BJP Nationwide Campaign On Budget 2023 : মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব - ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে মিলবে সুরাহা? চাকুরিজীবীদের স্বস্তি দিয়ে বাড়ানো হবে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? কৃষক সমস্যার সমাধান কতটা হবে? করোনা পরবর্তী পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে দাওয়াই মিলবে এবারের বাজেটে? সেদিকেই নজর দেশবাসীর। এই পরিস্থিতিতে বাজেটের তথ্য জনগণের কাছে পৌঁছানোর জন্য বিজেপি একটি নতুন কৌশল তৈরি করেছে।


৯ সদস্যের কমিটি


বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা,  বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ সুশীল কুমার মোদির নেতৃত্বে 'কেন্দ্রীয় বাজেটের উপর আলোচনা'র জন্য ১ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।


এই কমিটিতে দলের জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, কিষাণ মোর্চার সভাপতি রাজকুমার চাহার, বিজেপি যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য সহ বহু হেভিওয়েটকে সদস্য করা হয়েছে। সুশীল মোদির একটি বিবৃতি অনুসারে, এই কমিটি দিল্লিতে দলের সদর দফতরে প্রথম বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, ৪ থেকে ৫ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীরা, দলের সর্বভারতীয় পদাধিকারীরা সমস্ত রাজ্যের রাজধানী সহ ৫০ টি গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করবেন। দেশের অর্থনীতি বিশেষজ্ঞরা 'বাজেট নিয়ে সম্মেলন' ও সংবাদ সম্মেলনের আয়োজন করবেন।


বাজেট নিয়ে বিজেপির কৌশল


প্রতিটি রাজ্যে এই কর্মসূচির জন্য ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি, বিরোধী দলের নেতারা ২ ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলন করবেন। সমস্ত জেলায় সম্মেলন আয়োজন করা হবে এবং বাজেটের মূল বিষয়গুলি ব্লক স্তর পর্যন্ত জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় বাজেটের কর্মসূচিগুলি চূড়ান্ত করতে এবং বিজেপির প্রচারণার নীল-নকশা নির্ধারণের জন্য, বিজেপি সদর দফতরে এর জন্য গঠিত টাস্ক ফোর্সের একটি বৈঠকও হয়। 



মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট


২০২৪-এ লোকসভা ভোট। আগামী বছর তার আগে ভোট অন অ্য়াকাউন্ট পেশ হবে। অর্থাৎ লোকসভা ভোটের আগে এটাই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। যা নিয়ে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তর প্রত্যাশার পারদ ক্রমেই চড়ছে। এর আগেও, বিজেপি কেন্দ্রীয় বাজেটে মোদি সরকারের ঘোষিত বিভিন্ন সংস্কার এবং উদ্যোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে দেশব্যাপী গণসচেতনতা অনুশীলনের আয়োজন করেছে।

বুধবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী


কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবার (১ ফেব্রুয়ারি) সংসদে ২০২২ - ২৩ আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় বাজেট 2023 পেশ করবেন। বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।