বীরভূম : তিনি খুশি নন। তিনি মনে করেন এই বাজেট গরিববিমুখ। তিনি মনে করেন এ বাজেটে আলো নেই। তিনি মনে করেন এ বাজেট অমাবস্যার। নির্মলা সীতারামনের পঞ্চম বাজেট পেশের পর এভাবেই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । বীরভূমের ( Birbhum ) মঞ্চ থেকে কথায়বার্তায় স্পষ্ট করলেন এই বাজেটকে কিছু মানুষের সুবিধের জন্য তৈরি বাজেট বলে মনে করেন তিনি। তিনি মনে করেন তাঁকে বাজেট করতে হলে মানুষের কথা ভেবেই তৈরি করা হত। 


মুখ্যমন্ত্রী বলেন, ' আধঘণ্টা টাইম নিতাম গরিব মানুষের বাজেট করতে। সাধারণ মানুষের বাজেট কী করে করতে হয় আমি জানি। আমরা ট্যাক্স বাড়াই না। আমরা মানুষের কষ্ট হয় চাই না। আমরা বরঞ্চ মানুষকে বেশি সাহায্য করি। কারম মানুষই গণদেবতা। মানুষই মন্দির। মানুষই মসজিদ। মানুষই গুরুদ্বার। মানুষই গীর্জা। '


আগেও বিভিন্ন সভা থেকে ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আবারও কেন্দ্রকে আক্রমণ করলেন ১০০ দিনের কাজে বরাদ্দ কমানোর অভিযোগ তুলে। তিনি বলেন, ' বাজেটে আশার আলো নেই, অমাবস্যার অন্ধকার ...  এই বাজেট শুধু এক শ্রেণির মানুষের লাভের জন্য'। 


আরও পড়ুন :


আন্তর্জাতিক ক্ষেত্রে কাজের জন্য যুবাদের প্রশিক্ষণে বড় বরাদ্দ, তৈরি হচ্ছে ৩০ প্রশিক্ষণ কেন্দ্র




 



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'ঘটা করে উজ্জ্বলা প্রকল্পের ঘোষণা হয়েছিল। আজ তার কোনও অস্তিত্বও নেই' । কর্মসংস্থান নিয়েও কেন্দ্রকে খোঁচা দিলেন তিনি। বললেন, ' বাজেটে বেকারদের জন্য কোনও প্রস্তাব নেই। বেকারত্ব দূরীকরণের কোনও প্রস্তাব নেই' । বললেন লোকসভা ভোটের আগে যে যে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ হয়নি, উপরন্তু বেকারত্ব বেড়ে গিয়েছে বলে, কেন্দ্রর বিরুদ্ধে সুর চড়ান তিনি। 


তিনি আবারও বলেন 'বিজেপি শাসিত রাজ্য ছাড়া অন্য রাজ্যেকে বঞ্চিত করা হচ্ছে'। পশ্চিমবঙ্গে মঙ্গলবারই বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি। গত দুদিন রাজ্যে রয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল, যাঁরা মিড মিলের অবস্থা খতিয়ে দেখছেন। তাঁদের উল্লেখ করে মুখ্যমন্ত্রীর বিদ্রুপ, ' এখানে তো বিজেপি নেতাদের উইপোকা কামড়ালেও কেন্দ্রীয় দল চলে আসে। '  অন্যদিকে রাজ্যে এনআইএ-র সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক কালে এ রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সিগুলি। একের পর এক নেতা, বিধায়ক, মন্ত্রী তাদের জালে। রোজ চলছে জিজ্ঞাসাবাদ। উদ্ধার হচ্ছে বহু হিসেববহির্ভূত টাকা। এই প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁটা ' এইভাবে টাকা তুলতে হচ্ছে? টাকা নেই বুঝি? পকেটমারি করতে হচ্ছে? '