BSNL Freedom Offer: ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ সংক্ষেপে বিএসএনএল গ্রাহকদের জন্য এক বড় অফার নিয়ে এসেছে। সীমিত সময়ের জন্য থাকবে এই অফার। আর এই অফারে আপনি পাবেন (BSNL Offer) আনলিমিটেড ভয়েস কল এবং ৪জি ইন্টারনেটের সুবিধে, তাও মাত্র ১ টাকার (Freedom Offer) বিনিময়ে। প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন এই অফারে। বড় ঘোষণা করেছে বিএসএনএল। আর কী সুবিধে (BSNL Recharge Plan) থাকছে ? জানুন বিশদে।

বিএসএনএল তাদের এক্স হ্যান্ডলে এদিন এই পোস্ট শেয়ার করেছে যেখানে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অফার কেবলমাত্র ১ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্তই পাওয়া যাবে। এই অফারের অধীনে নতুন সিম কার্ড যারা নেবেন বিএসএনএলের তারা দিনে ২ জিবি করে ডেটা, দিনে ১০০টি করে এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধে পাবেন। সাধারণত বিএসএনএলের ফেয়ার ইউসেজ পলিসি অনুসারে এই অফারের অধীনে গ্রাহকরা যখন তাদের দৈনিক ২ জিবি হাইস্পড ইন্টারনেট শেষ করে ফেলবেন তারপর থেকে ইন্টারনেটের স্পিড নেমে আসবে ৪০ কেবিপিএস-এ। এই অফারের নাম দেওয়া হয়েছে ফ্রিডম অফার।

এই ফ্রিডম অফার কেবলমাত্র নতুন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য যার অর্থ হল আপনি যদি আগে থেকেই বিএসএনএলের গ্রাহক হয়ে থাকেন তাহলে এই অফার আপনি পাবেন না। বিএসএনএল জানিয়েছে তাদের এই ফ্রিডম অফার বা আজাদি কা প্ল্যানের সুবিধে পেতে হলে নিকটবর্তী বিএসএনএল রিটেলার বা কমন সার্ভিসেস সেন্টারে যেতে হবে এগুলি আদপে ফিজিক্যাল স্টোর যেখানে আপনি একটি নতুন সিমকার্ড ইস্যু করাতে পারবেন। তবে বিএসএনএলের ডোরস্টেপ সিমকার্ড ডেলিভারি পরিষেবা যারা ব্যবহার করবেন তাদের জন্য এই ফ্রিডম অফার পাওয়া যাবে কিনা তা নিয়ে বিশদে কিছু জানায়নি সংস্থা।

বিএসএনএলের সিএমডি রবার্ট জে রবি জানান আত্মনির্ভর ভারত মিশনের অধীনে বিএসএনএলের ৪জি ডিজাইন আনা হয়েছে দেশের সর্বত্র। সংস্থার ফ্রিডম প্ল্যান প্রতিটি ভারতীয়কে ৩০ দিনের জন্য বিনামূল্যে এই দেশীয় নেটওয়ার্ক পরীক্ষা করার সুযোগ দিচ্ছে।