নয়াদিল্লি : প্রত্যেকবার বাজেট বক্তৃতায় সকলের নজর থাকে কোন কোন জিনিসের দাম কমছে আর কোন কোন জিনিসের দাম বাড়ছে তার উপর। সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। ডাল-ভাল-আলুসেদ্ধ জোগানোও কঠিন হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে। মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না আয়, অভিযোগ সাধারণ মানুষের একটা বড় অংশের । ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলে এই বিষয়টির প্রভাব অনেকটাই, মনে করেছেন বিশেষজ্ঞদের একাংশ। এবার শরিক নির্ভর মোদি সরকারের প্রথম বাজেট কিছুটা জনমোহিনী হবে বলে মনে করেছিলেন অনেকেই। সেই অনুযায়ী কোন কোন জিনিসের দাম কমল তার দিকে নজর রেখেছিলেন সাধারণ মানুষ। 



  • অর্থমন্ত্রী ঘোষণা করেন, ক্যান্সারের ওষুধ এবং মোবাইল ফোনে বড় পরিমাণ শুল্ক হ্রাস করা হয়েছে। এর ফলে সামান্য স্বস্তি মিলবে । দাম কমতে পারে কর্কট রোগের তিনটি ওষুধের। Trastuzumab deruxtecan, Osimertinib এবং Durvalumab এর।

  • এছাড়া আমদানি করা সোনা, রুপো , চামড়াজাত পণ্য এবং সামুদ্রিক খাবারও সস্তায় পাওয়া যাবে। এখনও সাধারণ মানুষ একটু টাকা জমাতে পারলেই সোনা কিনে ঘরে তোলেন। এবারের বাজেটে  সোনা, রুপো, প্ল্যাটিনামে কমল আমদানি শুল্ক (customs duties on gold and silver has been reduced to 6% and that on platinum to 6.4%. ) । স্বর্ণ ও রৌপ্যের আমদানি শুল্ক ৬% কমানো হল।

  • এছাড়া সস্তা হতে পারে সোলার প্যানেল, চামড়াজাত দ্রব্য, বিদ্যুতের তার।

  • সস্তা হবে লিথিয়াম ব্যাটারি, এক্সরে মেশিন।

  • সোনা , রুপোর পাশাপাশি তামার আমদানি শুল্ক ৪% কমানোর ঘোষণা করা হল । তাই তামার দামও কমছে। 

  • মোট  ২৫টি গুরুত্বপূর্ণ ধাতুর উপর থেকে কর পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে।

  • প্ল্যাটিনামের উপর থেকে ৬.৪ শতাংশ শুল্ক হ্রাস করা হচ্ছে। প্ল্যাটিনামের দামও কমবে।


অন্যদিকে, আমদানি শুল্ক বাড়ল পিভিসি এবং প্লাস্টিকজাত দ্রব্যে। 


এক নজরে  কী কী জিনিসের দাম কমল, কী কী বাড়ল ?



সস্তা হতে চলেছে -


ক্যান্সারের ওষুধ, মোবাইল ফোন, সৌর প্যানেল, চামড়াজাত পণ্য ও গয়না  (সোনা, রূপা, হীরা, প্ল্যাটিনাম)। এছাড়াও ইস্পাত এবং লোহার জিনিসের দাম কমবে।  ইলেকট্রনিক্স দ্রব্যের দাম কমবে। প্রমোদতরীতে ভ্রমণ আগের থেকে সুবিধে জনক হবে। সামুদ্রিক খাবার সস্তা হতে পারে। কমতে পারে পাদুকা


ব্যয়বহুল হবে-


টেলিযোগাযোগ সংক্রান্ত যন্ত্রপাতি, প্লাস্টিকজাত দ্রব্য ও  পিভিসি প্লাস্টিক।  অ্যামোনিয়াম নাইট্রেটের উপর কর বৃদ্ধি করেছে কেন্দ্র।তার জেরে এর দামও বাড়বে। 


আরও পড়ুন :


আয়কর কাঠামোয় বিরাট পরিবর্তন, বাড়ানো হল স্ট্যান্ডার্ড ডিডাকশন, কাদের কত আয়কর দিতে হবে ?