BSNL New Plan: সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এমনিতেই গ্রাহকদের অনেক কম খরচে উন্নত সুবিধে ও ফিচার্স দিয়ে থাকে তাদের রিচার্জ প্ল্যানে। এবারে একটি নতুন রিচার্জ প্ল্যান (BSNL Recharge) আনল বিএসএনএল। জিও, এয়ারটেল কিংবা ভোডাফোনকেও এবারে টেক্কা দেবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার নতুন রিচার্জ প্ল্যান। একবার রিচার্জেই এই নতুন প্ল্যানে সিমের বৈধতা থাকবে ১৮০ দিন। কত খরচ হবে ? কী কী সুবিধে পাবেন ? দেখে নিন একনজরে।
৬ মাসের জন্য আনলিমিটেড কলিং
বিএসএনএলের এই নতুন রিচার্জ প্ল্যানটি নিলে গ্রাহক একবারেই ৬ মাসের অর্থাৎ ১৮০ দিনের বৈধতা পাবেন তাঁর সিমে। আর এই প্ল্যানের খরচ পড়বে ৮৯৭ টাকা। এই প্রিপেড প্ল্যানে যে কোনও নেটওয়ার্কে আপনি প্রতিদিন আনলিমিটেড কলিং-এর সুবিধে পাবেন। এর ফলে বারেবারে প্রতি মাসে মোবাইলে রিচার্জ করাতে হবে না। শুধু যে আনলিমিটেড কলিং পাবেন এই রিচার্জে তা নয়, এর সঙ্গে আপনি ৬ মাসের জন্য পাবেন ৯০ জিবি ডেটার সুবিধেও। তবে এতে কোনও দৈনিক ব্যবহারের সীমা ধার্য করা হয়নি। এর অর্থ হল আপনি একদিনে যতখুশি ডেটা ব্যবহার করতে পারেন। আপনি এই ৯০ জিবি ডেটা এক সপ্তাহেও ব্যবহার করতে পারেন, অথবা ৬ মাস ধরেও ব্যবহার করতে পারেন।
কলিং ও ডেটার সঙ্গে প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধেও এতে পাওয়া যায়। যে সমস্ত গ্রাহক খুব বেশি ডেটা ব্যবহার করেন না, কলিং বেশি জরুরি যাদের কাছে, তাদের জন্যই এই প্ল্যানটি বিশেষভাবে বিন্যস্ত করেছে বিএসএনএল। তারা এই রিচার্জ প্ল্যানে দীর্ঘমেয়াদি আনলিমিটেড কলিংয়ের সুবিধে পাবেন।
এয়ারটেলের নতুন প্ল্যান
এয়ারটেল সম্প্রতি বাজারে এনেছে একটি বিপুল দামের রিচার্জ প্ল্যান। ৪ হাজার টাকা দামের এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আন্তর্জাতিক স্তরে ৫ জিবি ডেটা ও মোট ১০০ মিনিট ইনকামিং আউটগোয়িং কলিংয়ের সুবিধে পাবেন। এই প্ল্যানের অধীনে আপনি পুরো এক বছরের জন্য আনলিমিটেড কলিং, প্রতিদিন ১.৫ জিবি করে হাইস্পিড ডেটা এবং বিনামূল্যে দৈনিক ১০০টি এসএমএসের সুবিধে পাবেন।
জিওর ৩৬৫ দিনের প্ল্যান
রিলায়েন্স জিওর কথা বলতে গেলে এই সংস্থা ৩৫৯৯ টাকায় গ্রাহকদের ৩৬৫ দিনের বৈধতা সহ একটি রিচার্জ প্ল্যান অফার করেছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ২.৫ জিবি করে ডেটার সুবিধে পাবেন, সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং ও দিনে ১০০টি করে এসএমএসের সুবিধেও।