India Budget 2023: বাজেটের আগেই বুঝে নিতে পারবেন সরকারের দিক নির্দেশ। আজ দেশের আর্থিক সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হতেই জানা যাবে মোদি-সরকারের 'মতি-গতি'।  অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaharaman) পেশ করবেন ২০২২-২৩ অর্থবর্ষে দেশের হাল-হকিকত। জেনে নিন, কখন, কোথায় দেখতে পারবেন দেশের আর্থিক সমীক্ষা (Economic Survey)সম্পর্কিত রিপোর্ট।


Budget 2023: এই আর্থিক সমীক্ষায় লুকিয়ে দেশের ভবিষ্যৎ ?
প্রতিবারই বাজেট পেশের আগে দেশের আর্থিক সমীক্ষা রিপোর্ট তুলে ধরে অর্থমন্ত্রক। অতীতের দেশের পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি হয় ভবিষ্যতের রূপরেখা।৩১ জানুয়ারি বাজেট অধিবেশনের প্রথম দিনে এই রিপোর্ট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যৌথ সংসদীয় অধিবেশনে ভাষণের পরই ২০২৩ সালের দেশের আর্থিক সমীক্ষা রিপোর্ট তুলে ধরা হবে।


Union Budget 2023: কখন এই রিপোর্ট পেশ হবে
রাষ্ট্রপতির ভাষণের পরে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট সামনে আনবেন অর্থমন্ত্রী।FY2022-23 সালে ভারতীয় অর্থনীতির এই সমীক্ষা রিপোর্টে দেশের জিডিপি মুদ্রাস্ফীতি ছাড়াও মূল অর্থনৈতিক সূচকগুলির ভিত্তিতে থাকবে আগামী দিনের পথ। দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টার (CEA) তত্ত্বাবধানে এই অর্থনৈতিক বিষয়ক সমীক্ষা প্রস্তুত করা হয়। সিইএ ভি অনন্ত নাগেশ্বরনের দেখানো পথে এই বছর অর্থনৈতিক সমীক্ষা তৈরি করা হয়েছে।


Budget 2023: কোথায় দেখা যাবে ?


দেশের অর্থনৈতিক সমীক্ষা সরকারের অফিসিয়াল চ্যানেলে লাইভ-স্ট্রিম করা হবে। এছাড়াও, সংসদ টিভি, পিআইবি ইন্ডিয়াও রিলিজটি লাইভ 
স্ট্রিম করবে।


অর্থ মন্ত্রণালয়ের ফেসবুক লিঙ্ক


facebook.com/finmin.goi


টুইটারে লাইভ আপডেট


twitter.com/FinMinIndia 


এবিপি লাইভ অর্থনৈতিক সমীক্ষা 2023 লাইভ কভার করবে যা আপনাকে অর্থনীতির সম্পর্কে আপডেট দেবে। আপনি অর্থনৈতিক সমীক্ষা 2023 এর লাইভ স্ট্রিমিং ও ABP চ্যানেলে প্রধান অর্থনৈতিক উপদেষ্টার প্রেস কনফারেন্স দেখতে পারেন।


সিইএ ভি অনন্ত নাগেশ্বরন রিপোর্ট সামনে আনলে, অর্থনৈতিক সমীক্ষা 2023-এর নথিগুলি সরকারের সরকারি বাজেট ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে।


http://www.indiabudget.gov.in/economicsurvey/। 


৩১ জানুয়ারি বাজেট অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেন্ট্রাল হলে সংসদের দুই কক্ষের একটি যুগ্ম অধিবেশনে বক্তব্য রাখবেন। তারপর ২ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। তারপরে রাজ্যসভায় পেশ করা হবে সেই বাজেট।
বাজেট অধিবেশনের প্রথম ২ দিনে সংসদে Zero Hour এবং Question Hour- থাকবে না। 


ANI-সূত্রে খবর, ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সংসদের সব সদস্যকে জানিয়ে দেওয়া হয়েছে। ২ ফেব্রুয়ারি থেকে সংসদের দুই কক্ষেই আলোচনা শুরু হবে। তারপরে লোকসভা এবং রাজ্যসভা দুই জায়গাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখবেন। বাজেট অধিবেশনে এই প্রথম দফা ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।


আরও পড়ুন : Budget 2023: স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়তে পারে? বাজেটে বড় সিদ্ধান্তের সম্ভাবনা