Union Budget 2023: মাঝে আর কিছুক্ষণের অপেক্ষা। সকাল ১১ টায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কোভিড মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ব্যাপক প্রভাব ফেলেছে ভারতের অর্থনীতিতে। আজ বাজেট পেশের আগে বিশ্বব্যাপী মন্দা, প্রযুক্তি়ক্ষেত্রে ছাঁটাই ছাড়াও এই বিষয়গুলি মাথায় থাকবে নির্মলার। মোদি সরকারের নবম বাজেট (Budget 2023 India) পেশের আগে দেশের অর্থনীতিকে গতি দিতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই বিষয়গুলি।
Budget 2023: উচ্চ বেকারত্বের হার
সিএমআইই-এর মতে ভারতে বেকারত্বের হার ২০২২ সালের জানুয়ারিতে ৬.৫৬ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালের ডিসেম্বরে ৮.৩ শতাংশে চলে এসেছে । পরিসংখ্যান বলছে, বর্তমানে দেশের শহুরে বেকারত্বের হার গ্রামীণ বেকারত্বের তুলনায় ২.৫ শতাংশের বেশি হয়েছে। সম্প্রতি সি-ভোটার সমীক্ষা অনুসারে বেকারত্বকে মোদি সরকারের দ্বিতীয় বৃহত্তম ব্যর্থতা হিসাবে চিহ্নিত করা হয়েছে।
সেই কারণে ভারতের অনেক রাজ্যে বেকারত্ব ভাতা দেওয়া হচ্ছে। সরকার যে কারণে ১০ লক্ষ সরকারি চাকরি পূরণের ঘোষণা করেছে। এই বেকারত্বের হিসেবে নতুন করে চিন্তা বাড়িয়েছে প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই। সেই কারণে শহরে বেকারদের কথা মাথায় রেখে NREGA প্রোগ্রাম বিবেচনা করতে পারে সরকার।
Budget 2023 India: মুদ্রাস্ফীতি বড় চ্যালেঞ্জ
ভারতে মুদ্রাস্ফীতি কোভিডের সময় থেকেই বাড়তে থাকে। গত বছর দেশের খুচরো মূল্যবৃদ্ধির হার ৬.৭ শতাংশে এসে দাঁড়িয়েছে। ২০২১ সালে যা ৫.১ শতাংশে ছিল। রিজার্ভ ব্যাঙ্কের সংখ্যাতত্ত্ব বলছে, আগের বছরে ১২ মাসের মধ্য়ে ১০ মাসই ৬ শতাংশের বেশি ছিল মূল্যবৃদ্ধির হার৷ সি-ভোটার সমীক্ষায় মূল্যবৃদ্ধি মোদি সরকারের বড় ব্যর্থতা হিসাবে বিবেচিত হয়েছে। যেখানে সবথেকে বেশি চিন্তা বাড়িয়েছে, পেট্রোল/ডিজেল ও রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। আবগারি শুল্ক বৃদ্ধির ফলে এই পণ্য়গুলির দাম ১০০ টাকা/লিটার ও ১০০০ টাকা প্রতি সিলিন্ডারেরে চলে গিয়েছে।
সামনেই ৯টি রাজ্যে নির্বাচন। পরের বছর সাধারণ নির্বাচনের কথাও মাথায় রয়েছে মোদি সরকারের। সেখানে উচ্চ মূল্যবৃদ্ধি ও দরিদ্র শ্রেণির ভোট চিন্তায় রাখবে মোদি-শাহ ব্রিগেড।
Indian Budget 2023: ক্রেতাদের খরচের ক্ষমতা
কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় তরঙ্গের পর অনেকটাই কমেছে দেশবাসীর ক্রয়ক্ষমতা। সেই ক্ষেত্রে দেশের সার্বিক বৃদ্ধি বা জিডিপি বাড়াতে কর্মসংস্থান, মূল্য স্তর ও পরিবারের আয়ের দিকে নজর দিতে হবে অর্থমন্ত্রীকে। এখনও যা নেতিবাচক স্তরেই রয়ে গিয়েছে। ২০২৩ অর্থবর্ষে ক্রেতাদের খরচ বাড়ানোটাই বড় চ্যালেঞ্জ হতে পারে অর্থমন্ত্রীর।
Budget 2023: বিশ্বের অর্থনৈতিক মন্দার প্রভাব থেকে সুরক্ষা
IMF-এর মতে, ২০২২-এ বিশ্বের আর্থিক বৃদ্ধি ৩.৬ শতাংশ থেকে ২০২৩ সালে ২.৭ শতাংশে নেমে আসতে পারে। ভারত এই মুহূর্তে বিশ্ব অর্থনীতিতে ভাল জায়গায় থাকলেও দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। সেই কারণে ভারতের জিডিপি ২০২৩ সালে ৫.৮ শতাংশে নেমে আসবে বলে ধারণা IMF-এর। বিশ্ববাজারের এই প্রভাব থেকেই ভারতে রক্ষা করা অর্থমন্ত্রীর কাছে বড় চ্যালেঞ্জ।
Union Budget 2023: দেশের নির্বাচন চিন্তায় রাখবে সরকারকে
আগামী দিনে ৯রাজ্য ছাড়াও দেশে সাধারণ নির্বাচন। সেই কথা মাথায় রেখে জনসাধারণের জন্য কর ছাড়ের কথা ভাবতে পারে সরকার। তবে শিল্পপতিদের জন্য আয়কর ছাড়ে এবার নাও যেতে পারে মোদি সরকার। সেই ক্ষেত্রে কিষাণ নিধির টাকা বছরে ৬,০০০ থেকে বাড়িয়ে ৮০০০ টাকা করতে পারে সরকার। এতে এই যোজনার বাজেট ২৫,০০০ কোটি টাকা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এই কাজ করলে অনেক রাজ্য়স্ব ঘাটতি হতে পারে ভাণ্ডারে। যা অন্য় কোনও ট্যাক্স দিয়ে পূর্ণ করতে হবে অর্থমন্ত্রীকে।
Budget 2023: স্বাস্থ্যবিমা খাতে ছাড়? গৃহঋণে বাড়বে করছাড়? বাজেট ঘিরে প্রত্যাশা কী কী?