েছে এই গাড়ি।


BMW Electric Cars: দেখতে কেমন গাড়ি ?
বিশ্বব্যাপী 4 সিরিজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই গাড়ি। একে বিএমডব্লিউ 3 সিরিজের একটি স্পোর্টি কুপে সংস্করণ বলা যেতে পারে। দেখেই এই গাড়িকে 3 সিরিজের থেকে ছোট ও কম চওড়া মনে হবে। তবে এর গ্রিল অনেক বেশি আক্রমণাত্মক দেখায়। এমনিতেই যেকোনও বিএমডব্লিউর গ্রিল নিয়ে অনেক চর্চা হয়। এখানে গ্রেলের জায়গা ফাঁকা হলেও আকারে বিশাল। বড় গ্রিলের পাশাপাশি এতে পাতলা LED হেডল্যাম্প দেওয়া হয়েছে। এটি একটি স্পোর্টস কার যা রুফলাইনের সঙ্গে পিছনের টেইল লাইট মিশিয়ে দিয়েছে। এতে রয়েছে 19 ইঞ্চির চাকা। 




BMW i4 eDrive40 EV: ভিতর থেকে কেমন দেখতে গাড়ি ?
ভারী দরজাটি খুললে যেকোনও স্পোর্টস কারের কথা মনে করাবে গাড়ি। এখানেও নিচু হয়ে বসতে হবে চালকের আসনে। সেই ভাবেই বিএমডব্লিউ স্টিয়ারিং বা ড্যাশবোর্ড ডিজাইন করা হয়েছে। i4-এ একটি বিশাল 14.9-ইঞ্চি টাচস্ক্রিন চমৎকার ডিসপ্লে দেখতে পাবেন। ক্লাইমেট কন্ট্রোলের মতো অনেক ফাংশন দেওয়া হয়েছে এতে। যাইহোক, আপনি নিচের আই-ড্রাইভ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। ডিজিটাল ডিসপ্লেটিও 12.3 ইঞ্চি রেখেছে কোম্পানি। কাস্টমাইজযোগ্য BMW ইনফোটেইনমেন্ট সিস্টেম ব্যবহার করা সহজ। পুরো কেবিনের মান ও নকশা দেখলেই বোঝা যাবে। কেবিনে পাবেন, 3-জোন ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিং, সানরুফ, হারমান কার্ডন সারাউন্ড সাউন্ড সিস্টেমের 17টি স্পিকার। এই গাড়িতে পাবেন 470লিটারের বুট স্পেস।


BMW Electric Cars: ব্যাটারি প্যাক ও গতি
এই গাড়ির ব্যাটারি প্যাকটি মেঝের মধ্যে দেওয়া হয়েছে। এতে একটি পাতলা ব্যাটারি (110 এমএম) ও  590 কিলোমিটার (অফিশিয়াল) রেঞ্জ দাবি করে কোম্পানি। 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে এই গাড়ির ঘণ্টা 5.7 সেকেন্ড সময় লাগে। 


BMW i4 eDrive40 EV: গাড়িতে পাবেন এই বিশেষ বৈশিষ্ট্য
গাড়ির গতি নিয়ে সন্দেহ ছিল না আমাদের। তবে গতির পাশাপাশি i4 আরামদায়ক অভিজ্ঞদতা দেবে আপনাকে। RWD (রেয়ার এক্সেল এয়ার সাসপেনশন সহ) i4 চালানো সহজ। এর রাইড কোয়ালিটি আপনাকে হতবাক করে দেবে। এটি খুব বড় নয় তবে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সও খারাপ নয়। 125 এমএম-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে গাড়িতে। আমরা কিছু বড় স্পিড ব্রেকারের ওপর দিয়ে যাওয়ার সময় গাড়িতে কোনও সমস্যা হয়নি। ইভির কারণে এই গাড়ি চলার সময় আওয়াজ পাবেন না আপনি।




BMW Electric Cars: চালানোর অভিজ্ঞতা 
সব ইভির মতোই বিভিন্ন মোড আছে এই গাড়িতে। স্পোর্টস মোডে গাড়িটি উড়ে যাওয়ার চেষ্টা করে। এতে আক্রমণাত্মক 'থ্রটল রেসপন্স' রয়েছে। তাই গাড়ি আপনার সাবধানে ব্যবহার করা উচিত। কমফোর্ট মোডে ট্রাফিকের জন্য নিখুঁত অভিজ্ঞতা দেবে গাড়ি। দৈনন্দিন ব্যবহারের জন্য, আমরা এটি সুপারিশ করব। এর ব্রেকিং ও স্টিয়ারিং যেকোনও BMW-র মতো মান বজায় রাখে। 


আরও পড়ুন : Mercedes Benz Vision EQXX: পেট্রল ছাড়াই এক চার্জে ১২০২ কিমি ! রেকর্ড গড়ল এই গাড়ি