নয়াদিল্লি: শনিবার তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেটে সকলেরই প্রধান নজর ছিল আয়করের উপর। এবার প্রধানমন্ত্রীও ইঙ্গিত দিয়েছিলেন এবার বাজেট হবে মধ্যবিত্ত, যুবা ও নারীর ক্ষমতায়নের কথা মাথায় রেখে। তাই আয়কর ছাড় নিয়ে প্রতিবছরের মতো এ বছরও উৎসাহ ছিল আমআদমির। তবে এতটা চমক আশা করেনি বোধ হয় কেউই। 

Continues below advertisement

বাজেটে আয়কর নিয়ে বড় চমক দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জানালেন, ১২ লক্ষ  টাকা অবধি কোনও আয়কর লাগবে না । তৃতীয় মোদি সরকারের বাজেটে রইল মধ্যবিত্তের জন্য বড় ছাড় । নিকট অতীতে এমন বিরাট কর ছাড় দেওয়া হয়নি।  ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর লাগবে না। নতুন কর কাঠামোর ফলে সাধারণ চাকরিজীবী ও ছোট ব্যবসায়ীরা বার্ষিক ৮০,০০০ টাকা থেকে ১.২০ লক্ষ টাকা পর্যন্ত কর সাশ্রয় করতে পারবেন। আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশনও ৫০ থেকে ৭৫ হাজার করা হল। বছরে ২৪ লক্ষের বেশি আয় যাঁদের, তাঁদেরই দিতে হবে ৩০% কর ।  

 এদিন নতুন কর কাঠামোয় করের নয়া স্ল্যাব ঘোষণা করেন নির্মলা। সেখানে ০-৪ লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য। ৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ। ৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে ১০ শতাংশ।  আয় ১২ লক্ষ টাকা থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত হলে, ১৫ শতাংশ আয়কর দিতে হবে।  ১৬ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে ২০ শতাংশ।  আয় বার্ষিক ২০ লক্ষ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত হলে,  ২৫ শতাংশ কর দিতে হবে। আর ২৪ লক্ষের বেশি আয় হলে, সেক্ষেত্রে কর দিতে হবে ৩০ শতাংশ।এছাড়া  অর্থমন্ত্রীর ঘোষণা, আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল।

Continues below advertisement

প্রবীণদের জন্যও বড় ঘোষণা করা হল বাজেটে।  ৫০ হাজার থেকে বেড়ে ১ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় মিলবে। প্রবীণদের জন্য এটা  নিঃসন্দেহে সুখবর। ২ লক্ষ ৪০ হাজার বেড়ে TDS-এ ৬ লক্ষ পর্যন্ত ছাড় দেওয়া হল। নতুন বিলে আয়কর কাঠামো আরও সরল করা হবে, আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর । 

ওল্ড রেজিম ও নিউ রেজিম

এতদিন পর্যন্ত  পুরনো আয়কর-কাঠামো অর্থাৎ ওল্ড রেজিমেও কর দেওয়া যেত। তাতে বার্ষিক আড়াই লক্ষ টাকা অবধি আয়ে কোনও কর দিতে হয় না। তারপর বার্ষিক আড়াই থেকে ৫ লক্ষ টাকা অবধি আয়ের ক্ষেত্রে ৫ শতাংশ কর দিতে হত। বার্ষিক ৫ থেকে ১০ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ২০ শতাংশ এবং বার্ষিক ১০ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর দিতে হত। এছাড়াও  নতুন ব্য়বস্থা অর্থাৎ নিউ রেজিমেও কর দেওয়া যায়। সেখানে বার্ষিক ৩ লক্ষ অবধি আয়ে কোনও কর দিতে হত না। তবে তার ওপর আর কোনও করছাড় নেই। বার্ষিক ৩ লক্ষ ১ টাকা থেকে ৭ লক্ষ টাকা অবধি আয়ে ৫ শতাংশ কর দিতে হত। বার্ষিক ৭ লক্ষ ১ টাকা  থেকে ১০ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ, বার্ষিক ১০ লক্ষ ১ টাকা থেকে ১২ লক্ষ টাকা অবধি আয়ে ১৫ শতাংশ, ১২ লক্ষ ১ টাকা থেকে ১৫ লক্ষ টাকা অবধি আয়ে ২০ শতাংশ, এবং বার্ষিক ১৫ লক্ষ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ কর দিতে হত। 

এই নিয়ে টানা আটবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে এভাবে মধ‍্যবিত্তদের মনজয় করলেন এই প্রথম।