নয়া দিল্লি : হাতে আর কিছুক্ষণ । পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মনা সীতরামন। তার আগে ভারতীয় অর্থনীতিতে বড় খবর। মূল্য বাড়ল ভারতীয় রুপির। ১২ পয়সা বেড়ে আমেরিকান ডলারের নিরিখে ভারতীয় রুপির মূল্য এখন ৮১ টাকা ৭৬ পয়সা হল। বাজার খুলতেই সামনে এল এই খুশির খবর।


ইন্টারব্যাঙ্ক এক্সচঞ্জ অনুযায়ী, ডলারের নিরিখে আজ অভ্যন্তরীণ ইউনিট খোলে ৮১ টাকা ৭৬ পয়সায়। অর্থাৎ আগের তুলনায় ১২ পয়সা মূল্য বৃদ্ধি। 


মঙ্গলবার রুপির প্রায় ৩৬ পয়সা পতন হয়। যা আমেরিকান ডলারের নিরিখে গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এই পরিস্থিতিতে আইএফএ-র গ্লোবাল রিসার্চের তরফে গবেষণামূলক এক নোটে বলা হয়েছে, আজ আমাদের কেন্দ্রীয় বাজেট। যার মাধ্যমে স্টক মার্কেট ও বন্ড মার্কেট চাঙা হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।  


গত বছর দীপাবলির আগে টাকার দামে রেকর্ড পতন (Indian Rupee Falls) দেখা যায়। ওইদিন বাজার খোলার সময়ই টাকার দাম ৮২.৩০৬২-এ গিয়ে ঠেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও নেমে হয় ৮২.৮৯৩৮। বাজার বন্ধের আগে তারও নেমে ৮২.৯৪৫০-এ এসে ঠেকে। শেষমেশ ৮৩.০২-তে গিয়ে বাজার বন্ধ হয়। মঙ্গলবারের তুলনায় আরও ৬৬ পয়সা পতন চোখে পড়ে টাকার দামে। কারণ তার আগের দিন বাজার বন্ধের সময় টাকার দর ছিল ৮২.৩৬।


সেই সময় টাকার দামে লাগাতার পতনে প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, টাকার দামে পতনকে এ ভাবে দেখা উচিত নয়। ডলার শক্তিশালী হচ্ছে বলে যুক্তি দেন তিনি। তা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে সরকার।


এদিকে ২০২৪-র আগে আজ দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ। রাষ্ট্রপতিভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুকে বাজেট দেখান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাষ্ট্রপতির সবুজ সঙ্কেতের পর মন্ত্রিসভার বৈঠকে বাজেটের আনুষ্ঠানিক অনুমোদন মেলে। এই পরিস্থিতিতে বাজেট পেশের আগেই তেজি শেয়ার বাজার। এক লাফে চড়েছে সেনসেক্স, বাড়ল নিফটিও। স্বস্তি দিয়ে জিএসটি আদায় প্রায় ১ লক্ষ ৫৬ হাজার কোটি টাকা হয়েছে। ভোটের দিকে তাকিয়ে পাখির চোখ বাজেটে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০টি শহরে বাজেটের সুফল পৌঁছতে প্রচারে বিজেপি। এই মর্মে কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রীদের নিয়ে সমিতি গঠন।