কলকাতা: ছোট ব্য়বসায়ী এবং উদ্যোগপতিদের জন্য বাজেটে দরাজ কেন্দ্রীয় সরকার। মোদি সরকারের অন্যতম প্রকল্প মুদ্রা যোজনা- সেখানেই এবার বরাদ্দের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার।  


প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে রয়েছে এই মুদ্রা লোন (Mudra Loan)। এই বছর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmal Sitharaman) ঘোষণা করেছেন যে MUDRA Loan-এর সীমা ২০ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হল, যা এতদিন ১০ লক্ষ টাকা ছিল। তবে যাঁরা TARUN ক্যাটেগরির অধীনে ঋণ নিয়েছেন এবং ঠিকমতো ঋণ ফেরত দিয়েছেন তাঁদের জন্য এই সুবিধা থাকবে।   


ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বিশেষ ভাবনা কেন্দ্রের:
এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, এমএসএমই-র (MSME) জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম থাকছে। ১০০ কোটি টাকা মূল্যের সেলফ ফাইনান্সিং গ্যারান্টি ফান্ড এর জন্য তৈরি হচ্ছে। এগুলির ঋণ দেওয়ার ক্ষেত্রে কাজ করবে সরকারি ব্যাঙ্ক। সরকারি ব্যাঙ্ক এমএসএমই-র মূল্যায়ন করে ঋণ দেবে। আগের ঋণ শোধ করলে তাদের আরও বেশি ঋণ পাওয়ার অধিকার থাকবে।


এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, 'সরকারের গ্যারান্টিতে ২০ লক্ষ টাকা মুদ্রা লোন দেওয়া হবে। ১০ লক্ষ টাকা থেকে মুদ্রা লোন বেড়ে হচ্ছে ২০ লক্ষ টাকা।'


এই যোজনার মূলত অ-কর্পোরেট এবং অ-কৃষি ক্ষেত্রে ক্ষুদ্র ও মাধারি শিল্পের সুবিধার জন্য ঋণ দেওয়া হয়। এই ক্ষেত্রের সুবিধার জন্য বিশেষ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। MSME-এর জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমের কথা বলা হয়েছে। এই শিল্পক্ষেত্রে জন্য যন্ত্র কিনতে এবং উন্নত পরিকাঠামো ব্যবহার করার জন্য় টার্ম লোনের সুবিধাও থাকছে।


এছাড়া, এমএসএমই-দের (MSME) জন্য এক্সপোর্ট হাব তৈরি করা হবে। এ দিন অর্থমন্ত্রী জানান, MSME-র জন্য একছাদের নীচে উৎপাদন থেকে রফতানির ব্যবস্থা থাকবে। কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি হবে। 


ইন্টার্নশিপের সুবিধার জন্য়ও কাজ হবে বলে আশ্বাস:
এ দিন অর্থমন্ত্রী বলেন, 'একেবারে ওপরের সারির কোম্পানিতে যাতে ইন্টার্নশিপ হয় তারজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। একবছর ধরে হাতে -কলমে কাজ শেখার সুযোগ থাকবে, ৫ হাজার টাকা অ্যালাওয়েন্স দেওয়া হবে। কোম্পানিরা তাদের সিএসআর-এর টাকা থেকে প্রশিক্ষণের খরচ বহন করবে।'


এছাড়া,  সারা দেশে ১২টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে। শ্রমিকদের জন্য  ভাড়াবাড়ি এবং  ডর্মেটরিতে থাকার ব্যবস্থা তৈরি করা হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: শিক্ষায় বাড়ল বরাদ্দ! ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ, প্রশিক্ষণের জন্য বিশেষ যোজনা