নয়াদিল্লি : গ্রাহকদের সুবিধার্থে নয়া উদ্যোগ। রিচার্জ প্ল্যানে এবার বড়সড় বদল আনল BSNL। ৭৯৭ টাকায় প্রিপেড রিচার্জ প্ল্যান করলে একেবারে বছরভরের নিশ্চিন্তি। মেয়াদ থাকবে প্রায় ৩০০ দিন। এই প্ল্যান সেইসব গ্রাহকের কথা মাথায় রেখে করা হয়েছে যাঁরা একবার রিচার্জ করেই সারাবছর তা চলুক, এমনটা চান। যাতে ঘন ঘন এনিয়ে মাথাব্যথা করতে না হয়।


BSNL ৭৯৭ টাকার প্ল্যানের মূল বৈশিষ্ট্য-


৩০০ দিনের মেয়াদের এই প্ল্যান। এর ফলে গ্রাহকদের ঘন ঘন রিচার্জ করতে হবে না। দীর্ঘমেয়াদি এই প্ল্যানের সুবিধা নিলে কোনও বাধা ছাড়াই ফোন কল করা যাবে দীর্ঘদিন।


ফ্রি আনলিমিটেড ভয়েস কলিং-


৭৯৭ টাকা দিয়ে যাঁরা রিচার্জ করবেন, তাঁরা জিও, ভিআই বা এয়ারটেল- যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন। এই ফিচারের জেরে তাঁরা খুবই উপকৃত হবেন যাঁরা ভয়েস কমিউনিকেশনের উপর খুব নির্ভরশীল থাকেন। পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে জুড়ে থাকতে পারবেন। কোনও কল চার্জের চিন্তাও করতে হবে না।


৩০০ দিনের সুবিধা-


এই প্ল্যান নিলে ৬০০ জিবি পর্যন্ত ডেটা মিলবে। প্রথম ৬০ দিনে, ইউজাররা ২জিবি করে হাই স্পিডের ডেটা ব্যবহার করতে পারবেন । ৬০ দিন পরে, ডেটা স্পিড থাকবে ৪০ কেবিপিএস। যদিও স্পিড কমলেও, অনেকটা ডেটা ব্যবহারের সুযোগ থাকবে। যার ফলে মেসেজিং ও ব্রাউজিংয়ের মতো ইন্টারনেট কানেক্টেভিটি এনেবেল থাকবে। প্রথম ৬০ দিনে মেসেজিং ফ্রি থাকবে। এই প্ল্যানের মাধ্যমে প্রতিদিন ১০০ এসএমএস ফ্রিতে করা যাবে। এর ফলে টেক্সট মেসেজের মাধ্যমে যুক্ত থাকতে পারবেন ইউজাররা। যা অন্যের সঙ্গে সংযুক্ত থাকার আরও একটি উপায়। 


কেন এই প্ল্যান নেবেন ?


যেসব ইউজার ভয়েস কলিংয়ের ওপর বেশি নির্ভর করে থাকেন, তাঁদের কথা ভেবেই BSNL-এর এই রিচার্জ প্ল্যান। তাছাড়া দীর্ঘদিন এর মেয়াদও থাকছে। প্রথম ৬০ দিনে হাই স্পিড ডেটাও পাবেন। তাছাড়া যাঁদের ঘন ঘন মেসেজ করার প্রয়োজন রয়েছে তাঁদের ক্ষেত্রেও সুবিধা মিলবে।


কাজেই যেসব ইউজার মোবাইল ফোন রিচার্জের খরচ নিয়ে রীতিমতো চিন্তিত, তাঁদের পক্ষে এই প্ল্যানটা খুবই সুবিধাজনক হতে পারে বলে মনে করা হচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।