নয়াদিল্লি: সপ্তাহান্তেই ২০২০-২১ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একাধিক কেন্দ্রীয় উদ্যোগ ও পরিকল্পনা ও সিদ্ধান্তের ঘোষণা হবে সেদিন। কেন্দ্রীয় বাজেটের অন্যতম সেরা আকর্ষণ হল কর-কাঠামো, যার দিকে তাকিয়ে থাকে দেশের তামাম আম-আদমি। আপামর মধ্যবিত্তের আগ্রহ একটাই-- কর ছাড়ের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত থাকল না বাড়ল? সরকার কি সাধারণ করদাতাদের কিছুটা বাড়তি সুরাহা দিতে পারবে কি না, তার উত্তর মিলবে শনিবারই।
কিন্তু, মধ্যবিত্তদের অধিকাংশই চাইছেন, বর্তমান মুদ্রাস্ফীতি ও খরচ বৃদ্ধিকে মাথায় রেখে করছাড়ের ঊর্ধ্বসীমাকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হোক। সম্প্রতি, এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে  সমীক্ষা চালায় 'লোকাল সার্কল্স' নামে একটি বেসরকারি সংস্থা। সেখানে উঠে আসে নানা চমকপ্রদ তথ্য।
বর্তমানে, ৬০ বছরের নীচে বয়স্কদের বার্ষিক ২.৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ কর-ছাড়। নাগরিকদের দাবি, সরকারের উচিৎ এই ঊর্ধ্বসীমাকে বাড়ানো হোক। ৬৯ শতাংশ মানুষ দাবি করেছেন, করছাড়ের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা করা। ১৮ শতাংশ মনে করেন ৩ লক্ষ টাকা করা হোক। অন্যদিকে, ৪ শতাংশ মানুষ মনে করেন একে কমিয়ে ২ লক্ষ করা উচিত। সমীক্ষা অনুযায়ী, নাগরিকরা করছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রের থেকে আসন্ন বাজেটে খরচের জন্য ইনসেনটিভের দাবিও করেছেন। দেশে মোট ৮০ হাজার মানুষকে নিয়ে চলেছে এই সমীক্ষা।
সমীক্ষা অনুযায়ী, ৫৩ শতাংশ মনে করেন বেতনভোগী করদাতাদের স্ট্যান্ডার্ড ডিডাকশনের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৭৫ হাজার করা উচিত। ৯  শতাংশ মনে করেন এই স্ল্যাব বর্তমান ৫০ হাজারেই রাখা উচিত। অন্য ৯ শতাংশ মানুষ মনে করেন তা বাড়িয়ে ৬০ হাজার করা উচিত।  আবার ১৮ শতাংশ মনে করেন, এই স্ট্যান্ডার্ড ডিডাকশন প্রথাকে তুলে দেওয়া উচিত সরকারের। তার বদলে রসিদ-ভিত্তিক ছাড়ের ব্যবস্থা করা উচিত।
জনগণের সামনে প্রশ্ন করা হয়, কোন ক্ষেত্রের বরাদ্দ বৃদ্ধি পাওয়া উচিত বলে মনে করেন তাঁরা? উত্তরে ৩০ শতাংশ মানুষ জানিয়েছেন, পরিবেশের জন্য সর্বাধিক বরাদ্দ হওয়া উচিত। ২৬ শতাংশের মতে পরিকাঠামো, ১৬ শতাংশের মতে কৃষি, ৮ শতাংশের মতে গ্রামীণ উন্নয়ন, ৬ শতাংশ মনে করেন দক্ষতা বৃদ্ধি এবং ১১ শতাংশ মনে করেন বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া উচিত মহিলা ও শিশু সুরক্ষা ক্ষেত্রের।
বিশেষজ্ঞদের মতে, গ্রাহকরা খরচ বাড়ালে দেশের অর্থনীতিতে ফের স্রোত আসবে। এই প্রসঙ্গেই, সমীক্ষায় ২৮ জনগণ জানিয়েছেন, কর-ছাড়ের হারে বৃদ্ধি বড় পদক্ষেপ হতে পারে। আবার ২৯ শতাংশ মানুষ মনে করেন এর পাশাপাশি খরচ করলে ইনসেন্টিভ-- এমন প্রকল্প চালু করা উচিত কেন্দ্রের। তাঁদের মতে, যত খরচ তত সাশ্রয় -- এমন কিছু করা উচিত সরকারের। তবেই গ্রাহকরা খরচ করতে উৎসাহিত হবেন।
১৩ শতাংশ মানুষ মনে করেন, পর্যটন-ক্ষেত্রে বছরে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করা উচিত কেন্দ্রের। ১০ শতাংশ মানুষ মনে করেন স্কুল ও পেশাদার শিক্ষাক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া উচিত।  ১ শতাংশ মনে করেন গাড়ি কেনার ক্ষেত্রে অতিরিক্ত ৫০ হাজার টাকা ছাড় দেওয়া উচিত।