EV Sector Stock: বৈদ্যুতিন গাড়ির দুনিয়ায় অনেকদিন আগেই ঢুকে পড়েছে ভারতের অটোমোবাইল সেক্টর। গাড়ির ক্ষেত্রে বৈদ্যুতিন গাড়ির মডেল আর দু-চাকার ক্ষেত্রে বৈদ্যুতিন বাইক বা স্কুটার বিপ্লব এনেছে ভারতের বাজারে। গাড়ি নির্মাতা সংস্থাগুলি বৈদ্যুতিন গাড়ি নির্মাণের উপরেই জোর দিচ্ছেন বর্তমানে। বাজেটেও জোর দেওয়া হয়েছে ইভি নির্মাণের (EV Sector Stock) উপর। ১ ফেব্রুয়ারি বাজেট পেশের পরেই বেশ কিছু ইভি সেক্টরের সঙ্গে যুক্ত স্টকে গতি দেখা গেল। ধারণা করা হচ্ছে আগামী দিনেও এই স্টকের দাম বাড়তে পারে।


কী বলেছেন নির্মলা সীতারামন


ইভির নির্মাণ (EV Sector Stock) এবং চার্জিং পরিকাঠামোর উপর জোর দিয়েছেন নির্মলা সীতারামন (Niramala Sitharaman)। সরকারি পৃষ্ঠপোষকতায় ইভি ইকোসিস্টেম আরও মজবুত করে তোলা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, সরকারি মদতে ভারতের রাস্তায় চালু হবে ই-বাস। পেমেন্ট সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে ই-বাস পরিচালনার কথাও জানিয়েছেন তিনি।


আজ কোন স্টকগুলিতে গতি বাড়ল


নির্মলা সীতারামনের বাজেট পেশের পরে বৈদ্যুতিন গাড়ি নির্মাণের সঙ্গে যুক্ত স্টকগুলির (EV Sector Stock) দাম বেড়েছে ৫ শতাংশ। ই-বাস চালু হতে চলেছে, এই সংবাদে জেবিএম অটো (JBM Auto) সংস্থার শেয়ারে উর্ধ্বগতি দেখা যায়। দুপুর ১২.১০ নাগাদ এই শেয়ারের দাম ৫২ সপ্তাহের রেকর্ড উচ্চতা ছুঁয়ে ফেলে। ৫ শতাংশ বেড়ে দাম হয় ২০১০ টাকায়। অন্যদিকে ওলেকট্রা গ্রিনটেক (Olectra Greentech) কোম্পানির শেয়ারের দামও ৫২ সপ্তাহের রেকর্ড উচ্চতা ছুঁয়ে ফেলে এবং এই শেয়ারের দাম ৬ শতাংশ বেড়ে হয় ১৮৪৯ টাকা।


অন্য কোন স্টকে লাফ


শুধু ইভি নির্মাণের (EV Sector Stock) সঙ্গে যুক্ত স্টক নয়, চার্জিং পরিকাঠামোর কোম্পানির শেয়ারেও লাফ লক্ষ করা গিয়েছে এদিন। সার্ভোটেক পাওয়ার সিস্টেমের (Servotech Power Systems) শেয়ারের দাম ৫ শতাংশ বেড়ে হয় ৯৫ টাকা। সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল (Samvardhana Motherson International) নামে আরেকটি চার্জিং সিস্টেম কোম্পানির স্টকের দামেও খানিক উর্ধ্বগতি লক্ষ করা যায়। এই শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ১১৬ টাকা।


কিছু শেয়ারে পতন


ইভি ব্যাটারির বিষয়ে এদিনের বাজেটে সেভাবে কিছু আলোচনা করা হয়নি। ফলে সেক্ষেত্রে ব্যাটারি নির্মাণের সঙ্গে যুক্ত কোম্পানির শেয়ারে এদিন লাল সঙ্কেত লক্ষ করা যায়। Amara Raja Batteries সংস্থার শেয়ারের দাম কমে এদিন, দাম পড়তে দেখা যায় Exide Industries-এর শেয়ারেও। ২ শতাংশ কমে এই শেয়ারের দাম হয় ৩২৯ টাকা। Bosch কোম্পানির শেয়ার ০.২ শতাংশ হ্রাস পেয়েছে এদিনের বাজারে।


আরও পড়ুন: Budget 2024: বাজেটে এক কোটি সোলার প্যানেলের ঘোষণা , দুরন্ত গতি এই স্টকগুলিতে