Bombay Stock Exchange Share Price: গতকাল সোমবার ১৬ সেপ্টেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ারে এসেছিল বিপুল র‍্যালি। কিছুটা গ্যাপ আপেই গতকাল সকালে এই স্টক (BSE Share Price) খোলে, তারপর বিনিয়োগকারীদের বিপুল কেনাকাটার (Stock Market) জোরে ১৯ শতাংশেরও বেশি লাফ দেয় এই শেয়ারের দাম। সর্বকালীন উচ্চতা ৩৪৫৯-এর স্তরে পৌঁছে গিয়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ারের দাম। গতকাল বাজার বন্ধের সময় ১৮.২৩ শতাংশ বেড়ে এই স্টকের দাম (Multibagger Stock) পৌঁছায় ৩৪৩১.৮০ টাকায়।


বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ারে কেন এত উত্থান ?


ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আইপিও আসতে চলেছে বাজারে। এই কারণেই বিনিয়োগকারীদের মনে বিপুল আশা জেগেছে এই শেয়ারকে ঘিরে আর তাই চলছে দেদার কেনাকাটা। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আইপিও বাজারে এলে তারপরে এই বিএসই-র শেয়ারেও একটা বড় র‍্যালি আসতে চলেছে বলেই অনেকে মনে করছেন। আগের সপ্তাহে শুক্রবার ১৩ সেপ্টেম্বর NSE কো লোকেশন জালিয়াতির ঘটনায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পূর্বতন সিইও চিত্রা রামকৃষ্ণা এবং রবি নারায়ণকে ক্লিনচিট দিয়েছে সেবি। আর এই কারণেই NSE-র আইপিও আসার সম্ভাবনা আরও জোরদার হয়েছে। তবে এখনও পর্যন্ত সেবির তরফে এনএসইর আইপিও অনুমোদন পায়নি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সম্ভবত আবার একবার ড্রাফট ফাইল করবে এই আইপিও লঞ্চ করার জন্য।


৫ বছরে ১৮ গুণ বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা


ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আইপিওর ক্রমবর্ধমান সম্ভাবনার দিকে নজর রেখেই বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ারের দাম বেড়েছে। এটি আদপেই একটি মাল্টিব্যাগার স্টক। বিগত এক বছরে ১৭০ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক, আর ২ বছরের হিসেবে এই স্টকে এসেছে ৪১৭ শতাংশের মুনাফা। ৩ বছরে BSE-র শেয়ার দিয়েছে ৭৪০ শতাংশ রিটার্ন আর ৫ বছরে এই শেয়ার থেকে ১৮০০ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন এখন ৪৬,৪৫৮ কোটি টাকা। তবে আজ মঙ্গলবারের বাজারে ডাউনট্রেন্ডে আছে এই শেয়ার। সকাল থেকে ২.৪৭ শতাংশ পড়ে গিয়েছে দাম। তবে বিগত এক মাসে এই একটি শেয়ারেই ২৪.৮৯ শতাংশ মুনাফা এসেছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: LIC Housing Share: এলআইসি, পিএনবি হাউজিং শেয়ারে ৬ শতাংশ পর্যন্ত ধস, বিক্রি করবেন ! কেন পড়ল স্টক ?