নয়াদিল্লি : আয়কর ( Income Tax ) নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হল ৭৫ হাজার টাকা। এছাড়া এমন কিছু পরিবর্তন করা হল যাতে, নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ করতে পারবেন করদাতারা।
নতুন আয়কর কাঠামোয় কর জমা দিলে , ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫% আয়কর দিতে হবে। ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০% আয়কর দিতে হবে। ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫% আয় দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০% আয়কর দিতে হবে। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। পুরনো ট্যাক্স কাঠামোয় আলাদ করে কোনও পরিবর্তনও করা হল না, সুরাহা করা হল না।
সেইসঙ্গে ঘোষণা, 'সময়ে TDS না দিলে অপরাধ নয়'। এছাড়া ক্যাপিট্যাল গেনে ছাড় ১ লক্ষ থেকে বাড়িয়ে করা হল ২.২৫ লক্ষ। বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস দিলেন সীতারমণ। দেরিতে আয়কর জমা দিলে তুলনায় কম জরিমানা। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী জানালেন, ৫৮ শতাংশ করদাতা নতুন কর কাঠামোয় কর জমা করেছেন। এবার ইনকাম ট্যাক্স ল আরও সহজ করার কথা ভাবছে মোদি সরকার, জানালেন অর্থমন্ত্রী। ট্যাক্সের নিয়মকানুনও সহজ হবে। সরলীকরণ করা হবে টিডিএসের নিয়মও , জানালেন নির্মলা।
২০১৯ সালে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হলেও আয়কর কাঠামোয় কোনও বদল হয়নি দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেটে। নির্মলা সীতারামন সেবার বাজেট পেশের পর বলেন, ভোটের বছর বলেই আয়কর নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত পুরনো কর কাঠামো বহাল রাখা হয়। সেই সঙ্গে পরবর্তী বাজেট পর্যন্ত তার সময়সীমা বৃদ্ধি করা হয়। সেই মোতাবেক এই বাজেট অবধি আগের করকাঠামোই বরাদ্দ ছিল। আগের কর কাঠামো অনুসারে ২ লক্ষ ৫০ হাজার টাকা আয়ের উপর থেকে সর্বনিম্ন হারে আয়কর লাগু করা হয়।
দেশে দু ধরনের আয়কর কাঠামো চালু আছে। একটি পুরনো, আরেকটি নতুন। নতুন কর কাঠামো মোতাবেক যাঁরা ট্যাক্স জমা করেন, তাঁদের এক নিয়ম। কিন্তু তেমন কোনও কর ছাড় পাওয়া যায় না। পুরনো কাঠামোয় অপেক্ষাকৃত করের হার বেশি হলেও এতে নানা ছাড় আছে।