Mobile Recharge Plan : বেসরকারি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় এই সরকারি সংস্থা (BSNL Recharge Plan) দিচ্ছে দারুণ অফার। আপনিও বছরের ভ্য়ালিডিটির সঙ্গে এই মোবাইল রিচার্জ প্ল্যানে (Mobile Tariff ) পাবেন বড় সুবিধা। জেনে নিন, কোন কোম্পানি দিচ্ছে এই সস্তার সুবিধা। 

রিচার্জের বোঝা কমাতেই এই প্ল্যানআজকাল, ব্যয়বহুল রিচার্জ প্ল্যান মোবাইল ব্যবহারকারীদের পকেটে বোঝা বাড়িয়েছে। বেসরকারি টেলিকম কোম্পানিগুলোর রিচার্জও ব্যয়বহুল হয়ে উঠেছে। পাশাপাশি মেয়াদও আগের চেয়ে কমিয়েছে কোম্পানিগুলি। এই পরিস্থিতিতে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল গ্রাহকদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। প্রায় তিন টাকা দৈনিক খরচে এক বছরের মেয়াদ সহ একটি প্ল্যান দিচ্ছে কোম্পানি। এতে আরও অনেক সুবিধাও দেওয়া হচ্ছে। বিস্তারিত জানুন এখানে।

BSNL-এর 1,198 টাকার প্ল্যানবিশেষ করে দীর্ঘ মেয়াদের জন্য BSNL-এর এই প্ল্যান আনা হয়েছে। কোম্পানি এতে 365 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। অর্থাৎ, আপনি যদি আজ এটি রিচার্জ করেন, তাহলে 2026 সাল পর্যন্ত বৈধতার জন্য আপনাকে নতুন রিচার্জ করতে হবে না। যারা দুটি সিম ব্যবহার করেন, তাদের জন্যও এই প্ল্যানটি কার্যকর। এই প্ল্যানটি দীর্ঘ সময়ের জন্য সিম সক্রিয় রাখার জন্য দুর্দান্ত। শুধু ভ্যালিডিটি নয়, এই প্ল্যানে আরও অনেক সুবিধাও পাওয়া যাচ্ছে।

এই সুবিধাগুলি প্ল্যানে পাওয়া যায়এক বছরের ভ্যালিডিটির সঙ্গে কোম্পানি এই প্ল্যানে প্রতি মাসে কল করার জন্য 300 মিনিট দিচ্ছে। প্রতি মাসে আপনি বিনামূল্যে 300 মিনিট পর্যন্ত কল করতে পারবেন এই ট্যারিফে। এর সঙ্গে মাসে 3GB ডেটা ও 30টি SMS দেওয়া হচ্ছে। অর্থাৎ এই প্ল্যানে দীর্ঘ মেয়াদের পাশাপাশি কলিং ও ডেটাও পাওয়া যাবে। এটি কোম্পানির সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান যা এক বছরের ভ্যালিডিটির সঙ্গে আসে। BSNL 365 দিনের ভ্যালিডিটি সহ আরও দুটি প্ল্যান অফার করে। এগুলির দাম 1,999 টাকা ও 2,999 টাকা। এই দুটি প্ল্যানেই সুবিধাগুলি বৈধতার সঙ্গে বৃদ্ধি পায়।

মনে রাখবেন, বেসরকারি কোম্পানিগুলিও দারুণ মোবাইল রিচার্জ প্ল্য়ান দিচ্ছে। সেই ক্ষেত্রে অন্য কোম্পানির রিচার্জ প্ল্যানের সঙ্গে এই প্ল্যান যাচাই করে নিন। তাহলে কোন প্যাকে কী অফার রয়েছে বুঝতে সুবিধা হবে আপনার। যা আপনাকে কোন রিচার্জ প্ল্যান নিতে সাহায্য় করবে।

Mobile Using Tips: ফোন বেশি গরম হলে হতে পারে বিস্ফোরণ ! কত হওয়া উচিত মোবাইলের তাপমাত্রা ?