Budget 2024 Live Updates: 'বাজেটে কোনও চাকরির সংস্থান নেই', বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

Union Budget 2024 Live Updates: বাজেটে কী কী ঘোষণা হল জানুন...

ABP Ananda Last Updated: 23 Jul 2024 03:07 PM
Mamata Banerjee on Budget 2024: বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। '১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাকি, কিছু দিল না। বাংলা বঞ্চিত রইল, উল্টে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে। দিশাহীন, গরিব বিরোধী বাজেট, কোনও আলো নেই। বাজেটে কোনও চাকরির সংস্থান নেই।একটি দলকে খুশি করতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেট', বিধানসভায় দাঁড়িয়ে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের 

Kalyan Banerjee Budget Reactions: এটা দেশের বাজেট নয়, কুর্সি বাঁচাও বাজেট, বললেন কল্যাণ

এ তো কুর্সি বাঁচাও বাজেট। যে যে দল কুর্সি বাঁচাতে সাহায্য় করবে NDA-তে, নীতীশ কুমার আর চন্দ্রবাবু নায়ডুকে ধরে রাখতেই এই বাজেট। এটা দেশের বাজেট নয়। বাংলাকে তো কিছুই দেয়নি। বাংলাকে দেখতে পারে না। সহ্য করতে পারে না বাংলার মানুষকে: কল্যাণ বন্দ্য়োপাধ্যায়।

Union Budget 2024: কংগ্রেসের ইস্তেহারের কিছু অংশ কপি-পেস্ট? বাজেট নিয়ে অভিযোগ

কংগ্রেসেরে ইস্তেহার নকল করে বাজেটে বসিয়ে দেওয়ার অভিযোগ। কংগ্রেসের ইস্তেহারে ইন্টার্নশিপের অ্যালাওয়্যান্স-সহ ইনট্রানশিপের সুযোগের কথা উল্লেখ ছিল। কংগ্রেসের ইস্তেহারের ১১ নম্বর পাতাটি নির্মলা সীতারামান টপকে দিয়েছেন বলে অভিযোগ পি চিদম্বরম, জয়রাম রমেশদের।


 

Income Tax Budget Announcements: নতুন আয়কর কাঠামো: ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫%

নতুন কাঠামোয়  ৩ লক্ষের কম আয়ে কোনও কর নয়
নতুন আয়কর কাঠামো: ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫%
নতুন আয়কর কাঠামো: ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০%
নতুন আয়কর কাঠামো: ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫%
নতুন আয়কর কাঠামো: ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০%
নতুন আয়কর কাঠামো: ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর

Personal Income Tax: নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ: নির্মলা

নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা। নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ: কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
নতুন আয়কর কাঠামো: ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫%।

Personal Income Tax Announcements: নতুন কাঠামোয় ৫০ হাজার থেকে বেড়ে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার টাকা

ব্যক্তিগত আয়করের নতুন কাঠামোয় ৫০ হাজার থেকে বেড়ে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার টাকা। 

Income Tax Budget Announcements: অপরিবর্তিত রইল আয়কর। সময়ে TDS না দিলে অপরাধ নয়

অপরিবর্তিত রইল আয়কর। সময়ে TDS না দিলে অপরাধ নয়। ক্যাপিট্যাল গেনে ছাড় ১ লক্ষ থেকে বেড়ে ২.২৫ লক্ষ। বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা। আয়কর কাঠামো আরও সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

Budget 2024 Live Updates: বিদ্যুতের তার সস্তা হবে, সস্তা হবে লিথিয়াম ব্যাটারি

বিদ্যুতের তার সস্তা হবে, সস্তা হবে লিথিয়াম ব্যাটারি। তামার আমদানি শুল্ক ৪% কমানোর ঘোষণা বাজেটে। পিভিসি এবং প্লাস্টিকজাত দ্রব্যের উপর আমদানি শুল্ক বাড়ল। 

Budget 2024 Live Updates: দাম কমছে সোনা, রূপো, মোবাইল ফোন, সোলার প্যানেল, চামড়াজাত দ্রব্যের

৩টি ক্যানসারের ওষুধের জন্য আমদানি শুল্ক মকুব করল কেন্দ্র। মোবাইল ফোন, চার্জারের একাধিক প্রযুক্তির আমদানি শুল্কে ছাড়। সোনা, রুপো, প্ল্যাটিনামে ৬.৪ শতাংশ কমল আমদানি শুল্ক । দাম কমছে সোনা, রূপো, মোবাইল ফোন, সোলার প্যানেল, চামড়াজাত দ্রব্য। সস্তা হবে লিথিয়াম ব্যাটারি । 

Budget 2024 Live Updates: মহিলারা বাড়ি কিনলে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের ঘোষণা কেন্দ্রের

মহিলারা বাড়ি কিনলে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের ঘোষণা কেন্দ্রের। উচ্চশিক্ষার জন্য ৩ শতাংশ সুদে ১০ লক্ষ পর্যন্ত ঋণের ঘোষণা। ১০ লক্ষ টাকা থেকে মুদ্রা লোন বেড়ে হচ্ছে ২০ লক্ষ টাকা। ফর্মাল সেক্টরে প্রথম কাজে ঢুকলেই ১ মাসের মজুরি দেবে কেন্দ্র। 

Budget 2024 Live Updates: মহিলারা বাড়ি কিনলে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের ঘোষণা কেন্দ্রের

মহিলারা বাড়ি কিনলে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের ঘোষণা কেন্দ্রের। উচ্চশিক্ষার জন্য ৩ শতাংশ সুদে ১০ লক্ষ পর্যন্ত ঋণের ঘোষণা। ১০ লক্ষ টাকা থেকে মুদ্রা লোন বেড়ে হচ্ছে ২০ লক্ষ টাকা। ফর্মাল সেক্টরে প্রথম কাজে ঢুকলেই ১ মাসের মজুরি দেবে কেন্দ্র। 

Union Budget News Live Updates: তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে শরিকদের ঢালাও বরাদ্দ, বাংলার প্রাপ্তি শূন্য

তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে শরিকদের ঢালাও বরাদ্দ। অন্ধ্রপ্রদেশ, বিহারের জন্য বাজেটে বিশেষ প্যাকেজ। অন্ধ্রপ্রদেশের জন্য ১৫ হাজার কোটির বিশেষ প্যাকেজ। বিহারে হাইওয়ের জন্য ২৬ হাজার কোটি বরাদ্দ। বিহারে ২১ হাজার কোটির তাপ বিদ্যুৎ কেন্দ্র। বিহারে নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজের ঘোষণা। বাজেটে বিহারে পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ের ঘোষণা। অন্ধ্রপ্রদেশের গ্রামোন্নয়নে বরাদ্দ ২.৬৬ লক্ষ কোটি বরাদ্দ। বাজেটে বাংলা, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে বিশেষ নজর। বাজেটে বাংলার প্রাপ্তি: কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডর। বন্যা নিয়ন্ত্রণে অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমের জন্য বিশেষ বরাদ্দ। বন্যা, খরা নিয়ন্ত্রণে বিহারকে ১১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ। বিহারে ৪টি এক্সপ্রেসওয়ে ও ব্রিজ তৈরিতে ২৬ কোটি টাকা বরাদ্দ। বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহারের, বাংলার প্রাপ্তি শূন্য। 

Budget 2024 Live Updates: বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গের উন্নয়নে বিশেষ জোর

দেশের মধ্যে উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গের উন্নয়নে বিশেষ জোর।


 

Budget Live Updates: কৃষিখাতে বরাদ্দ করা হল ১৫২ লক্ষ কোটি টাকা

কৃষিখাতে বরাদ্দ করা হল ১৫২ লক্ষ কোটি টাকা।

Nirmala Sitharaman: কর্মসংস্থান, দক্ষতাবৃদ্ধি এবং যুবসমাজের জন্য পাঁচ প্রকল্পে ২ লক্ষ কোটি বরাদ্দ: নির্মলা

কর্মসংস্থান, দক্ষতাবৃদ্ধি এবং যুবসমাজের জন্য পাঁচ প্রকল্পে ২ লক্ষ কোটি বরাদ্দ: নির্মলা। 

Budget 2024 Live Updates: কর্মসংস্থান তৈরিতে আমরা বিশেষ ভাবে নজর দিচ্ছি: নির্মলা

কর্মসংস্থান তৈরিতে আমরা বিশেষ ভাবে নজর দিচ্ছি। এবারের বাজেটে ৯টি বিষয়ে জোর দেওয়া হচ্ছে। কৃষির উৎপাদনশীলতা, কর্মসংস্থান, পরিকাঠামো সহ ৯টি বিষয়ে নজর দেওয়া হচ্ছে। দরিদ্র, কৃষক, যুবসমাজ ও মহিলাদের উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে। কর্মসংস্থান বৃদ্ধি সরকারের প্রথন লক্ষ্য: নির্মলা।

Nirmala Sitharaman: গরিব কল্যাণ অন্ন যোজনা আরও ৫ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে: নির্মলা

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ৮০ কোটি মানুষ উপকৃত। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আরও ৫ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে: নির্মলা।

Union Budget 2024 Live Updates: আন্তর্জাতিক ডামাডোলের মধ্যেও ভারতের বৃদ্ধির হার স্থিতিশীল: নির্মলা

দেশবাসীর উন্নয়নের স্বার্থে আমরা সবরকম চেষ্টা করব। আন্তর্জাতিক ডামাডোলের মধ্যেও ভারতের বৃদ্ধির হার স্থিতিশীল: নির্মলা।

Nirmala Sitharaman: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারে আস্থা রেখেছেন সাধারণ মানুষ: সীতারামন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারে আস্থা রেখেছেন সাধারণ মানুষ। তাই তৃতীয় বার ঐতিহাসিক জয় এনে দিয়েছেন: নির্মলা সীতারামন।


 

Union Budget 2024 Live Updates: সংসদে বাজেট পেশ শুরু করলেন নির্মলা সীতারামন

মোদি সরকারের তৃতীয় বাজেট। সংসদে বাজেট পেশ শুরু করলেন নির্মলা সীতারামন।

Budget 2024 Live Updates: সংসদে পৌঁছল বাজেটের হার্ড কপি

আজ তৃতীয় মোদি সরকারের বাজেট। সংসদে পৌঁছল বাজেটের হার্ড কপি। 


 

Parliament Budget Live Updates: বাজেট অধিবেশনে সংসদের বাইরে বিক্ষোভ আম আদমি পার্টির

বাজেট অধিবেশনে সংসদের বাইরে বিক্ষোভ আম আদমি পার্টির। অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির দাবিতে অবস্থান সঞ্জয় সিংহ, রাঘব চাড্ডাদের।

Union Budget 2024 Live Updates: বাজেট পেশের আগে সংসদে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক

বাজেট পেশের আগে সংসদে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বে। 


 

Nirmala Sitharaman News Live Updates: রাষ্ট্রপতি ভবনে নির্মলা, দ্রৌপদী মিষ্টিমুখ করালেন তাঁকে

বাজেট পেশের আগে রাষ্ট্রপতি ভবনে নির্মলা সীতারামন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু করালেন মিষ্টিমুখ। 

Nirmala Sitharaman Live Updates: বাজেট পেশের আগে রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

আজ সংসদে বাজেট পেশ। রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ।


 

Union Budget Live Updates: বাড়বে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? মিলবে কর্মসংস্থানের দিশা? শুরু বাজেট অধিবেশন

শুরু বাজেট অধিবেশন, আজ তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট। মোরাজি দেশাইয়ের রেকর্ড ভেঙে টানা ৭ বার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী, গতকাল আর্থিক সমীক্ষা পেশ করে দাবি করেন অর্থমন্ত্রী। বাড়বে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? মিলবে কর্মসংস্থানের দিশা? কমবে জিনিসের দাম? স্বস্তি মিলবে মধ্যবিত্তের? কৃষককে স্বস্তি দিয়ে সহায়ক মূল্য বাড়াবে মোদি সরকার? কমবে সারের দাম? বাড়বে কিষাণ সম্মান নিধি প্রকল্পের বরাদ্দ? শরিকদের চাহিদা পূরণ করে বাজেট পেশ করতে পারবেন নির্মলা? বাজেট ঘিরে চড়ছে জল্পনার পারদ।


 

Budget 2024 Live Updates: মোরাজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন

আজ তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। মোরাজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী, গতকাল আর্থিক সমীক্ষা রিপোর্টকে হাতিয়ার করে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজ কী চমক থাকবে বাজেটে? বাড়বে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? মিলবে কর্মসংস্থানের দিশা? কমবে জিনিসের দাম? স্বস্তি মিলবে মধ্যবিত্তের? বাজেট ঘিরে চড়ছে জল্পনার পারদ।

Union Budget 2024 Live Updates: তৃতীয়বার মসনদে বসার পর আজ মোদি সরকারের প্রথম বাজেট

তৃতীয়বার মসনদে বসার পর আজ মোদি সরকারের প্রথম বাজেট। মিলবে আয়করে স্বস্তি? থাকবে কর্মসংস্থানের দিশা? কী পাবে মধ্যবিত্ত? সকাল ১১টায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Union Budget 2024 Live: গত বছরে ৮ শতাংশ হারে বৃদ্ধি হয়েছে দেশে, অন্যরা পিছিয়ে

গত ৩ বছরে টানা ৮ শতাংশ হারে বৃদ্ধি হয়েছে দেশে, অন্যরা পিছিয়ে। প্রধানমন্ত্রী মোদির মুখেই শোনা গেছে এই কথা। আগামী দিনে এই ধারা বজায় থাকবে বলে আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদি।  

Budget 2024 Live Updates: বিশ্বের বৃদ্ধির তুলনায় এগিয়ে ভারত, ইকোনমিক সার্ভে নিয়ে বললেন অর্থমন্ত্রী

বিশ্বের বৃদ্ধির তুলনায় এগিয়ে ভারত, ইকোনমিক সার্ভে নিয়ে সংসদের বাজেট অধিবেশনে বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী জানিয়েছেন. বিশ্বের অর্থনৈনিক বৃদ্ধির হার যেখানে ৩.২ শতাংশ সেখানে ভারতের বৃদ্ধি ৮ শতাংশের বেশি।

Union Budget 2024 Live: এবারের বাজেট অধিবেশনে ৬টি বিল পাস হওয়ার কথা

এবারের বাজেট অধিবেশনে ৬টি বিল পাস হওয়ার কথা । এদিন অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে সাংবাদিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রাবণের প্রথম সোমবারের কথা উল্লেখ দেশবাসীকে শুভকামনা জানান তিনি। তার সঙ্গেই তাঁর দাবি এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন। তিনি বলেন, 'আমি দেশবাসীকে যে গ্যারান্টি দিয়েছি, তার পূরণ করার পথে এগিয়ে চলেছি।

Budget 2024 Live Updates: এবারের বাজেট পেশ করার সঙ্গে সঙ্গেই নয়া রেকর্ড তৈরি করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

এবারের বাজেট পেশ করার সঙ্গে সঙ্গেই নয়া রেকর্ড তৈরি করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।  মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে টানা ৭ বার বাজেট পেশ করবেন নির্মলা।

Union Budget 2024 Live: বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদে পৌঁছলেন প্রধানমন্ত্রী

বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদে পৌঁছলেন প্রধানমন্ত্রী। সবার কাছে দেশবাসীর স্বপ্ন সফল করার জন্য আহ্বান জানালেন নরেন্দ্র মোদি। অমৃতকালের গুরুত্বপূর্ণ বাজেট বলে এই আসন্ন বাজেটকে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী।

Budget 2024 Live Updates: বাজেটের আগের দিনেই প্রায় ৩ শতাংশ পড়ল রিলায়েন্সের স্টক

বাজেটের আগের দিনেই প্রায় ৩ শতাংশ পড়ল রিলায়েন্সের স্টক। ত্রৈমাসিকের ফল প্রকাশের পরই এই বড় পতন। এখন ফার্স্ট সাপোর্টের কাছে স্টক।

Union Budget 2024 Live: আজ লোকসভায় দুপুর ১ টার দিকে অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন অর্থমন্ত্রী

আজ লোকসভায় দুপুর ১ টার দিকে অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর মধ্যে থাকবে দুটি ভাগ। প্রথমটায় চলতি অর্থবর্ষে নিয়ে সমীক্ষা করে কী জানা গেছে তা থাকবে। দ্বিতীয়টাই আগের আর্থিক লক্ষ্য়মাত্রা কতটা পূরণ করা গেছে তা বোঝা যাবে।

Budget 2024 Live Updates: আজ সংসদে ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন অর্থমন্ত্রী

আজ সংসদে ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন অর্থমন্ত্রী । এর মধ্য়েই পাওয়া যাবে পূর্ণাঙ্গ বাজেটের ইঙ্গিত। লোকসভায় দুপুর ১ টার দিকে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে। রাজ্যসভায় এই রিপোর্ট আনা হবে দুপুর ২টোয়।

Union Budget 2024 LIVE: আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন

আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। NEET-UG, অগ্নিবীর এবং কানওয়ার যাত্রা নিয়মে মোদি সরকারকে কোণঠাসা করবে ইন্ডিয়া ব্লক

Budget 2024 Live: কাল সংসদে পেশ অর্থনৈতিক সমীক্ষা, বাজেট মঙ্গলে

সামনেই কেন্দ্রীয় বাজেট। ২২ জুলাই, সোমবার সংসদে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে।

Union Budget 2024 Live: MSME-সেক্টরের জন্য কী আশা এবারের বাজেট থেকে?

কিনারা ক্যাপিটালের সিইও হার্দিকা শাহ জানিয়েছেন, MSME-সেক্টরের জন্য প্রোডাকশন-লিঙ্কড ইনসেন্টিভ স্কিম এবং পরিকাঠামোগত উন্নয়নের আশা করছেন এই বাজেট থেকে।

Budget 2024 Live: বাজেটে কর কাঠামো, জিএসটি কাঠামোর দিকে নজর দেশবাসীর

২৩ জুলাই বাজেট পেশ। কর কাঠামো, জিএসটি কাঠামোর দিকে নজর দেশবাসীর

Union Budget 2024 Live: আবাসনের দাম কি সাধ্য়ের মধ্যে আসবে? ব্যবস্থা নেওয়া হবে বাজেটে?

আবাসনের দাম ক্রমশ বাড়ছে। এই বাজেটে সাধ্যের মধ্যে আবাসন নিয়ে আসার কিছু থাকবে কী? প্রশ্ন সাধারণ নাগরিকের।

Budget 2024: এবারের বাজেটে সোনার উপর কর ও শুল্ক কমানো হবে?

এবারের বাজেটে সোনার উপর কর ও শুল্ক কমানো হবে? প্রশ্ন ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। সোনার দাম আকাশছোঁয়া, সামান্য দাম কমলেও ফিরবে ব্য়বসার হাল মনে করছেন বিক্রেতারা। স্বস্তি পাবেন ক্রেতারাও।

Budget 2024: এবারের বাজেটে সোনার উপর কর ও শুল্ক কমানো হবে?

এবারের বাজেটে সোনার উপর কর ও শুল্ক কমানো হবে? প্রশ্ন ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। সোনার দাম আকাশছোঁয়া, সামান্য দাম কমলেও ফিরবে ব্য়বসার হাল মনে করছেন বিক্রেতারা। স্বস্তি পাবেন ক্রেতারাও।

Union Budget 2024 Live: বাজেটে কি জিনিসের দাম কমানোর দিকে নজর?

মূল্যবৃদ্ধিতে নাজেহাল জনতা। বাজেটে কি জিনিসের দাম কমানোর দিকে নজর? আশায় বুক বাঁধছে দেশবাসী

Budget 2024 Live: এবার কেন্দ্রীয় বাজেটে কি আরও করছাড়ের সুবিধা?

মঙ্গলবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে কি করছাড় মিলবে?

Budget 2024 Live: এবার কেন্দ্রীয় বাজেটে কি আরও করছাড়ের সুবিধা?

মঙ্গলবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে কি করছাড় মিলবে?

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আসন কমলেও তৃতীয় বার কেন্দ্রে ফের নরেন্দ্র মোদির সরকার। জোট শরিকদের উপর ভর করে এবার সরকার গড়েছে তাঁর। ফলে একার সিদ্ধান্তে আর কিছু হওয়ার জো নেই। জোটসঙ্গীদের চাওয়া-পাওয়ার দিকেও নজর রাখতে হবে। তবে অর্থমন্ত্রক নিজেদের হাতেই রেখেছে মোদি সরকার। এবার সপ্তম বারের জন্য সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধি যে জায়গায় পৌঁছেছে, তাতে এবারের বাজেটে মধ্যবিত্তদের কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে বলে আশা করছেন বাজার বিশেষজ্ঞরা। (Budget 2024 Live Updates)


এখনও পর্যন্ত যে খবর মিলছে, সেই অনুযায়ী, ঋণের উপর সুদের হার কমানোর দাবি জোরাল হচ্ছে সব মহল থেকেই। তাই গৃহঋণের ক্ষেত্রে আয়কর আইনের ২৪(বি) ধারার আওতায় ৫ লক্ষ পর্যন্ট ঋণে সুদ মাফ করা হতে পারে, যা একদিন ছিল ২ লক্ষ। বিশেষজ্ঞদের মতে, সুদের হার বেশি হচ্ছে যেমন, তেমনই বাড়িঘরের দাম বৃদ্ধি পাচ্ছে তরতর করে। ছোট শহরগুলিতেও রক্ষা নেই। সেই আবহে মধ্যবিত্তকে গৃহঋণে কিছুটা সুরাহা দেওয়া হতে পারে। (Union Budget 2024 Live Updates)


বেতনভোগী সাধারণ নাগরিক এখনও পর্যন্ত নতুন করব্যবস্থাকে সেভাবে গ্রহণ করেননি। বিশেষ করে বেতন পান যাঁরা।  তাই ২৫ লক্ষের বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে কেনাকাটাও বাড়বে, সঙ্গে মানুষ সঞ্চয়ের দিকেও এগেবোন বলে ধারণা অর্থনৈতিক বিশেষজ্ঞদের।


গ্রামীণ ক্ষেত্রে বরাদ্দ বাড়াতে পারে কেন্দ্র। একে হিন্দুস্তান ইউনিলিভার্স, টিভিএস মোটর্স, হিরো মোটোকর্পের মতো সংস্থা লাভবান হতে পারে। তামাকজাত দ্রব্যের উপর ৫-৭ শতাংশ সুদ রাখলে সিগারেট উৎপাদনকারী সংস্থাগুলি লাভবান হবে।


গত পাঁচ বছরে বিদ্যুৎচালিত গাড়িতে ১১ হাজার ৫০০ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ করেছে কেন্দ্র। এই বরাদ্দই বহাল থাকবে বলে মনে করা হচ্ছে। এর ফলে মারুতি সুজুকির মতো সংস্থা হাইব্রিড মডেল তৈরি করে লাভবান হতে পারে।


মিউচুয়াল ফান্ডকে দীর্ঘমেয়াদী মূলধনী করের বাইরে রাখার দাবি উঠছে বেশ কিছুদিন ধরেই। সেই নিয়েও সিদ্ধান্ত জানাতে পারে সরকার। টেলিকম অপারেটররা নতুন কর ব্যবস্থা চাইছেন। বিশেষ করে টেলিকম সরঞ্জামের দামের উপর শুল্কে ছাড়া চাইছেন তাঁরা। সেই নিয়ে সরকার কী অবস্থান নেয়, জানতে মুখিয়ে সকলে। 


স্বাস্থ্য পরিষেবাকে প্রায়োরিটি সেক্টর ঘোষণার দাবিও উঠছে। স্বাস্থ্য পরিকাঠামো এবং পরিষেবার ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির সহযোগিতাও এক্ষেত্রে সরকার পেতে পারে বলে আশা তাঁদের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.