NPS Scheme: এতদিন পর্যন্ত ন্যাশনাল পেনশন স্কিমে কেবলমাত্র ১৮ থেকে ৭০ বছর বয়সীরা তাদের অবসরের কথা ভেবে এই ফান্ডে টাকা রাখতে পারতেন এবং ৬০ বছর বয়স হলে সেই টাকার কিছু অংশ তুলে আর বাকিটা মাসে মাসে পেনশনের আকারে পেতেন। তবে এবার এর সঙ্গে যুক্ত হল নতুন সুবিধে, এল নতুন আরেকটি স্কিম। গতকাল বাজেটে এনপিএসের (NPS Vatsalya Scheme) অধীনে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন একটি নতুন স্কিম NPS Vatsalya Scheme। এই স্কিমের অধীনে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আপনি টাকা জমাতে পারেন। সন্তান বড় হলে তাঁর জন্য আর্থিক সুবিধা আগে থেকে পরিকল্পনা করে রাখতে চালু করা হয়েছে এই নতুন স্কিম। কী সুবিধে পাবেন এই স্কিমে ?


কী সুবিধে NPS Vatsalya স্কিমে


এই স্কিমে টাকা জমাতে পারবেন অভিভাবকরা, তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই প্রকল্পে টাকা জমাতে পারবেন। সন্তানের বয়স ১৮ হয়ে গেলে, এই ফান্ডে জমানো টাকা তুলে নেওয়া যাবে। বলা ভাল, পুরো টাকা তুলে নেওয়া আগে এই বিশেষ স্কিমে জমানো টাকার পুরোটাই সাধারণ এনপিএস অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়ে যাবে। খুব সহজেই সন্তানের বয়স ১৮ বছর হয়ে গেলে এই স্কিমটি একটি নন-এনপিএস স্কিমে পরিণত হয়ে যাবে।


এই স্কিমের বিশেষ ফিচার্স


সাধারণ এনপিএস অ্যাকাউন্ট যেভাবে কাজ করে, ঠিক একই পদ্ধতিতে কাজ করবে এই এনপিএস বাৎসল্য স্কিম। যেভাবে নিজেদের অবসরের কথা ভেবে আপনি এনপিএসে বিনিয়োগ করে থাকেন, সেভাবেই এই স্কিমে বিনিয়োগ করা যাবে। এনপিএসে বিনিয়োগের মাধ্যমে শেয়ার বাজারে ইকুইটিতে, সরকারি বন্ডে আপনি লগ্নি করতে পারেন। এর ফলে গতানুগতিক ফিক্সড ডিপোজিটের থেকে অনেক বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে।


আরও কী বদল এল


এনপিএসে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানিগুলি এবার থেকে ১০ শতাংশের বদলে কর্মীর বেতনের ১৪ শতাংশ পর্যন্ত টাকা এনপিএসে জমা করতে পারবে। এটা শুধুমাত্র বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রেই প্রযোজ্য। এর ফলে সরকারি হোক বা বেসরকারি সংস্থার কর্মী, আয়করে অনেকটাই ছাড় পেতে চলেছেন আগামী অর্থবর্ষে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Stock Market: বাজেটের দিনে দাম বেড়েছে ৫ শতাংশ, নজরে আছে এই শেয়ার ?