Nirmala Sitharaman:  কোন পথে হাঁটবে ভারতের অর্থনীতি (Indian Economy), আর্থিক সমীক্ষা রিপোর্ট (Economic Survey 2024) পেশ করে দিক নির্দেশ করলেন অর্থমন্ত্রী। সোমবার নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) সংসদে অর্থনৈতিক সমীক্ষা 2023-24 পেশ করেছেন। আগামীকাল মঙ্গলবার লোকসভায় পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট (Budget  2024-25)। আজ তারই মঞ্চ তৈরি করেছেন অর্থমন্ত্রী।


সাম্প্রতিক অর্থনৈতিক সমীক্ষা ভারতের বৃদ্ধি ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উপর ইতিবাচক রয়েছে সরকার। এটি FY25-এর জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার 6.5-7 শতাংশ এবং দেশের মুদ্রাস্ফীতি 4.5 শতাংশের কম হবে বলে অনুমান করেছে। এখানে অর্থনৈতিক সমীক্ষা 2023-24 এর মূল্ বিষয়গুলি দেওয়া হল।


ভারতের জিডিপি বৃদ্ধি
চলতি অর্থবর্ষে অর্থনৈতিক সমীক্ষায় দেশের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার 6.5 শতাংশ-7 শতাংশের প্রজেক্ট করা হয়েছে। ডমেস্টিক বৃদ্ধির নিয়ন্ত্রকরা অনিশ্চিত বৈশ্বিক অর্থনৈতিক কর্মক্ষমতা সত্ত্বেও FY24-এ অর্থনৈতিক বৃদ্ধিকে সমর্থন করেছে। উন্নত ব্যালেন্স শিট বেসরকারি খাতকে শক্তিশালী বিনিয়োগের চাহিদা মেটাতে সাহায্য করবে।


ভারতের আবহাওয়া অধিদপ্তরের স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সন্তোষজনক বিস্তারের ফলে কৃষিক্ষেত্রের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কর্মক্ষমতা এবং গ্রামীণ চাহিদা সাপোর্ট দিচ্ছে দেশের অর্থনীতিকে। GST এবং IBC-এর মতো কাঠামোগত সংস্কারগুলিও পরিপক্ক হয়েছে। সমীক্ষা অনুসারে এই পরিকল্পিত ফল অর্থবর্ষে দেখা যাবে।


ভারতের মুদ্রাস্ফীতির কী অবস্থা 
সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা 2023-24 অনুসারে, বিশ্বব্যাপী সমস্যা, সরবরাহ বিঘ্নিত হওয়া স্স্ত্বেও দেশ ইতিবাচক গতি দেখিয়েছে। মুদ্রাস্ফীতির চাপ প্রশাসনিক এবং আর্থিক নীতির প্রতিক্রিয়া দ্বারা নিপুণভাবে পরিচালিত হয়েছে দেশের অর্থনীতি। ফলস্বরূপ, FY23-তে গড় 6.7 শতাংশের পর খুচরো মুদ্রাস্ফীতি FY24-এ 5.4 শতাংশে নেমে এসেছে।আরবিআই প্রজেক্ট করা মুদ্রাস্ফীতি বলছে FY25-এ 4.5 শতাংশ এবং FY26-এ 4.1 শতাংশে নেমে আসবে। এই রিপোর্ট যা তুলে ধরেছেন অর্থমন্ত্রী। 


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন : Jio 349 Plan: জিও-র ৩৪৯ টাকার প্ল্যানে জুড়ল নতুন সুবিধা, এবার কী পাবেন ইউজাররা?