Railway Budget: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করতে চলেছেন আর কয়েক দিন পরেই। আগামী ১ ফেব্রুয়ারি হবে বাজেট পেশ। পুরো দেশের নজর এখন এই বাজেটের উপর রয়েছে। আর এই কেন্দ্রীয় বাজেটে রেলওয়েকে (Budget Expectations 2025) ঘিরে বহু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে। মনে করা হচ্ছে, রেলের বাজেটে বরাদ্দ ১৫-২০ শতাংশ বৃদ্ধি করা হতে পারে। এই চলতি অর্থবর্ষে সমস্ত বরাদ্দ টাকা (Railway Budget 2025) ব্যবহারের জন্য জোরকদমে কাজ চলছে রেলওয়েতে। আগের বছর বাজেটে ভারতে রেলের জন্য বরাদ্দ হয়েছিল ২.৬৫ লক্ষ কোটি টাকা। এই বছর সেই বরাদ্দ বাড়তে পারে ৩ লক্ষ কোটির সীমায়।


রেলের বাজেট বাড়লে এই কাজগুলি সম্পন্ন হবে


সংবাদসূত্র অনুসারে জানা গিয়েছে এই বছর দেশের সমস্ত রেল স্টেশনগুলিকে উন্নত করার কাজ এগোনো হবে। আরো আধুনিক কিছু ট্রেন চালু করা হবে দেশে। আরও কিছু নতুন রেলপথ বসানোর কাজও হবে দেশে যাতে ট্রাফিক অনেক কম হয়ে যায়। এই বিষয়েও আলোচনা হবে বাজেট পেশ হওয়ার পরে। আশা করা হচ্ছে রেলের বাজেটে বর্ধিত বরাদ্দ মূলত ব্যবহৃত হবে পরিকাঠামো উন্নয়ন, লোকোমোটিভ কোচ এবং ওয়াগন ইত্যাদি গুরুত্বপূর্ণ জিনিস কেনা হবে রেলের জন্য।


বুলেট ট্রেনের বিষয়ে আরও অগ্রগতি আসবে


এবারের বাজেটে রেলের বরাদ্দ বাড়লে সেক্ষেত্রে বুলেট ট্রেনের (Railway Budget 2025) প্রকল্পে আরও উন্নয়নের চেষ্টা করা হবে। এর অপর নাম মুম্বই আমেদাবাদ হাই স্পিড রেল করিডর। সংবাদসূত্র অনুসারে এই বছর রেলের বাজেট ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। গত বছর বরাদ্দ করা ২.৬৫ লক্ষ টাকার ৮০ শতাংশ ব্যবহার করেছে রেলওয়ে। আগামী বছরের মধ্যে এই বরাদ্দ টাকা ব্যবহার করে ফেলতে পারে রেল।  


২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সেখানে আয়কর থেকে মধ্যবিত্তদের রেহাই দেওয়ার চিন্তাভাবনা চলছে বলে খবর। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, মুদ্রাস্ফীতি যে হারে বেড়ে চলেছে, তাতে অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়েছে। ক্রয়ক্ষমতা কমছে মধ্যবিত্ত শ্রেণির। দেশের অর্থনীতিতে গতি আনতেই মধ্যবিত্তের ভার লাঘব করা নিয়ে আলোচনা চলছে।


আরও পড়ুন: Infosys: ১৮৫০ কোটি টাকার সম্পদ নিমেষে উধাও, ইনফোসিসের শেয়ারের দাম পড়তেই বিপুল ক্ষতি নারায়ণ মূর্তির