কলকাতা: আশা ছিল অনেক। কিন্তু শেষ পর্যন্ত খালি হাতেই ফিরল বাংলা (West Bengal Budget)। এবারের কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য আলাদা করে কিছুই মিলল না। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বললেন পূর্ব ভারতের দিকে নজর দেওয়া হবে। সেই সূত্রেই একবার বললেন, '...এক্ষেত্রে বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বিকাশের দিকে নজর রাখব।' কিন্তু তাঁর আলোচনায় সম্ভবত আর এল না বাংলার নাম।
বিহার পেল। অন্ধ্রপ্রদেশ ঢালাও পেল। ঝুলি ভরল অসমেরও। কিন্তু বাংলা পেল না। বন্যায় মারাত্মক সমস্যা পড়ে বাংলা, বিহার এবং অসম। এবারের বাজেটে বিহার ও অসমের বন্যার অসুবিধার কথা উঠে এলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মুখে। তার জন্য ঢালাও বরাদ্দ করলেন তিনি। তিনি বলেন, 'বিহারে সেচ এবং বন্যার জন্য মানুষ অসুবিধায় পড়ে। এরজন্য ১১হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। কোশী নদীর বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ প্রকল্প তৈরি করা হল।' অসমের বন্যা নিয়েও বাজেট পেশের সময় কথা বললেন তিনি। ঘোষণা করলেন, 'অসমের বন্যা নিয়ন্ত্রণেও সাহায্য করা হবে।' কিন্তু বাংলায় উত্তরবঙ্গ বা ঘাটাল নিয়ে কোনও প্রকল্প বরাদ্দ পাওয়া গেল না এবারের বাজেটে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: শিক্ষায় বাড়ল বরাদ্দ! ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ, প্রশিক্ষণের জন্য বিশেষ যোজনা